রাজধানী প্যারিসের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হলো ফ্রান্সপ্রবাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা। ঢাকা ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ইন ফ্রান্স (DUEF) এর উদ্যোগে ‘শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়’ উদযাপন উপলক্ষে এটি অনুষ্ঠিত হয়।
ফ্রান্সে বসবাসরত ‘ঢাবিয়ানরা’ রোববার ২৬ ডিসেম্বর, ২০২১ দুপুরে একটি রেস্তোরায় মধ্যাহ্ন ভোজশেষে স্থানীয় একটি মিলনায়তনে গানে, আবৃতিতে, স্মৃতিচারণে মেতে ওঠে।
ফ্রান্সের শরবোন ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী হাসনাত জাহান , যিনি সত্তরের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন – তিনি উপস্থিত থেকে প্রধান অতিথির পদ অলংকৃত করেন।
অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি এবং স্মৃতিচারণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুনির কাদের, হোমায়রা শারমিন কাকলী, ইশরাত ফ্লোরা, শাহাদাত রনি, শিমুল শাহাদাত, অনুভব বড়ুয়া, নজমুল কবির, হাবীবুল্লাহ, হোমায়রা শারমীন কাকলী, উত্তম কুমার কর্মকার, শাফিউল আলম সুমন প্রমুখ।
অনুষ্ঠানে শরবোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রিদিতা শাওলিন ঐন্দ্রি এবং রামিছা বাতুল গান গেয়ে শোনান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তারিক হাসান।