ড্রাইভিং লাইসেন্সের ব্যবহারিক পরীক্ষায় যে সব প্রশ্ন আসতে পারে
ফ্রান্সে যারা কোড পাশ করে ড্রাইভিং লাইসেন্স নেয়ার জন্য ব্যবহারিক পরীক্ষা দিবেন তাদের গাড়ী চালানোর পাশাপাশি কিছু প্রশ্নের উত্তর ও দিতে হয়।
নীচে কিছূ নমুনা প্রশ্ন দেয়া হলো কারো উপকারে আসতেও পারে।
১. ইঞ্জিন কাভার খুলে দেখাতে হবে গাড়ী চলার সময় এটা খোলা থাকলে কি বিপদ হতে পারে। আবার এটা বন্ধ করতে হবে।
২. গাড়ীর লাইট পরির্বতন হবে কিভাবে। ইন্ডিকেটর লাইট, হেডলাইট প্রভৃতি।
৩. গাড়ীর ব্যাটারী কিভাবে পরিবর্তণ করতে হয়।
৪. বাচ্চাদের নিরাপত্তার জন্য গাড়ীর পেছনের দরজা কিভাবে ব্লক করতে হয়।
৫. গাড়ীর তেল কিভাবে নিতে হয় এবং সেটা বন্ধ করার নিয়ম।
৬. গাড়ীর লাইসেন্স নাম্বার প্লেট কি অবস্থায় রাখা দরকার।
৭. পেছনের বনেট খুলে দেখাতে হতে পারে। সেখানে ভারী মালামাল কিভাবে রাখা হয়।
৮. পেছনের বনেটে অতিরিক্ত জিনিস নেয়ার ঝুকি কি।চাকার অবস্থা।
৯. ত্রিকোনাকার সিগন্যাল কিভাবে রাখা হয়।ব্যবহার কখন হয়। হলুদ জ্যাকেট কেনো রাখা হয়।
১০. গাড়ীর চাকার বাতাস কতোটুকু রাখা দরকার।চাকা নিয়ে প্রশ্ন থাকবে।
১১. গাড়ী থেমে থাকার পর যে বাতি জ্বলে সেটা ফিউজ হয়ে গেলে কি করা দরকার।
১২. বিভিন্ন বাতির উপর প্রশ্ন থাকবে।
১৩. এক্সিডেন্ট হলে কি করা দরকার।
১৪. একজন দুর্ঘটনায় পড়লে তাকে উদ্ধারের নিয়ম কি।
১৫. গাড়ীর ভিতরের কিছু জিনিস যেমন, কাগজপত্র কোথায় রাখতে হয়, বনেট কিভাবে খুলতে হয়, রাতের বেলার ব্যাক মিরর কিভাবে সেট করতে হয়, এয়ারর কন্ডিশনার কিভাবে ব্যবহার হবে, বাতি কিভাবে কাজ করবে, দুর্ঘটনার সময় কোন কাগজ রাখতে হয়, হর্ন কোন বাটনে বাজে, স্টিয়ারিং ওঠানো নামানোর নিয়ম।
সর্বশেষ সংবাদ
ফ্রান্সে ড্রাইভিং লাইসেন্সের ব্যবহারিক পরীক্ষায় যে সব প্রশ্ন আসতে পারে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ