ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, ১২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দক্ষিণ সুরমা থানা সমাজকল্যাণ সংস্থা ফ্রান্স-এর নতুন কমিটি গঠন ফ্রান্সে ভয়াবহ আবাসন সংকট – বাংলাদেশি প্রবাসীদের সামনে নতুন চ্যালেঞ্জ অখণ্ড বাংলাদেশ আন্দোলন’ এর উদ্যোগে “পলাশী ট্র্যাজেডিও আজকের বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ফ্রান্সের সাইন-এ-মার্ন এলাকায় রাস্তায় তরুণীকে ছুরি মেরে আহত করল গৃহহীন যুবক ফ্রান্স বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত সাফ আয়োজিত “প্যারিসে ৬ষ্ঠ বারের মতো বাণিজ্য মেলা:ঈদ বাজার ২০২৫ ইতালিতে প্রবাসী বাংলাদেশী নাহিদ খুনের ঘটনায় গ্রেপ্তার -১ ইতালিতে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে ডিসেম্বরের মধ্যেই দেশে নির্বাচনের দাবি রোম মহানগর বিএনপির পখত দ্য পারি সেন্ট ডেনিশে “বাংলা অটো ড্রাইভিং” স্কুলের ৭ম শাখা উদ্বোধন” ফ্রান্স ক্রিকেট বোর্ড’র বাংলাদেশি সদস্যদের আমাদের কথা’র সংবর্ধনা

ফ্রান্সে বাংগালীর স্বপ্নের শহীদ মিনার হতে যাচ্ছে

  • আপডেট সময় ১২:৫২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
  • ৫৩১ বার পড়া হয়েছে

মো: নজমুল কবির //

আজই সুখবরটার চূড়ান্ত অনুমোদনের কথা জানালেন ফ্রান্সে মূলধারার রাজনীতিতে সক্রিয় বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসী সরুফ সোদিওল। তিনি বাংলাদেশ এবং বাংলাদেশীদের ফরাসী মূলধারায় অভিযোজনে সদা তৎপর একজন মানুষ।

সরুফ সোদিওল জানালেন, ফ্রান্সে একটি শহীদ মিনার গড়ে উঠুক এটা চাইতাম সব সময়। বর্তমান মেয়র প্যানেল দায়িত্ব গ্রহনের পর এই স্বপ্ন বাস্তবায়নে আমি আরো আস্থাশীল হয়ে উঠি।

এবছর জানুয়ারীতে সরুফ সদিওল আনুষ্ঠানিকভাবে সেইন্ট ডেনিস এলাকায় একটি শহীদমিনার গড়ে তুলবার জন্য প্রস্তাবনা পেশ করেন বলে জানান। আজই তা চূড়ান্ত অনুমোদন লাভ করে।

বর্তমান মেয়র, ডেপুটি মেয়র এবং কাউন্সিলরগন এইক্ষেত্রে সমর্থন জুগিয়েছেন বলে সরুফ সদিওল জানান।

সেন্ট ডেনিসের পৌর ভবন, যে কর্তৃপক্ষ অনুমোদন দিলেন

উল্লেখ্য, ইতোমধ্যে ফ্রান্সের তুলুজ শহরেও সম্প্রতি একটি শহীদ মিনার স্থাপিত হয়। সেখানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি জোর প্রচেষ্টা চালান। ফলশ্রুতিতে তারা সফল হন। প্যারিসে একটি স্থায়ী শহীদমিনার গড়ার জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চলছিলো বলে জানা যায়।

বাংলাদেশ কমিউনিটর দীর্ঘদিনের একটি দাবি ছিলো, প্যারিস বা তার আশেপাশে একটি স্থায়ী শহীদমিনার তৈরি করার। স্থায়ী শহীদমিনার না থাকায় এখানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের প্রচেষ্টায় বিভিন্ন সময়ে প্যারিস আইফেল টাওয়ার সংলগ্ন এলাকা, রিপাবলিক এলাকা এবং জুরেস পার্কে অস্থায়ী শহীদমিনার নির্মান করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হতো। সেক্ষেত্রে এমন একটি সংবাদ বাংলাদেশ কমিউনিটির মধ্যে খুশির আবেশ অনুভব করে।

সেইন্ট ডেনিস এলাকায় একটি স্থায়ী শহীদমিনার নির্মান হলে দিবসটি উদযাপনের ক্ষেত্রে ভিন্ন একটি মাত্রা যোগ হবে বলে প্রত্যাশা করা যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

দক্ষিণ সুরমা থানা সমাজকল্যাণ সংস্থা ফ্রান্স-এর নতুন কমিটি গঠন

ফ্রান্সে বাংগালীর স্বপ্নের শহীদ মিনার হতে যাচ্ছে

আপডেট সময় ১২:৫২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১

মো: নজমুল কবির //

আজই সুখবরটার চূড়ান্ত অনুমোদনের কথা জানালেন ফ্রান্সে মূলধারার রাজনীতিতে সক্রিয় বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসী সরুফ সোদিওল। তিনি বাংলাদেশ এবং বাংলাদেশীদের ফরাসী মূলধারায় অভিযোজনে সদা তৎপর একজন মানুষ।

সরুফ সোদিওল জানালেন, ফ্রান্সে একটি শহীদ মিনার গড়ে উঠুক এটা চাইতাম সব সময়। বর্তমান মেয়র প্যানেল দায়িত্ব গ্রহনের পর এই স্বপ্ন বাস্তবায়নে আমি আরো আস্থাশীল হয়ে উঠি।

এবছর জানুয়ারীতে সরুফ সদিওল আনুষ্ঠানিকভাবে সেইন্ট ডেনিস এলাকায় একটি শহীদমিনার গড়ে তুলবার জন্য প্রস্তাবনা পেশ করেন বলে জানান। আজই তা চূড়ান্ত অনুমোদন লাভ করে।

বর্তমান মেয়র, ডেপুটি মেয়র এবং কাউন্সিলরগন এইক্ষেত্রে সমর্থন জুগিয়েছেন বলে সরুফ সদিওল জানান।

সেন্ট ডেনিসের পৌর ভবন, যে কর্তৃপক্ষ অনুমোদন দিলেন

উল্লেখ্য, ইতোমধ্যে ফ্রান্সের তুলুজ শহরেও সম্প্রতি একটি শহীদ মিনার স্থাপিত হয়। সেখানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি জোর প্রচেষ্টা চালান। ফলশ্রুতিতে তারা সফল হন। প্যারিসে একটি স্থায়ী শহীদমিনার গড়ার জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চলছিলো বলে জানা যায়।

বাংলাদেশ কমিউনিটর দীর্ঘদিনের একটি দাবি ছিলো, প্যারিস বা তার আশেপাশে একটি স্থায়ী শহীদমিনার তৈরি করার। স্থায়ী শহীদমিনার না থাকায় এখানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের প্রচেষ্টায় বিভিন্ন সময়ে প্যারিস আইফেল টাওয়ার সংলগ্ন এলাকা, রিপাবলিক এলাকা এবং জুরেস পার্কে অস্থায়ী শহীদমিনার নির্মান করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হতো। সেক্ষেত্রে এমন একটি সংবাদ বাংলাদেশ কমিউনিটির মধ্যে খুশির আবেশ অনুভব করে।

সেইন্ট ডেনিস এলাকায় একটি স্থায়ী শহীদমিনার নির্মান হলে দিবসটি উদযাপনের ক্ষেত্রে ভিন্ন একটি মাত্রা যোগ হবে বলে প্রত্যাশা করা যায়।