ফ্রান্সের প্যারিসের অদূরে পিআরপিতে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসায়ী প্রতিষ্ঠান বাংলা অটো গ্যারেজের বর্নাঢ্য শুভ উদ্ভোধন হয়েছে। বাংলা অটো ইকোলের সত্ত্বাধিকারী হোসেন সালাম রহমানের নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানের উদ্ভোধনী অনুষ্ঠানস্থল ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির
নেতৃবৃন্দের পদচারনায় মিলন মেলায় রূপ নেয়।
গতকাল শনিবার বিকেলে প্যারিসের অদুরে পিআরপিতে বাংলা অটো গ্যারেজে
সাংবাদিক লুৎফর বাবুর সঞ্চালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যারিসের বিশিষ্ট ব্যবসায়ী কাজী এনায়েত উল্লাহ ইনু, ফ্রান্স আওয়ামীলীগ নেতা এম এ কাশেম, ইকবাল, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সালেহ আহমেদ চৌধুরী,ইপিবিএ ফ্রান্স সভাপতি ফারুক খান, কমিউনিটি ব্যক্তিত্ব টি এম রেজা , আমিন খান হাজারী, আরিফ আহমেদ, মাসুদ,নাছির আহমেদ , হক স্বপন, নজরুল ইসলাম, মোতালেব খান,অজয় দাস, বাংলা প্রসক্লাব ইতালির সভাপতি শাওন আহমেদ, সাংবাদিক আবু তাহির, ফেরদৌস করিম আখঞ্জী প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দের সংক্ষিপ্ত বক্তব্যে উঠে আসে , বাংলাদেশ কমিউনিটি এখন একটি শক্ত ভীতের ওপর দাঁড়িয়ে। তরুন উদ্যোক্তারা তাদের শ্রম ঘাম দিয়ে অনেক ঝুঁকি মাথায় নিয়ে প্রতিষ্ঠান গড়ে তুলছেন। বক্তারা হোসেন সালাম রহমানকে তার নতুন ব্যবসায়িক উদ্যোগের প্রশংসা করে বলেন, এই ভিন্ন ধরনের ব্যবসায়িক উদ্যোগের ফলে এই সেক্টরে বাংলাদেশীদের পদচারনা শুরু হলো। এখানে কমিউনিটির প্রসার যেমন ঘটছে, তেমনি তারা ব্যবসা, চাকুরী এবং নিজস্ব ব্যবহারের জন্য উল্লেখযোগ্য সংখ্যক মানুষ গাড়ি ব্যবহার করছে। ফলে তারা এখান থেকে সেবা পাবে।
হোসেন সালাম রহমান তার এই ব্যবসায়িক উদ্যোগের ব্যপারে জানান, বাংলাদেশীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে। এখান থেকে গাড়ি সংক্রান্ত সকল ধরনের সেবা পাওয়া যাবে। তিনি জানান, AD নামের বিখ্যাত প্রতিষ্ঠানের সাথে জয়েন্ট কোলাবরেশনে আমরা সার্ভিস দেবো এবং সার্ভিসের সাথে ক্ষেত্রবিশেষে বিভিন্ন মেয়াদে গ্যারান্টি দেয়া হবে।
হোসেন সালাম রহমান বাংলাদেশী কমিউনিটির সহযোগিতা কামনা করেন।
সর্বশেষ সংবাদ
ফ্রান্সে বাংলা অটো ইকোলের সহ-প্রতিষ্ঠান বাংলা অটো গ্যারেজের বর্নাঢ্য উদ্ভোধন
ট্যাগস :