ফ্রান্সে ২০১৮ সালে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আবেদন গৃহিত হওয়ার হার অনুযায়ী বাংলাদেশের অবস্থান ৯ম এবং আফগানিস্থান ১ম ।
ফ্রান্সে ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে ‘ডিমান্দ দ্যজিল’ বা রাজনৈতিক বা বিভিন্ন ধরনের আশ্রয় আবেদনের হার বেড়েছে ২২% । এবং সাবসিডিয়ারি কাগজ পাওয়ার হার বেড়েছে ৯% ।
ফ্রান্সের OFPRA তে ২০১৮ সনে মোট কেইস পড়ে
১২২,৭৩২ টি । এর মধ্যে কেইস পায় ৪৬,৭০০ । যার শতকরা হিসাবে OFPRA থেকে পায় ২২% আর CNDA বা আদালত থেকে আপিলের মাধ্যমে সফলতার হার ৩৬% ।
আর এই আবেদন গৃহীত হওয়াদের মধ্যে যারা ফ্যামিলিসহ (স্ত্রী/স্বামী,সন্তানসহ) আবেদনকারীদের সংখ্যা
২১,৪৫৭ জন । এছাড়া অন্যরা অবিবাহিত বা সিংগেল।
আর ২০১৭ তে প্রতিটা কেইস ফাইলের গড় টাইম ব্যয় হয় ১৪২ দিন । এবং ২০১৮ তে তা কমে গড় টাইম ব্যয় হয় ১১২ দিন ।
( সূত্র : AFP, BFMTV)