গত ২৯ জুন ২০১৮ তারিখে নব গঠিত “ক্যান্সার সোসাইটি রাজবাড়ী”র আজীবন সদস্য প্যারিস প্রবাসী আশরাফুল ইসলাম সংগঠনে এক লক্ষ টাকা অনুদান দিয়েছেন। তাঁর ইচ্ছেমত এই টাকা তাঁর প্রয়াত পিতার নামে–অর্থাৎ” মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম সহায়তা ফান্ড “— হিসেবে পরিচিত হবে। এই টাকার লভ্যাংশ রাজবাড়ীর ক্যান্সার আক্রান্ত রোগীর সেবায় নিয়মানুগ ভাবে পরিচালিত হতে থাকবে। মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলমের প্রতি শ্রদ্ধা এবং আশরাফুল ইসলামের এই মানবিক কাজের কৃতজ্ঞতা জানান সংগঠনের সভাপতি প্রবীণ নারী সমাজকর্মী এডঃ দেবাহুতি চক্রবর্তী ।
ক্যান্সার আক্রান্ত রোগী ও তাদের স্বজনদের নিয়ে গত ২৯শে জুন বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী শহরের সজ্জনকান্দাস্থ আবোল তাবোল শিশু সংগঠনের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উন্মুক্ত আলোচনায় ক্যান্সার আক্রান্ত রোগী ও তাদের স্বজনরা ক্যান্সারের চিকিৎসা, সমস্যাসহ প্রতিরোধ ও প্রতিকারের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং রাজবাড়ীতে একটি সংগঠন করার বিষয়ে ঐক্যমতে পৌছান। সভায় উপস্থিত ব্যক্তিবর্গের সিদ্ধান্তের প্রেক্ষিতে এডঃ দেবাহুতি চক্রবর্তীকে সভাপতি এবং আহমেদ নিজাম মন্টুকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ক্যান্সার সোসাইটি রাজবাড়ী নামক সংগঠনের কমিটি গঠন করা হয়। নবগঠিত এই সংগঠনের পক্ষ থেকে রাজবাড়ী জেলায় ক্যান্সারে আক্রান্তদের ডাটাবেজ তৈরী, ক্যান্সার প্রতিরোধ, ভীতি দূর করার জন্য প্রচারণা এবং ক্যান্সার আক্রান্তদের চিকিৎসার সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
ফ্রান্স প্রবাসী ব্যবসায়ী ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম রাজবাড়ীর দুস্থ মানুষের জন্য এক নিবেদিত প্রাণ। দীর্ঘ ২৬ বছর প্রবাসে থেকেও তিনি রাজবাড়ীর মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছেন। রাজবাড়ীর আইন শৃঙ্খলা বাহিনীকে উৎসাহ মুলক পুরষ্কার দেন তিনি। উদাহরণ স্বরূপ বলা যায়, ২০১৬ সালে পুলিশ সুপার জিহাদুল কবির (পিপিএম) এর সুপারিশে গোয়ালন্দ থানার উপ পুলিশ পরিদর্শক নিজামকে তার অবৈধ টাকা ও মাদক র্নিমূলের বিশেষ অবদানের জন্য ৫০ হাজার টাকা পুরষ্কার দেন।