মাযহারুল ইসলামঃ আজ ৭ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী কমিটির একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শামসুল ইসলাম। সাধারন সম্পাদক নয়ন মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনার প্রেক্ষিতে
আগামী ১৭ আগস্ট, সোমবার ক্লাবের সদস্যদের নিয়ে একটি ব্যতিক্রমী আয়োজনের ব্যাপারে প্রস্তাব করা হয়। সমুদ্র নয়, পাহাড় নয়, ‘সবুজের পথেঃ একজন বাংলাদেশী কৃষি খামার উদ্যোক্তার প্রকল্প পরিদর্শন’ এমন উদ্যোগের ব্যাপারে একমত পোষণ করা হয়।
এছাড়া সাংবাদিকতার ওপর একটি বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করার ব্যাপারে একমত পোষণ করা হয়। করোনা সংকটকে বিবেচনায় রেখে সুবিধাজনক সময়ে এটি আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
এব্যাপারে ক্লাবের সদস্যদের আসন্ন আনন্দ ভ্রমনের সময়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে মত প্রকাশ করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপদেষ্টা আবু তাহির, সহ সভাপতি নজমুল কবির, সিনিয়র সদস্য ফেরদৌস করীম আখঞ্জী, প্রচার সম্পাদক মোহাম্মদ রুহুল আমীন এবং মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।