মিনহাজ হোসেন, ইতালী প্রতিনিধিঃ পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১০ জানুয়ারী জাতির অবিসংবাদিত নেতা এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্ত স্বদেশ ভূমিতে ফিরে আসার ঘটনা ছিল বাংলাদেশের জন্মের ইতিহাসের আরেক আশীর্বাদ এবং বিজয়ের পূর্ণতা। দিনটি জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ইতালী আওয়ামী লীগ আয়োজন করে এক আলোচনা সভার। ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রউফ ফকিরের সভাপতিত্বে প্রথমে পবিত্র কোরআন থেকে তেলয়াত ও সকল শহীদদের সম্মানে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় ইতালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামান মোক্তার ও দপ্তর সম্পাদক হাবীব মকদমের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মন্টু, মহিলা সম্পাদিকা তুহিনা সুলতানা মলি, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদ, যুবলীগ ইতালী শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, ইতালী আওয়ামী লীগের সদস্য ফারুক ফরাজী, মোহাম্মদ আলী, ইউসুফ ভুইয়া, দেলোয়ার মকদম, মাসুদ আহমেদ, মহিলা আওয়ামী লীগ ইতালী শাখার মহিলা সম্পাদিকা শামীমা আক্তার পপি, উম্মেহানি উম্মেহানি, আওয়ামী যুব নেতা সাদাত হোসেন, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান, রিন্টু, মহিলা আওয়ামী লীগের নিলুফা বানু, তাহমিনা আকতার, মাহবুবা চৌধুরী বাবলি, রোম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজিব আহমেদ, আওয়ামী লীগের সদস্য রশিদ শেখ, লিটন শেখ, জামাল বেপারী, আব্দুর রাজ্জাক, জব্বার মাদবর, আকবর মালতসহ ইতালী আওয়ামী লীগের সকল অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনা বিশেষ তাত্পর্যপূর্ণ। স্বয়ং জাতির পিতা তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তনকে আখ্যায়িত করেছিলেন ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা’। তাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিনটি অবিস্মরণীয় ও ঐতিহাসিক হিসেবে চিহ্নিত হয়ে আছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণের হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধের লড়াইয়ের সৃতিচারন করে বক্তব্য দেন নেতা কর্মিরা।