ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কাজের আওতায় অনিবন্ধিত অভিবাসীদের বৈধতার শর্ত শিথিল করল স্পেন শহীদ আবু সাঈদসহ সবার প্রতি সালাম জানালেন বিলেতের প্রধান কবি আহমেদ ময়েজ বালাগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যেগে মানববন্ধন প্যারিসে খিয়াং নয়ন রচিত মোটিভেশনাল বিষয়ক ‘Impression de vie’ জীবনের ছাপ বইয়ের মোড়ক উন্মোচন বালাগঞ্জে সাংবাদিকদের সাথে- নবাগত ওসি নির্মল দেব এর মতবিনিময় ড. মুহাম্মদ ইউনুসের নামে প্যারিসে রাস্তার নামকরণ: একটি গৌরবময় মুহূর্ত বাংলাদেশে সাধারণ ছাত্র ছাত্রীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ফ্রান্সের তুলুজে বিশাল সমাবেশ প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরজুড়ে বিক্ষুব্ধ বাংলাদেশ বালাগঞ্জের হাফিজ মাওলানা সামসুল ইসলাম লন্ডনের university of central Lancashire থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করলেন বালাগঞ্জে সাংবাদিকদের সাথে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী রফিক আহমদ এর মতবিনিময়

বাংলাদেশে ছাত্রদের বিক্ষোভে হামলায় ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ জানিয়েছে

  • আপডেট সময় ০৮:০২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮
  • ২৮৩ বার পড়া হয়েছে

সড়কে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকায় বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (৭ আগস্ট) এক বিবৃতিতে বাংলাদেশে ইইউ দূতাবাসের প্রধান সবাইকে শান্ত থাকতে ও শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।

ইউরোপীয় ৯ জন কূটনীতিতের ওই যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আমরা আশা করছি সবপক্ষ ধৈর্য্য ধরবে আর শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। বিক্ষোভকারী, সাংবাদিক ও অন্যদের ওপর বেআইনি ও অসামঞ্জস্যপূর্ণ সহিংসতা বা পদক্ষেপ বন্ধ করা প্রয়োজন। যা হয়েছে তা অবশ্যই তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।

বিবৃতিতে যুক্তরাজ্যের হাই কমিশনার এবং ডেনমার্ক, স্পেন, ফ্রান্স, ইতালি, জার্মানি, সুইডেন, নেদারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা স্বাক্ষর করেন।

বিবৃতিতে আরও বলা হয়, স্কুলের শিশুদের এই বিক্ষোভ বাংলাদেশে সড়কের নিরাপত্তা ও আইন-কানুনের প্রয়োগ নিয়ে ভীতির বিষয়টির তুলে ধরেছে। সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা স্বীকার করা একটি সমাদৃত পদক্ষেপ। আমরা আশা করি, সরকার অবিলম্বে এসব সমস্যা সমাধানে পদক্ষেপ নেবে।

এদিকে, জাতিসংঘের যুব দূত জয়াথমা বিক্রমানায়েকেও বাংলাদেশের শিক্ষার্থীদের এই বিক্ষোভের বিষয়টিকে তুলে ধরেছেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, আমার বাংলাদেশ সফর সময়মতো হয়নি। তরুণদের জন্য নিরাপদ বাসস্থানের বিষয়ে বলতে গিয়ে আমি নিরাপদ সড়কের দাবিতে তরুণদের প্রতিবাদের প্রশংসা করেছি। আমি সরকারসহ অন্যদের অবিলম্বে সহিংসতা বন্ধ করার পাশাপাশি অধিকার আদায়ে মাঠে না শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

কাজের আওতায় অনিবন্ধিত অভিবাসীদের বৈধতার শর্ত শিথিল করল স্পেন

বাংলাদেশে ছাত্রদের বিক্ষোভে হামলায় ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ জানিয়েছে

আপডেট সময় ০৮:০২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮

সড়কে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকায় বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (৭ আগস্ট) এক বিবৃতিতে বাংলাদেশে ইইউ দূতাবাসের প্রধান সবাইকে শান্ত থাকতে ও শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।

ইউরোপীয় ৯ জন কূটনীতিতের ওই যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আমরা আশা করছি সবপক্ষ ধৈর্য্য ধরবে আর শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। বিক্ষোভকারী, সাংবাদিক ও অন্যদের ওপর বেআইনি ও অসামঞ্জস্যপূর্ণ সহিংসতা বা পদক্ষেপ বন্ধ করা প্রয়োজন। যা হয়েছে তা অবশ্যই তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।

বিবৃতিতে যুক্তরাজ্যের হাই কমিশনার এবং ডেনমার্ক, স্পেন, ফ্রান্স, ইতালি, জার্মানি, সুইডেন, নেদারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা স্বাক্ষর করেন।

বিবৃতিতে আরও বলা হয়, স্কুলের শিশুদের এই বিক্ষোভ বাংলাদেশে সড়কের নিরাপত্তা ও আইন-কানুনের প্রয়োগ নিয়ে ভীতির বিষয়টির তুলে ধরেছে। সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা স্বীকার করা একটি সমাদৃত পদক্ষেপ। আমরা আশা করি, সরকার অবিলম্বে এসব সমস্যা সমাধানে পদক্ষেপ নেবে।

এদিকে, জাতিসংঘের যুব দূত জয়াথমা বিক্রমানায়েকেও বাংলাদেশের শিক্ষার্থীদের এই বিক্ষোভের বিষয়টিকে তুলে ধরেছেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, আমার বাংলাদেশ সফর সময়মতো হয়নি। তরুণদের জন্য নিরাপদ বাসস্থানের বিষয়ে বলতে গিয়ে আমি নিরাপদ সড়কের দাবিতে তরুণদের প্রতিবাদের প্রশংসা করেছি। আমি সরকারসহ অন্যদের অবিলম্বে সহিংসতা বন্ধ করার পাশাপাশি অধিকার আদায়ে মাঠে না শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাই।