এসএম হেলালঃ বালাগঞ্জে ২৪জন করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে ; কঠোর লকডাউন ৪৫জনের
বিরুদ্ধে মামলা ও ১০হাজার ৯শ ৫০ টাকার জরিমানা করা হয়েছে।
এদিকে মহামারী করোনাভাইরাস ঠেকাতে চলমান কঠোর লকডাউন বালাগঞ্জে ৩য়
দিনেও ঢিলেঢালা অবস্থায় চলছে। শনিবার (৩জুলাই) উপজেলার বিভিন্ন
হাট-বাজারে দোকানপাট বিগত দু’দিনের তুলনায় আরো একটু বেশি খোলা থাকতে দেখা
গেছে। আইনশৃৎখলা বাহিনীর লোক দেখলে সাবধান, না হয় অন্যান্যা দিনের মতোই
সমান এমন করে চলছে।
জানাগেছে, বালাগঞ্জে কঠোর লকডাউনে ইতিমধ্যে ৪৫জনের বিরুদ্ধে মামলা ও
১০হাজার ৯শ ৫০ টাকার জরিমানা করা হয়েছে। এবং উপজেলার ২৪জন লোক করোনা
আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। অবশ্য উপজেলার অন্য সব এলাকার চেয়ে
উপজেলা সদরে বেশ কঠোরভাবে লকডাউন কার্যকর রয়েছে। উপজেলা প্রশাসন এবং
বালাগঞ্জ থানা পুলিশ লকডাউন কার্যকর রাখতে মাঠে তৎপর রয়েছে। পাশাপাশি
সেনাবাহিনীর টহলও লক্ষ্য করা গেছে। লকডাইনে অধিকাংশ যানবাহন চলাচল বন্ধ
রয়েছে। কিছু কিছু অটোরিক্সা (সিএনজি) এবং ব্যাটারিচালিত রিক্সা চলাচল
করতে দেখা গেলেও যাত্রীদের তুলনায় তা অনেক কম। অবশ্য অতিরিক্ত ভাড়া
আদায়ের ব্যাপারে যাত্রীদের অভিযোগ রয়েছে। হাট-বাজারে মাছ, সবজিসহ
নিত্যপণ্যের যোগান স্বাভাবিক রয়েছে। তবে তুলনামূলক দাম একটু বেশি বলে
সাধারণ মানুষের অভিযোগ জানিয়েছেন।
এদিকে চলতি লকডাউন কার্যকর করতে বালাগঞ্জ উপজেলা প্রশাসন এবং বালাগঞ্জ
থানা পুলিশের বিশেষ টিম মাঠে রয়েছে। সরকারি নির্দেশনা কার্যকর করতে
প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার ও উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) পলাশ মন্ডলের নেতৃত্বে পৃথকভাবে প্রতিদিন অভিযান
অব্যাহত রয়েছে।
উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপকালে উপজেলা নির্বাহী অফিসার রোজিনা
আক্তার বলেন, সরকারি নির্দেশনা কার্যকর করতে প্রশাসনের পক্ষ থেকে
সর্বাত্মক প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে। আমি এবং আমাদের উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) পলাশ মন্ডলের নেতৃত্বে প্রতিদিন অভিযান পরিচালিত হচ্ছে।
লকডাউনের ৩য় দিনে বিধি অমান্য করায় ২৬টি মামলা ও ৫হাজার ৩শ ৩৫ টাকা
জরিমানা করা হয়েছে। এছাড়া চলতি কঠোর এ লকডাউনে বিগত ৩দিনে ৪৫টি মামলা ও ১০হাজার ৯শ ৫০ টাকা জরিমানা করা হয়েছে। সর্বশেষ তথ্যমতে, উপজেলার মোট ২৪জন লোক করোনা
আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। তিনি, সাংবাদিকসহ সচেতন মহলের সার্বিক
সহযোগিতা কামনা করেছেন।
বালাগঞ্জে থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নাজমুল হাসান জানান, উপজেলার বিভিন্নস্থান ও সড়কে পুলিশ টহল অব্যাহত রয়েছে। পাশাপাশি সেনাবাহিনীও মাঠে রয়েছে।
সর্বশেষ সংবাদ
বালাগঞ্জে করোনার সর্বশেষ পরিস্থিতি ঃ আক্রান্ত ২৪,লকডাউন না মানায় মামলা জরিমানা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ