এসএম হেলাল ; বালাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল সাফিনের পরিচালসভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর। তিনি বলেন, সহমর্মিতা প্রকাশ করছি শহীদ বুদ্ধিজীবী পরিবারবর্গ ও স্বজনদের প্রতি, যারা দীর্ঘ ৫২ বছর ধরে বয়ে চলেছেন আপনজনকে নির্মমভাবে হারানোর মর্মন্তুদ বেদনা ও কষ্ট। মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দুয়া করি মহান আল্লাহ যেনো বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের যারা শহীদ হয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেনো তাদের জান্নাতের সুউচ্চ মা’কাম দান করেন- আমীন।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমদ, উপজেলা ইউএইচও ডা. হেপি দাস, উপজেলা শিক্ষা কমকর্তা সমির কান্তি দেব, উপজেলা কৃষি কর্মকর্তা আশিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম, বালাগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাগির হোসেন, ইউপি চেয়ারম্যানদের মধ্যে শিহাব উদ্দিন, মুজিবুর রহমান ও নাজমুল আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। দিবসের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে বাদ জোহর উপজেলা জামে মসজিদে এক দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামরুল ইসলাম।