ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্স বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত সাফ আয়োজিত “প্যারিসে ৬ষ্ঠ বারের মতো বাণিজ্য মেলা:ঈদ বাজার ২০২৫ ইতালিতে প্রবাসী বাংলাদেশী নাহিদ খুনের ঘটনায় গ্রেপ্তার -১ ইতালিতে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে ডিসেম্বরের মধ্যেই দেশে নির্বাচনের দাবি রোম মহানগর বিএনপির পখত দ্য পারি সেন্ট ডেনিশে “বাংলা অটো ড্রাইভিং” স্কুলের ৭ম শাখা উদ্বোধন” ফ্রান্স ক্রিকেট বোর্ড’র বাংলাদেশি সদস্যদের আমাদের কথা’র সংবর্ধনা ইতালির মিলানে কনস্যুলেটের আয়োজনে উৎসবমুখর পরিবেশে হাজারো প্রবাসীদের মিলনমেলায় বৈশাখী অনুষ্ঠান বাংলাদেশ জাতীয় দলে যোগ দিতে দেশের পথে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল প্যারিসের পন্থা কেথশীমা এলাকায় বাংলাদেশি ২ যৌথ মালিকানাধীন নতুন ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন “চব্বিশের বিপ্লব স্বার্থক করতে ঐক্যবদ্ধ বাংলাদেশের বিকল্প নেই”

বিদেশি শিক্ষার্থীদের ভিসা কাটছাঁটের পরিকল্পনা কানাডার

  • আপডেট সময় ১০:১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • ২৯১ বার পড়া হয়েছে

আবসন ব্যয় বাড়তে থাকায় বিদেশি শিক্ষার্থীদের ভিসা কমানোর পরিকল্পনা নিয়েছে কানাডার সরকার। সোমবার কানাডার নতুন আবাসন মন্ত্রী সিন ফ্রেসার কানাডার আটলান্টিক উপকূলীয় প্রদেশ প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ডে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ বিশ্বের উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর শিক্ষার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের কাছে শীর্ষ পছন্দের দেশ কানাডা। সরকারি তথ্য অনুযায়ী, ২০২২ সালে কানাডায় সক্রিয় ভিসাধারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লাখের বেশি। ১০ বছর আগে, ২০১২ সালে এই সংখ্যা ছিল ২ লাখ ৭৫ হাজার।

অর্থাৎ দশ বছরে দেশটিতে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে প্রায় চারগুণ। বাড়তি এই শিক্ষার্থীদের কারণে কানাডার আবাসন বাজারে ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে এবং বাড়িঘর ও রিয়েল এস্টেটের দাম দিন দিন বাড়ছে বলে সংবাদ সম্মেলনে জানান মন্ত্রী।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করেন, সরকার ভিসা বিধিনিষেধের মাধ্যমে বিদেশি শিক্ষার্থীদের আগমন কমানোর পরিকল্পনা নিয়েছে কিনা। উত্তরে মন্ত্রী বলেন, ‘আমার মনে হয় এ ধরনের পরিকল্পনা নেওয়া উচিত এবং এখনই তার উপযুক্ত সময়। বিদেশি শিক্ষার্থীদের সংখ্যার এই বিস্ফোরক প্রবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে অবশ্যই এমন কিছু পরিকল্পনা আমাদের নেওয়া প্রয়োজন, যা আগে কখনও নেওয়া হয়নি।’

কানাডায় বর্তমানে ক্ষমতায় রয়েছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন লিবারেল পার্টির সরকার। আগামী অক্টোবরে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন হতে যাচ্ছে। বিরোধী দল কনজারভেটিভ পার্টি অভিযোগ করে আসছে, অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণে ট্রুডোর সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার আয়তন ৯৯ লাখ ৮৪ হাজার ৬৭০ বর্গকিলোমিটার, জনসংখ্যা মাত্র ৩ কোটি ৯৫ লাখ।

 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্স বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

বিদেশি শিক্ষার্থীদের ভিসা কাটছাঁটের পরিকল্পনা কানাডার

আপডেট সময় ১০:১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩

আবসন ব্যয় বাড়তে থাকায় বিদেশি শিক্ষার্থীদের ভিসা কমানোর পরিকল্পনা নিয়েছে কানাডার সরকার। সোমবার কানাডার নতুন আবাসন মন্ত্রী সিন ফ্রেসার কানাডার আটলান্টিক উপকূলীয় প্রদেশ প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ডে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ বিশ্বের উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর শিক্ষার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের কাছে শীর্ষ পছন্দের দেশ কানাডা। সরকারি তথ্য অনুযায়ী, ২০২২ সালে কানাডায় সক্রিয় ভিসাধারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লাখের বেশি। ১০ বছর আগে, ২০১২ সালে এই সংখ্যা ছিল ২ লাখ ৭৫ হাজার।

অর্থাৎ দশ বছরে দেশটিতে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে প্রায় চারগুণ। বাড়তি এই শিক্ষার্থীদের কারণে কানাডার আবাসন বাজারে ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে এবং বাড়িঘর ও রিয়েল এস্টেটের দাম দিন দিন বাড়ছে বলে সংবাদ সম্মেলনে জানান মন্ত্রী।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করেন, সরকার ভিসা বিধিনিষেধের মাধ্যমে বিদেশি শিক্ষার্থীদের আগমন কমানোর পরিকল্পনা নিয়েছে কিনা। উত্তরে মন্ত্রী বলেন, ‘আমার মনে হয় এ ধরনের পরিকল্পনা নেওয়া উচিত এবং এখনই তার উপযুক্ত সময়। বিদেশি শিক্ষার্থীদের সংখ্যার এই বিস্ফোরক প্রবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে অবশ্যই এমন কিছু পরিকল্পনা আমাদের নেওয়া প্রয়োজন, যা আগে কখনও নেওয়া হয়নি।’

কানাডায় বর্তমানে ক্ষমতায় রয়েছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন লিবারেল পার্টির সরকার। আগামী অক্টোবরে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন হতে যাচ্ছে। বিরোধী দল কনজারভেটিভ পার্টি অভিযোগ করে আসছে, অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণে ট্রুডোর সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার আয়তন ৯৯ লাখ ৮৪ হাজার ৬৭০ বর্গকিলোমিটার, জনসংখ্যা মাত্র ৩ কোটি ৯৫ লাখ।