মিনহাজ হোসেন ইতালী থেকেঃ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে প্রতিবারের ন্যায় এবারও বিজয়ফুল কর্মসূচির আয়োজন করেছে মহিলা সংস্থা ইতালী।
স্থানীয় রসই রেস্টুরেন্ট হলরুমে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রওশন আরা মুন্নি, সাধারণ সম্পাদক সৈয়দা মাসুদা আক্তার ও সহ সাধারণ সম্পাদক শারমিন জাহান সুবর্ণার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মানিত উপদেষ্টা কাজী জামিলা মঞ্জুরী, সহ সভাপতি জাকিয়া উল্লাহ, নাজমিন সুলতানা, রিনা খোকন, সহ সাধারণ সম্পাদক রেহানা আক্তার রেনু, শারমিন ইসলাম পায়েল, সাংগঠনিক সম্পাদক রিমা আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক সুলতানা রহমান, সুমি খান, কোষাধক্ষ্য জেরিন সুলতানা, দপ্তর সম্পাদক লিয়ানা মাসুদ, প্রচার সম্পাদক ফারিয়া আমি, ধর্ম বিষয়ক সম্পাদক শাহীন শম্পা হুসাইন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক সাবরিনা আক্তার রিনা, সাংস্কৃতিক সম্পাদক নিশাত সিদ্দিকা পাপড়ি, আন্তর্জাতিক সম্পাদক চম্পা শরিফ, সহ আন্তর্জাতিক সম্পাদক সুরমা আক্তার, ক্রীড়া সম্পাদক ফেন্সী বেগম, সহ ক্রীড়া সম্পাদক লিজা আক্তার, সম্মানিত সদস্য মনি মঞ্জু, রিনি আসাদ, ফারজানা আলী, মলিন তাহের, লিমা আক্তার, রিনা আক্তার, হোসনে আরা লিপি, ইসরাত জাহান তানিয়া, রোকসানা আক্তার মেরিন, নিগার সুলতানা, দিনা ইসলাম, নুসরাত জাহান রানু বেগম, রিনা আক্তার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
তারা বলেন, ‘বিজয়ফুল অনুষ্ঠান করাই মুখ্য বিষয় নয় এর মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ সঞ্চারিত হচ্ছে। যার ফলে তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনাকে আরো ভালোভাবে ধারণ, লালন ও বিকাশ এবং উদ্বুদ্ধকরণে সহায়তাও করছে।
অনুষ্ঠানে বিপুল উৎসাহর মধ্য বিজয়ফুল বানানো সহ একে অপরকে পরিয়ে দেওয়া এবং একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিশ্ময় তুমি আমার অহংকার দেশাত্মবোধক গান সহ নানা আয়োজন চলতে থাকে দিনব্যাপী এই অনুষ্ঠানে।