ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বালাগঞ্জে জামালপুর তোহফা ফাউন্ডেশনের ২০২৫ সালের ক্যালেন্ডার উন্মোচন ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহেরকে প্যারিস বিমানবন্দরে ফুলেল অভ্যর্থনা দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের সম্মাননা ও প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া মাহফিল সীমান্ত হত্যা বন্ধে লণ্ডনে ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালিত ফ্রান্সে গহরপুরবাসীর প্রথম সামাজিক সংগঠন ‘গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্স’-এর আত্মপ্রকাশ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ব্যবসার মালিকানা পাবেন প্রবাসীরা স্রোতে’র আয়োজনে বিজয়ের কবিতাপাঠ বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্স’র নতুন কমিটি ঘোষণা যুক্তরাজ্য বিএনপির নেতা সুহেল আহমদের স্বদেশ প্রত্যাবর্তন: বিমানবন্দর ও বালাগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা মাদ্রাসাবাজারে সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্য প্রবাসী লিটন আহমদ রফু সংবর্ধিত

বিশাল আয়োজনে ২১ শে ফেব্রুয়ারী পালিত হলো ইতালীতে

  • আপডেট সময় ১১:৫১:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮
  • ২৬০ বার পড়া হয়েছে

মিনহাজ হোসেন ইতালী: গতকাল রাত ৯.০টায় থেকে শুরু হয় শত-শত নারী-পুরুষ, শিশু সাথে বিদেশী ও ইতালীয়ান নাগরিকদের উপস্থিতি, রোম এর কেন্দ্রবিন্দু – LARGO PRENESTE ।
এবার উদযাপতি হলো ২০ তম মহান একুশ ২০১৮
জাতীয় ২১ উদযাপন পরিষদ ২০১৮ এর অায়োজনে ও বাংলাদেশ সমিতি, ইতালীর পূর্ণ তত্ত্বাবধানে সুন্দর ভাবে পালিত হলো আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস।
শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন এর পর উপস্থিত ইতালীয়ান ও বিদেশীদের নিকট ইতালীয়ান ভাষায় মহান এরকুশ এর গুরুত্ব তুলে ধরেন এবং পরবর্তীতে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে কোরান তিলওয়াত ও মোনাজাত করা হয় ।
০০-০১ মিনিটে সকল সংগঠন
সারি বদ্ধভাবে সু-শৃঙ্খলতা বজায় রেখে লাইনে দাড়িয়ে পরে ।
আর শিল্পীদের কন্ঠ থেকে ভেসে আসে

‘আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’ —
তাদের গানই প্রমান করে ভুলেনি বাঙালি জাতি।

একুশে ফেব্রুয়ারি জাতির জীবনে চির ভাস্বর একটি দিন। সালাম, বরকত, রফিক, জব্বারের মত শহীদ ভাষা সৈনিকের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ।
সন্ধ্যা ঘনাতে ভাষা শহীদদের পুষ্প অর্পণ করতে মাঠে আসা শুরু হয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী । একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের জন্য শোকের ও শ্রদ্ধার প্রতীক সাদা-কালো পোশাকে, খালি পায়ে ,প্রচুর শীতের মধ্যেও সবাই সমবেত হতে শুরু করেন রোমের জাতীয় একুশ উদযাপন শহীদ মিনার Lagro Preneste শহীদ মিনারে।
মনে হলো আজ সবার সব পথ এসে মিলেছে এক অভিন্ন গন্তব্যে। সেই গন্তব্য শহীদ মিনার, বাঙালি জাতি স্বত্তার পরিচয় নিয়ে ধীর পায়ে এগিয়ে যায় মিনারের দিকে। কণ্ঠে থাকে সবার চির অম্লান সেই গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি..সেই সুরে গানে গানে ইতালীর সামাজিক সংগঠন বাংলাদেশ সমিতি ইতালীর তত্ত্বাবধানে বিশাল আয়োজনে ভাষার অধিকার প্রতিষ্ঠায় আত্মত্যাগকারী সেই সব সৈনিকদের জন্য সবটুকু আবেগ ঢেলে দিয়ে শহীদ মিনার ফুল দিয়ে স্মরণ করে নিল । LARGO PRENESTE দলমত নির্বিশেষে ইতালীর অবস্থানরত সকল সামাজিক রাজনৈতিক অঙ্গ সংগঠনের অংশগ্রহণে জাতীয় একুশ উদযাপন মিনারে পুষ্প অর্পর্ণ করেন ।
শহীদ মিনারে পুষ্প দিয়ে প্রতিকী সম্মান জানায়ঃ
একুশ উদযাপন পরিষদ,বাংলাদেশ সমিতি ইতালী, বৃহত্তর ঢাকা সমিতি -ইতালী, বৃহত্তর ফরিদপুর সমিতি- ইতালী, ইউরোপীয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন,
ঢাকা জেলা সমিতি, মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি-ইতালী, মানিকগঞ্জ জেলা সমিতি- ইতালী, বৃহত্তর ঢাকা যুব পরিষদ, সানপাওলো সামাজিক সংগঠন, সেন্ত‌সে‌ল্লে ঐক্য পরিষদ, ব্রাম্মন বাড়িয়া জেলা সমিতি, বৃহত্তর সিলেট যুব সংঘ রোম- ইতালী, নোয়াখালী জেলা সমিতি, পাবনা জেলা সমিতি, প্রবাস কথা ইতালী, মন্তেভেরদে বাসী, বাংলাদেশ বাংকার সমিতি ইতালী, ধূমকেতু সোসাল অর্গেনাইজেশনের ইতালী ও ধুমকেতু আওয়ামী সমর্থক গোষ্ঠী সাথে ধূমকেতু বি এন পি সমর্থক গোষ্ঠী সহ বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাক্তি ও সংগঠন।
এই বিশাল অায়োজনের মাঝে হঠাৎ করে মাঠে বিশাল বহর নিয়ে উপস্থিত হয়
ইতালী বিএনপি । তাহাদের উপস্থিতি বিশাল আলোড়ন সৃষ্টি করে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহণ করে ইতালী বি এন পি ,ইতালী যুবদল ,রোম মহানগর বিএনপির সকল নেতৃবৃন্দ সহ আরো অনেকেই।এবং সর্বশেষে একুশ উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় উপস্থিত সকলকে অাপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বালাগঞ্জে জামালপুর তোহফা ফাউন্ডেশনের ২০২৫ সালের ক্যালেন্ডার উন্মোচন

বিশাল আয়োজনে ২১ শে ফেব্রুয়ারী পালিত হলো ইতালীতে

আপডেট সময় ১১:৫১:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮

মিনহাজ হোসেন ইতালী: গতকাল রাত ৯.০টায় থেকে শুরু হয় শত-শত নারী-পুরুষ, শিশু সাথে বিদেশী ও ইতালীয়ান নাগরিকদের উপস্থিতি, রোম এর কেন্দ্রবিন্দু – LARGO PRENESTE ।
এবার উদযাপতি হলো ২০ তম মহান একুশ ২০১৮
জাতীয় ২১ উদযাপন পরিষদ ২০১৮ এর অায়োজনে ও বাংলাদেশ সমিতি, ইতালীর পূর্ণ তত্ত্বাবধানে সুন্দর ভাবে পালিত হলো আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস।
শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন এর পর উপস্থিত ইতালীয়ান ও বিদেশীদের নিকট ইতালীয়ান ভাষায় মহান এরকুশ এর গুরুত্ব তুলে ধরেন এবং পরবর্তীতে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে কোরান তিলওয়াত ও মোনাজাত করা হয় ।
০০-০১ মিনিটে সকল সংগঠন
সারি বদ্ধভাবে সু-শৃঙ্খলতা বজায় রেখে লাইনে দাড়িয়ে পরে ।
আর শিল্পীদের কন্ঠ থেকে ভেসে আসে

‘আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’ —
তাদের গানই প্রমান করে ভুলেনি বাঙালি জাতি।

একুশে ফেব্রুয়ারি জাতির জীবনে চির ভাস্বর একটি দিন। সালাম, বরকত, রফিক, জব্বারের মত শহীদ ভাষা সৈনিকের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ।
সন্ধ্যা ঘনাতে ভাষা শহীদদের পুষ্প অর্পণ করতে মাঠে আসা শুরু হয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী । একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের জন্য শোকের ও শ্রদ্ধার প্রতীক সাদা-কালো পোশাকে, খালি পায়ে ,প্রচুর শীতের মধ্যেও সবাই সমবেত হতে শুরু করেন রোমের জাতীয় একুশ উদযাপন শহীদ মিনার Lagro Preneste শহীদ মিনারে।
মনে হলো আজ সবার সব পথ এসে মিলেছে এক অভিন্ন গন্তব্যে। সেই গন্তব্য শহীদ মিনার, বাঙালি জাতি স্বত্তার পরিচয় নিয়ে ধীর পায়ে এগিয়ে যায় মিনারের দিকে। কণ্ঠে থাকে সবার চির অম্লান সেই গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি..সেই সুরে গানে গানে ইতালীর সামাজিক সংগঠন বাংলাদেশ সমিতি ইতালীর তত্ত্বাবধানে বিশাল আয়োজনে ভাষার অধিকার প্রতিষ্ঠায় আত্মত্যাগকারী সেই সব সৈনিকদের জন্য সবটুকু আবেগ ঢেলে দিয়ে শহীদ মিনার ফুল দিয়ে স্মরণ করে নিল । LARGO PRENESTE দলমত নির্বিশেষে ইতালীর অবস্থানরত সকল সামাজিক রাজনৈতিক অঙ্গ সংগঠনের অংশগ্রহণে জাতীয় একুশ উদযাপন মিনারে পুষ্প অর্পর্ণ করেন ।
শহীদ মিনারে পুষ্প দিয়ে প্রতিকী সম্মান জানায়ঃ
একুশ উদযাপন পরিষদ,বাংলাদেশ সমিতি ইতালী, বৃহত্তর ঢাকা সমিতি -ইতালী, বৃহত্তর ফরিদপুর সমিতি- ইতালী, ইউরোপীয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন,
ঢাকা জেলা সমিতি, মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি-ইতালী, মানিকগঞ্জ জেলা সমিতি- ইতালী, বৃহত্তর ঢাকা যুব পরিষদ, সানপাওলো সামাজিক সংগঠন, সেন্ত‌সে‌ল্লে ঐক্য পরিষদ, ব্রাম্মন বাড়িয়া জেলা সমিতি, বৃহত্তর সিলেট যুব সংঘ রোম- ইতালী, নোয়াখালী জেলা সমিতি, পাবনা জেলা সমিতি, প্রবাস কথা ইতালী, মন্তেভেরদে বাসী, বাংলাদেশ বাংকার সমিতি ইতালী, ধূমকেতু সোসাল অর্গেনাইজেশনের ইতালী ও ধুমকেতু আওয়ামী সমর্থক গোষ্ঠী সাথে ধূমকেতু বি এন পি সমর্থক গোষ্ঠী সহ বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাক্তি ও সংগঠন।
এই বিশাল অায়োজনের মাঝে হঠাৎ করে মাঠে বিশাল বহর নিয়ে উপস্থিত হয়
ইতালী বিএনপি । তাহাদের উপস্থিতি বিশাল আলোড়ন সৃষ্টি করে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহণ করে ইতালী বি এন পি ,ইতালী যুবদল ,রোম মহানগর বিএনপির সকল নেতৃবৃন্দ সহ আরো অনেকেই।এবং সর্বশেষে একুশ উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় উপস্থিত সকলকে অাপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।