আগমী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে বিশ্বকাপ। ক্রিকেটের সর্বোচ্চ আসরে আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খানের পারফরম্যান্স দেখার অপেক্ষায় প্রহর গুনছেন শচীন টেন্ডুলকার। সম্প্রতি আফগান স্পিন জাদুকরের এক টুইটের জবাবে এ ইচ্ছা পোষণ করেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান।
গেল ২৪ এপ্রিল নিজের ৪৬তম জন্মদিন পালন করেন শচীন। শুভ দিনে তাকে টুইটের মাধ্যমে শুভেচ্ছা জানান রশিদ। তিনি লেখেন, জন্মদিনে বিশেষ মানুষ শচীন স্যারকে শুভেচ্ছা। আপনি আমাদের অনুপ্রাণিত করেন। আপনার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি।
রশিদের টুইটের জবাব দিয়েছেন শচীনও। ২৬ এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরিয়ান বলেন, শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ। আইপিএলে আমি তোমার পারফরম্যান্স দেখছি। আর বিশ্বকাপে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
চলমান আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১০টি ম্যাচেই খেলেছেন রশিদ। সমান ১০টি উইকেট নিয়েছেন তিনি। বিশ্বকাপে ২০ বছর বয়সী ডানহাতি স্পিনার কেমন করেন, এখন সেটাই দেখার বিষয়।