ডেস্ক রিপোর্ট – এখনো দুজনের সরাসরি দেখা হয়নি,যদিও দুজন ই কাজ করে যাচ্ছেন নিজ দেশের পাশাপাশি বিশ্ব শিশুদের অধিকার আদায়ে।যদিও এই বছরের নভেম্বর মাসে দুজনের ই নরওয়ে তে দেখা হওয়ার কথা ছিলো সুইডিশ জলবায়ু নিয়ে কাজ করে আলোচিত হওয়া গ্রেটা সহ, দেশটির একটি শিশু সংগঠন আয়োজনে৷যেটাও করোনার জন্য পন্ড হয়ে গেছে।
দেখা না হলেও পাকিস্তানের নোবেলবিজয়ী মালালা ইউসুফ জায়ীর সাথে একটি বিশেষ মিল দেখা যায় বাংলাদেশের আরিফের।বক্তব্যের শুরুতে দুজন ই বিশমিল্লাহির রাহমানির রাহিম বলে শুরু করেন। যেটা নজর কেড়েছে সবার ই।
দুজনের একাধিক বক্তব্য ও মিডিয়া সাক্ষাৎকার দেওয়ার সময়েও লক্ষ্য করা যায়, ইনশা আল্লাহ ও আলহামদুলিল্লাহ নামক শব্দ।
নোবেলজয়ী মালালা কে অনুসরণ করেন কিনা এমন প্রশ্নে আরিফ এই প্রতিবেদককে বলেন, একজন মুসলমান হিসেবে আমরা আল্লাহর নাম নিয়ে কথা বলবো এবং তাকে স্বরন করবো এইটা ই তো হওয়া উচিৎ।
সুখবর দিয়ে আরিফ জানালেন, নতুন একটি মিশন শুরু করতে যাচ্ছেন তিনি।তবে! সেটা খুব দ্রুত নিজ ফেসবুকে তথ্য জানাবেন বলে নিশ্চিত করেছেন।