মিনহাজ হোসেন ইতালীঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ইতালীতে বিএনপির বিশাল গণ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। বক্তারা বলেন , মিথ্যা ও চক্রান্ত এবং বানোয়াট মামলার রায় জনগণ প্রত্যাখান করেছে। সবাই জানে বিএনপি কে বাদ দিয়ে আরেকটি একতরফা নির্বাচন করে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা কে চিরস্থায়ী করতে চায়। ভবিষ্যতে শেখ হাসিনা ও আওয়ামী লীগ কে এই জুলুমের মূল্য দিতে হবে। বক্তারা আরো বলেন যত দিন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারছেন ততদিন রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। তারা বলেন ইতালী বি এন পি এখন যে কোন সময়ের চেয়ে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। কারাগারে বন্দি খালেদা জিয়া অধিক শক্তিশালী। খালেদা জিয়া একটি সামাজিক শক্তির নাম। এবং তারা বেগম খালেদা জিয়া সহ সকল দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। তাদেরকে গ্রেপ্তার করে এ অবৈধ সরকার নিজেদের পতনকে আরও ত্বরান্বিত করেছে। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি বাংলাদেশের ১৬ কোটি মানুষের নেত্রী।
বেগম খালেদা জিয়া গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল ১১জুলাই বুধবার দুপুর ২ ঘটিকায় ইতালী রোমের পিয়াচ্ছা রিপাবলিকার চত্বরে ইতালী কেন্দ্রীয় বিএনপি ও ইতালী বি এন পি আয়োজিত গণ মিছিল ও বিক্ষোভ সমাবেশে ইতালী কেন্দ্রীয় বি এন পি সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন ও ইতালী বি এন পি সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে সমাবেশ যৌথ পরিচালনা করেন ইতালী বি এন পি সাধারন সম্পাদক ঢালী নাসির উদ্দিন ও ইতালী কেন্দ্রীয় বি এন পি সাধারন সম্পাদক খন্দকার নাসির উদ্দিন। এতে ইতালীস্হ শহর নাপলি, ফিরেন্স,ভেনিস,তেরেসিনা, মন ফাল্গুনী সহ বিভিন্ন শহর থেকে বি এন পির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সতস্ফুর্থ অংশগ্রহণে বিশাল গণ মিছিল ও মহা সমাবেশে বক্তারা বলেন আগামী নির্বাচনে আওয়ামীলীগকে প্রতিহত করে বি এন পির নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে জয়যুক্ত করতে হবে। এতে ইতালী বি এন পি ছাড়াও ইতালী যুবদল, রোম মহানগর বি এন পি, সেচ্ছাসেবক দল, মহিলা দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দেরাও উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
বেগম জিয়ার মুক্তির দাবিতে ইতালীতে বিএনপি’র বিক্ষোভ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ