ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ড. মুহাম্মদ ইউনুসের নামে প্যারিসে রাস্তার নামকরণ: একটি গৌরবময় মুহূর্ত বাংলাদেশে সাধারণ ছাত্র ছাত্রীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ফ্রান্সের তুলুজে বিশাল সমাবেশ প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরজুড়ে বিক্ষুব্ধ বাংলাদেশ বালাগঞ্জের হাফিজ মাওলানা সামসুল ইসলাম লন্ডনের university of central Lancashire থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করলেন বালাগঞ্জে সাংবাদিকদের সাথে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী রফিক আহমদ এর মতবিনিময় দেওয়ানবাজার ইউপি চেয়ারম্যান নাজমুল আলমের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ জনকল্যাণ ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ প্যারিসে অনুষ্ঠিত হলো, ‘রৌদ্র ছায়ায় কবি কন্ঠে কাব্য কথা’ শীর্ষক কবিতায় আড্ডা ফ্রান্স দর্পণ – কমিউনিটি-সংবেদনশীল মুখপত্র এম সি ইন্সটিটিউট ফ্রান্সের সুধী সমাবেশ অনুষ্ঠিত

বোরকা নিয়ে বরিস জনসনের অাপত্তিকর মন্তব্যঃ ক্ষমা চাইতে বললেন মে, নারাজ বরিস

  • আপডেট সময় ১২:১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮
  • ৩৪০ বার পড়া হয়েছে

বোরকা পরা মুসলিম মহিলাদের নিয়ে আপত্তিজনক মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সাবেক ব্রিটিশ ফরেন সেক্রেটারী বরিস জনসন। তীব্র সমালোচনার মুখেও তার মন্তব্যের জন্যে এপোলজি করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

রোবকা বা নেকাবে পুরো মুখ ঢাকা মহিলাদের দেখতে হাস্যকর লাগে বলেও মন্তব্য করেন কট্টর ব্রেক্সিটার বরিস জনসন
টোরির সাবেক লন্ডন মেয়র ও গতমাসে পদত্যাগি ফরেন সেক্রেটারী বরিস জনসন দৈনিক টেলিগ্রাফে তাঁর এক কলামে, বোরকা পরা মহিলাদের দেখতে অনেকটা লেটার বক্সের মতো লাগে বলে মন্তব্য করেছেন। বোরকা পরা মহিলাদের ব্যাঙ্ক ছিনতাইকারীদের সঙ্গেও তুলনা করেন বরিস জনসন। তার সার্জারিতে গেলে মুখের নেকাব সরিয়ে যাওয়ার জন্যেও বলেছেন তিনি। এছাড়াও স্কুল, বিশ্ববিদ্যালয়, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে বোরকা বা নেকাব নিষিদ্ধের আহ্বানও জানিয়েছেন কট্টর ব্রেক্সিট সমর্থক বরিস জনসন।

টেলিগ্রাফে কলাম প্রকাশের সাথে সাথে গতকাল থেকেই প্রতিবাদের ঝড় উঠে। তীব্র প্রতিবাদ জানিয়েছে, লেবার, মুসলিম কাউন্সিল অব ব্রিটেন এবং টোরির মুসলিম উইংস। দাবী উঠে ক্ষমা চাওয়ার।

কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান ব্রান্ডন লুইস এবং বৃটিশ প্রধানমন্ত্রী থেরিসা মে এবং সাবেক কেবিনেট সেক্রেটারী ব্যারোনেস ওয়ার্সির পক্ষ থেকেও ক্ষমা চাওয়ার জন্যে বরিস জনসনের প্রতি আহ্বান জানানো হয়। তবে বরিস ক্ষমা চাওয়ার আহ্বান উড়িয়ে দিয়ে নিজের পক্ষেই সাফাই গেয়েছেন। বোরকা এবং নেকাব বৃটিশ সমাজে একটি বিদ্যমান সমস্যা বলে এ নিয়ে কথা বলার জন্যে বরং তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ড. মুহাম্মদ ইউনুসের নামে প্যারিসে রাস্তার নামকরণ: একটি গৌরবময় মুহূর্ত

বোরকা নিয়ে বরিস জনসনের অাপত্তিকর মন্তব্যঃ ক্ষমা চাইতে বললেন মে, নারাজ বরিস

আপডেট সময় ১২:১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮

বোরকা পরা মুসলিম মহিলাদের নিয়ে আপত্তিজনক মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সাবেক ব্রিটিশ ফরেন সেক্রেটারী বরিস জনসন। তীব্র সমালোচনার মুখেও তার মন্তব্যের জন্যে এপোলজি করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

রোবকা বা নেকাবে পুরো মুখ ঢাকা মহিলাদের দেখতে হাস্যকর লাগে বলেও মন্তব্য করেন কট্টর ব্রেক্সিটার বরিস জনসন
টোরির সাবেক লন্ডন মেয়র ও গতমাসে পদত্যাগি ফরেন সেক্রেটারী বরিস জনসন দৈনিক টেলিগ্রাফে তাঁর এক কলামে, বোরকা পরা মহিলাদের দেখতে অনেকটা লেটার বক্সের মতো লাগে বলে মন্তব্য করেছেন। বোরকা পরা মহিলাদের ব্যাঙ্ক ছিনতাইকারীদের সঙ্গেও তুলনা করেন বরিস জনসন। তার সার্জারিতে গেলে মুখের নেকাব সরিয়ে যাওয়ার জন্যেও বলেছেন তিনি। এছাড়াও স্কুল, বিশ্ববিদ্যালয়, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে বোরকা বা নেকাব নিষিদ্ধের আহ্বানও জানিয়েছেন কট্টর ব্রেক্সিট সমর্থক বরিস জনসন।

টেলিগ্রাফে কলাম প্রকাশের সাথে সাথে গতকাল থেকেই প্রতিবাদের ঝড় উঠে। তীব্র প্রতিবাদ জানিয়েছে, লেবার, মুসলিম কাউন্সিল অব ব্রিটেন এবং টোরির মুসলিম উইংস। দাবী উঠে ক্ষমা চাওয়ার।

কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান ব্রান্ডন লুইস এবং বৃটিশ প্রধানমন্ত্রী থেরিসা মে এবং সাবেক কেবিনেট সেক্রেটারী ব্যারোনেস ওয়ার্সির পক্ষ থেকেও ক্ষমা চাওয়ার জন্যে বরিস জনসনের প্রতি আহ্বান জানানো হয়। তবে বরিস ক্ষমা চাওয়ার আহ্বান উড়িয়ে দিয়ে নিজের পক্ষেই সাফাই গেয়েছেন। বোরকা এবং নেকাব বৃটিশ সমাজে একটি বিদ্যমান সমস্যা বলে এ নিয়ে কথা বলার জন্যে বরং তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।