ডেস্কঃনিউহামের প্লাসেট গ্রোভ স্কুল থেকে জি সি এস ই পরীক্ষায় দারুন ফলাফল করেছেন মায়েশা করিম, তিনটি বিষয়ে ডাবল এ ষ্টার, ছয়টি বিষয়ে এ ষ্টার এবং একটি বিষয়ে এ পেয়ে পুরো স্কুলের মধ্যে সম্মান জনক স্থানে জায়গা করে নিয়েছেন বাঙালি মেয়ে মায়েশা করিম ৷
ভবিষ্যতে কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়তে ইচ্ছুক মায়েশা এবং আগামীতে একজন ভালো ডাক্তার হতে চায় ৷ মায়েশা করিমের পৈত্রিক নিবাস গোলাপগঞ্জ উপজিলার লক্ষ্মীপাশা ( মৌলানা বাড়ী ) গ্রামে ৷
তার পিতা বিশিষ্ট কমিনিটি নেতা ও শিক্ষানুরাগী মোহাম্মদ রেজাউল করিম, সিলেট দক্ষিণ সুরমার রাখালগঞ্জ কে.সি. হাই স্কুল এর সাবেক প্রধান শিক্ষক ছিলেন।
মায়েশা করিম এর তিন ভাই এবং ২ বোন. বড় বোন একজন সলিসিটর এবং জ্যেষ্ঠ ভাই সিভিল ইঞ্জিনিয়ার।
দ্বিতীয় জ্যেষ্ঠ ভাই PHD করছেন। ছোটো ভাই ইয়ার ইলেভেনে অধ্যয়ণরত।
মায়েশার পিতা কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ রেজাউল করিম এবং তার মাতা আলেয়া বেগম তাদের সন্তানের উজ্জ্বল ভবিষতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী ৷
ব্রিট বাংলা রিপোর্ট