ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিসিএফ আয়োজিত স্টুডেন্টস এওয়ার্ড এন্ড রিইউনিয়ন ২০২৪ ক্রমশঃ এর ব্যাপ্তি ও গ্রহণযোগ্যতা বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) ৬ষ্ট কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্টিত বিসিএফ কমিউনিটি এওয়ার্ড ২০২৪ – পেলেন ‘ফ্রান্স দর্পণ’ প্রকাশক মিয়া মাসুদ বিজয় বিবস উপলক্ষে ইপিএস কমিউনিটি আয়োজন করল “শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি” গহরপুর জামিয়ার ৬৮তম বার্ষিক মাহফিল বৃহস্পতিবার: সকল প্রস্তুতি সম্পন্ন হযরত শাহ জামাল (রহ.) দারুস সুন্নাহ নুরীয়া ইসলামীয়া মাদ্রাসার ওয়াজ ও দুয়া মাহফিল ৫ জানুয়ারি প্যারিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন বালাগঞ্জে শাহ আকিবুন নূর চৌধুরী বৃত্তি বিতরণ সম্পন্ন ফ্রান্সে প্রবাসে সাংবাদিকতার প্রতিবন্ধকতা ও উত্তরনের পন্থা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বালাগঞ্জে আল ইসলাহ ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

ব্রিটেনে স্থায়ী হতে ইতিমধ্যে আবেদন করেছেন সাড়ে ৩ মিলিয়ন ইইউ নাগরিক

  • আপডেট সময় ১০:৫৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
  • ১৭৫৭ বার পড়া হয়েছে

ইউরোপীয় ইউনিয়নের সাড়ে তিন মিলিয়ন নাগরিক ব্রেটেনে স্থায়ীভাবে বসবাসের আবেদন করেছেন। আজ প্রকাশিত হোম অফিসের সর্বশেষ হালনাগাদকৃত ডাটা থেকে এ তথ্য পাওয়া গেছে। ব্রিটেনে ইইউ নাগরিকদের যারা ইতিমধ্যে বসবাস করছেন তাদের
স্থায়ীভাবে বসবাসের জন্য দেশটি গত বছর ইইউ সেটলম্যান্ট স্কীম নামে একটি স্কীম চালু করে। সেখানে আগ্রহীদের আবেদন বাধ্যতামূলক করা হয়। আবেদনকারীর বৃটেনে বসবাসের সময়ের উপর ভিত্তি করে সেটল বা স্থায়ী অনুমোদন ও প্রি সেটল বা অস্থায়ী  অনুমোদন দেয়া হয়। যারা ইতিমধ্যে ব্রিটেনে পাচ বছর ধরে বসবাস করছেন তাদের সেটল বা স্থায়ী আর পাচ বছরের কম বসবাসকারীদের প্রি সেটল বা অস্থায়ী স্টেটাস দেয়া হচ্ছে। তারা এখানে পাচ বছর পূর্ণ করে আবার স্থায়ী স্টেটাসের জন্য আবেদন করতে হবে।
এ স্কীম চালু হওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে সাড়ে তিন মিলিয়ন বা ৩৫ লাখেরও বেশি ইইউ নাগরিক আবেদন করেছেন যাদের প্রায় সবার আবেদন গৃহীত হয়েছে। অবশ্য আবেদনের মেয়াদ এখনো এক বছর বাকী আছে।

ইউকের চারটি রাজ্যের মধ্যে সর্বাধিক আবেদন করা হয়েছে ইংল্যান্ড থেকে ৯১%, এছাড়া স্কটল্যান্ডে ৫%,ওয়েলসে ২% এবং নর্দান আয়ারল্যান্ড ২%।

আবেদনকারীদের সর্বোচ্চ পোলেন্ডের নাগরিক।  ৬ লাখ ৬৫হাজার ৫২০ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৫লাখ ৬৪ হাজার ৩২০ জন রোমানিয়ার নাগরিক, তৃতীয় সর্বোচ্চ  ৩লাখ ৫১ হাজার ৫শ ৮০ জন ইটালির নাগরিক, চতুর্থ ২লাখ ৭৩ হাজার ৪৭০ জন পর্তুগালের নাগরিক এবং পঞ্চম স্থানে আছেন স্পেনের নাগরিক,  এসংখ্যা ২ লাখ ১০ হাজার ৯৪০ জন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিসিএফ আয়োজিত স্টুডেন্টস এওয়ার্ড এন্ড রিইউনিয়ন ২০২৪ ক্রমশঃ এর ব্যাপ্তি ও গ্রহণযোগ্যতা

ব্রিটেনে স্থায়ী হতে ইতিমধ্যে আবেদন করেছেন সাড়ে ৩ মিলিয়ন ইইউ নাগরিক

আপডেট সময় ১০:৫৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০

ইউরোপীয় ইউনিয়নের সাড়ে তিন মিলিয়ন নাগরিক ব্রেটেনে স্থায়ীভাবে বসবাসের আবেদন করেছেন। আজ প্রকাশিত হোম অফিসের সর্বশেষ হালনাগাদকৃত ডাটা থেকে এ তথ্য পাওয়া গেছে। ব্রিটেনে ইইউ নাগরিকদের যারা ইতিমধ্যে বসবাস করছেন তাদের
স্থায়ীভাবে বসবাসের জন্য দেশটি গত বছর ইইউ সেটলম্যান্ট স্কীম নামে একটি স্কীম চালু করে। সেখানে আগ্রহীদের আবেদন বাধ্যতামূলক করা হয়। আবেদনকারীর বৃটেনে বসবাসের সময়ের উপর ভিত্তি করে সেটল বা স্থায়ী অনুমোদন ও প্রি সেটল বা অস্থায়ী  অনুমোদন দেয়া হয়। যারা ইতিমধ্যে ব্রিটেনে পাচ বছর ধরে বসবাস করছেন তাদের সেটল বা স্থায়ী আর পাচ বছরের কম বসবাসকারীদের প্রি সেটল বা অস্থায়ী স্টেটাস দেয়া হচ্ছে। তারা এখানে পাচ বছর পূর্ণ করে আবার স্থায়ী স্টেটাসের জন্য আবেদন করতে হবে।
এ স্কীম চালু হওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে সাড়ে তিন মিলিয়ন বা ৩৫ লাখেরও বেশি ইইউ নাগরিক আবেদন করেছেন যাদের প্রায় সবার আবেদন গৃহীত হয়েছে। অবশ্য আবেদনের মেয়াদ এখনো এক বছর বাকী আছে।

ইউকের চারটি রাজ্যের মধ্যে সর্বাধিক আবেদন করা হয়েছে ইংল্যান্ড থেকে ৯১%, এছাড়া স্কটল্যান্ডে ৫%,ওয়েলসে ২% এবং নর্দান আয়ারল্যান্ড ২%।

আবেদনকারীদের সর্বোচ্চ পোলেন্ডের নাগরিক।  ৬ লাখ ৬৫হাজার ৫২০ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৫লাখ ৬৪ হাজার ৩২০ জন রোমানিয়ার নাগরিক, তৃতীয় সর্বোচ্চ  ৩লাখ ৫১ হাজার ৫শ ৮০ জন ইটালির নাগরিক, চতুর্থ ২লাখ ৭৩ হাজার ৪৭০ জন পর্তুগালের নাগরিক এবং পঞ্চম স্থানে আছেন স্পেনের নাগরিক,  এসংখ্যা ২ লাখ ১০ হাজার ৯৪০ জন।