ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যারিসে গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা,ফ্রান্সের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্টিত ফ্রান্সে নভেম্বর মাসে যেসব পরিবর্তন আসছে ২০২৬ সালের নির্বাচনে ভোট বর্জনের হুমকি শেখ হাসিনার ঝালকাঠির দুটি আসনে বিএনপির দুর্গে আঘাত হানতে প্রস্তুতি নিচ্ছে ‘ইসলামী জোট’ ফরাসি বাজেট নিয়ে সংসদে টানাপোড়েন: সরকার টিকে থাকবে কি? আওয়ামীলীগের নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ চান হাসিনা বালাগঞ্জ-গহরপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্বপ্নের মেগাপ্রকল্প ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁকে নিয়ে অনলাইন বিদ্বেষমূলক প্রচারণা: ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা শুরু “সিলেট-ঢাকা রেলপথে ৮ দফা দাবির প্রতি একাত্মতা ঘোষণা”

ব্রিটেনে স্থায়ী হতে ইতিমধ্যে আবেদন করেছেন সাড়ে ৩ মিলিয়ন ইইউ নাগরিক

  • আপডেট সময় ১০:৫৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
  • ১৮৬৩ বার পড়া হয়েছে

ইউরোপীয় ইউনিয়নের সাড়ে তিন মিলিয়ন নাগরিক ব্রেটেনে স্থায়ীভাবে বসবাসের আবেদন করেছেন। আজ প্রকাশিত হোম অফিসের সর্বশেষ হালনাগাদকৃত ডাটা থেকে এ তথ্য পাওয়া গেছে। ব্রিটেনে ইইউ নাগরিকদের যারা ইতিমধ্যে বসবাস করছেন তাদের
স্থায়ীভাবে বসবাসের জন্য দেশটি গত বছর ইইউ সেটলম্যান্ট স্কীম নামে একটি স্কীম চালু করে। সেখানে আগ্রহীদের আবেদন বাধ্যতামূলক করা হয়। আবেদনকারীর বৃটেনে বসবাসের সময়ের উপর ভিত্তি করে সেটল বা স্থায়ী অনুমোদন ও প্রি সেটল বা অস্থায়ী  অনুমোদন দেয়া হয়। যারা ইতিমধ্যে ব্রিটেনে পাচ বছর ধরে বসবাস করছেন তাদের সেটল বা স্থায়ী আর পাচ বছরের কম বসবাসকারীদের প্রি সেটল বা অস্থায়ী স্টেটাস দেয়া হচ্ছে। তারা এখানে পাচ বছর পূর্ণ করে আবার স্থায়ী স্টেটাসের জন্য আবেদন করতে হবে।
এ স্কীম চালু হওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে সাড়ে তিন মিলিয়ন বা ৩৫ লাখেরও বেশি ইইউ নাগরিক আবেদন করেছেন যাদের প্রায় সবার আবেদন গৃহীত হয়েছে। অবশ্য আবেদনের মেয়াদ এখনো এক বছর বাকী আছে।

ইউকের চারটি রাজ্যের মধ্যে সর্বাধিক আবেদন করা হয়েছে ইংল্যান্ড থেকে ৯১%, এছাড়া স্কটল্যান্ডে ৫%,ওয়েলসে ২% এবং নর্দান আয়ারল্যান্ড ২%।

আবেদনকারীদের সর্বোচ্চ পোলেন্ডের নাগরিক।  ৬ লাখ ৬৫হাজার ৫২০ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৫লাখ ৬৪ হাজার ৩২০ জন রোমানিয়ার নাগরিক, তৃতীয় সর্বোচ্চ  ৩লাখ ৫১ হাজার ৫শ ৮০ জন ইটালির নাগরিক, চতুর্থ ২লাখ ৭৩ হাজার ৪৭০ জন পর্তুগালের নাগরিক এবং পঞ্চম স্থানে আছেন স্পেনের নাগরিক,  এসংখ্যা ২ লাখ ১০ হাজার ৯৪০ জন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রিটেনে স্থায়ী হতে ইতিমধ্যে আবেদন করেছেন সাড়ে ৩ মিলিয়ন ইইউ নাগরিক

আপডেট সময় ১০:৫৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০

ইউরোপীয় ইউনিয়নের সাড়ে তিন মিলিয়ন নাগরিক ব্রেটেনে স্থায়ীভাবে বসবাসের আবেদন করেছেন। আজ প্রকাশিত হোম অফিসের সর্বশেষ হালনাগাদকৃত ডাটা থেকে এ তথ্য পাওয়া গেছে। ব্রিটেনে ইইউ নাগরিকদের যারা ইতিমধ্যে বসবাস করছেন তাদের
স্থায়ীভাবে বসবাসের জন্য দেশটি গত বছর ইইউ সেটলম্যান্ট স্কীম নামে একটি স্কীম চালু করে। সেখানে আগ্রহীদের আবেদন বাধ্যতামূলক করা হয়। আবেদনকারীর বৃটেনে বসবাসের সময়ের উপর ভিত্তি করে সেটল বা স্থায়ী অনুমোদন ও প্রি সেটল বা অস্থায়ী  অনুমোদন দেয়া হয়। যারা ইতিমধ্যে ব্রিটেনে পাচ বছর ধরে বসবাস করছেন তাদের সেটল বা স্থায়ী আর পাচ বছরের কম বসবাসকারীদের প্রি সেটল বা অস্থায়ী স্টেটাস দেয়া হচ্ছে। তারা এখানে পাচ বছর পূর্ণ করে আবার স্থায়ী স্টেটাসের জন্য আবেদন করতে হবে।
এ স্কীম চালু হওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে সাড়ে তিন মিলিয়ন বা ৩৫ লাখেরও বেশি ইইউ নাগরিক আবেদন করেছেন যাদের প্রায় সবার আবেদন গৃহীত হয়েছে। অবশ্য আবেদনের মেয়াদ এখনো এক বছর বাকী আছে।

ইউকের চারটি রাজ্যের মধ্যে সর্বাধিক আবেদন করা হয়েছে ইংল্যান্ড থেকে ৯১%, এছাড়া স্কটল্যান্ডে ৫%,ওয়েলসে ২% এবং নর্দান আয়ারল্যান্ড ২%।

আবেদনকারীদের সর্বোচ্চ পোলেন্ডের নাগরিক।  ৬ লাখ ৬৫হাজার ৫২০ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৫লাখ ৬৪ হাজার ৩২০ জন রোমানিয়ার নাগরিক, তৃতীয় সর্বোচ্চ  ৩লাখ ৫১ হাজার ৫শ ৮০ জন ইটালির নাগরিক, চতুর্থ ২লাখ ৭৩ হাজার ৪৭০ জন পর্তুগালের নাগরিক এবং পঞ্চম স্থানে আছেন স্পেনের নাগরিক,  এসংখ্যা ২ লাখ ১০ হাজার ৯৪০ জন।