ইতালি প্রতিনিধি- ইতালির মিলানে মাহে রামাদানের উপর গুরুত্ব,ফজিলত ও তাৎপর্য নিয়ে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার স্থানীয় মিলান কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন থেকে আগত চ্যানেল এস টিভির বিশিষ্ট ইসলামিক আলোচক ও টিভি উপস্থাপক মিডিয়া ব্যক্তিত্ব দারুল উলুম মাদ্রাসা বার্মিংহাম এর প্রিন্সিপাল শাইখ মো
![](http://newspaper.flammasoft.com/wp-content/uploads/2018/05/32350164_893754334140818_2596727640794595328_n-300x138.jpg)
আবুল কালাম আজাদ। তিনি আলোচনায় বলেন রামাদান আত্মগঠনের মাস। রমজানের রুটিনকে এমনভাবে সাজাতে হবে যেন অনভ্যস্ত ব্যক্তিরাও ইবাদাতে অভ্যস্ত হন। আর অভ্যস্তরা আরো বেশি ইবাদত করতে পারেন। রমজানের রুটিন সাজাতে পারলে আত্মগঠন ও রমজানের পূর্ণ ফায়দা অর্জন সহজ হবে। রমজান পেয়েও যে নিজের আত্মশুদ্ধি করতে পারলো না তার চেয়ে অভাগা আর কে আছে? যারা কোরআন পড়তে পারি না তারা কোরআন পড়া শিখবো। কোরআন বুঝবো এবং সে অনুযায়ী আমল করবো। আল্লাহকে পাওয়া ও গুনাহ মাফের মাস রমজান। জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত করার জন্য পরিকল্পিতভাবে মাহে রমজানের প্রতিটি মুহূর্ত ব্যয় করতে হবে। কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালক হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে জিয়াউল ইসলাম এর পরিচালনায় বিশেষ বয়ান পেশ করেন মসজিদের ইমাম মাওলানা জুনায়েদ সোবহান।