দক্ষিণ সুরমা উপজেলার “মোহনা আইডিয়াল একাডেমি”তে গতকাল (২৯ অক্টোবর, ২০১৮) অনুষ্ঠিত হয়ে গেল জেএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরন ও একাডেমির সদ্যসাবেক শিক্ষক শুভাশীষ ধরের সরকারী চাকরিজনিত বিদায় সংবর্ধনা।
এছাড়া একাডেমিতে আয়োজন করা হয় “হাতের লেখা ও মেধা যাচাই” শীর্ষক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্টান।
একাডেমির প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার শিক্ষা অফিসার (মাধ্যমিক) সত্যব্রত রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির সাবেক প্রিন্সিপ্যাল নাসির উদ্দীন (ফ্রান্স প্রবাসী)। সংবর্ধিত বিদায়ী অতিথি জনাব শুভাশীষ ধর।
প্রধান অতিথি তার বক্তব্যে একাডেমি ও ছাত্রছাত্রীদের প্রশংসা করেন আসন্ন পরীক্ষাগুলোতেও আরো উন্নততর ফলাফল অর্জনের জন্য উৎসাহ অনুপ্রেরনা প্রদান করেন।
একাডেমির সিনিয়র শিক্ষিকা জুমারা আক্তার সুমির সঞ্চালনায় একাডেমির শিক্ষার্থী সজিব আহমদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক (জনাব) নাজমা বেগম লাকি, চঞ্চল আচার্য্য, নোমান আহমদ, ভাইস প্রিন্সিপ্যাল কমর উদ্দিন জাহেদ এবং প্রিন্সিপ্যাল মুহাম্মদ মুক্তার আলী। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাবীব হোসেন ও আছমা খাতুন রোহামা।
সংবর্ধিত বিদায়ী অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করে একাডেমির স্ট্যান্ডার্ড নাইন শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার লিজা।