ডেস্ক: ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির একমাত্র ইসলামিক প্রতিষ্ঠান এম.সি. ইন্সটিটিউট ফ্রান্স মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। প্রতিষ্ঠানের হলরোমে, ইন্সটিটিউটের পরিচালক লুৎফুর রহমানের সভাপতিত্বে ও কবি আব্দুল আজিজ সেলিমের উপস্থাপনায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন: বীর মুক্তিযোদ্ধা ও ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি জিয়াউল হক নাছির, সাংবাদিক আবু তাহের দুলাল, লেখক ও প্রভাষক মৌলানা বদরুল ইসলাম বিন হারুন। আলোচকরা ৫২এর ভাষা আন্দোলনে সংক্ষিপ্ত ইতিহাস ও ২০১০ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতির প্রেক্ষাপট তুলে ধরেন।
প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীদের মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষার সার্বিক বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতা হয়। এতে প্রথম হয়েছে জাহিন ইসলাম, দ্বিতীয় আহমদ লাবিব ও তৃতীয় আইমান আনহা। এছাড়া বিশেষ পুরুষ্কার পেয়েছে ফাইহা তাহির ও হুমাইরা সুম্মা।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন: মৌলানা আব্দুল মালিক, শিক্ষিকা নাছিমা বেগম, মাহির উদ্দিন ও ছাত্র-ছাত্রীদের অভিভাবক বৃন্দ।