ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সে বিএনপির ৩১ দফা নিয়ে কর্মশালা ও লিফলেট বিতরণ প্যারিসে বাংলাদেশী মালিকানাধীন রেস্টুরেন্ট উদ্বোধন ফ্রান্সের বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর রাব্বানী খানের ফ্রান্স সিনেটের ‘মেডেল ড’অনার’ লাভ “অধিকার, স্বাধীনতা এবং সমাজের দ্বৈত মানসিকতা* ফ্রান্সে লায়েক আহমদ তালুকদারের পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত অখন্ড বাংলাদেশ আন্দোলনের প্রধান হাসনাত আরিয়ান খানকে লক্ষ্য করে গুলিবর্ষণ ফ্রান্সে বিশ্ব স্বজন ফাউন্ডেশনের ১ যুগপূর্তি উদযাপন বালাগঞ্জে জামালপুর তোহফা ফাউন্ডেশনের ২০২৫ সালের ক্যালেন্ডার উন্মোচন ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহেরকে প্যারিস বিমানবন্দরে ফুলেল অভ্যর্থনা দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের সম্মাননা ও প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া মাহফিল

যুক্তরাজ্য বিএনপির নেতা সুহেল আহমদের স্বদেশ প্রত্যাবর্তন: বিমানবন্দর ও বালাগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা

  • আপডেট সময় ১২:২৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • ৩৩ বার পড়া হয়েছে

এসএম হেলাল: দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্য বিএনপির নেতা ও বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুহেল আহমদ বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং বালাগঞ্জে পৃথকভাবে জমকালো সংবর্ধনার আয়োজন করা হয়।

দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। তাঁর আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। পরে একটি বর্ণাঢ্য গাড়ি বহর সহকারে সুহেল আহমদকে বালাগঞ্জে নিয়ে যাওয়া হয়।

বেলা ২টার দিকে বালাগঞ্জে পৌঁছালে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বালাগঞ্জের রাজনীতিতে সুহেল আহমদের ভূমিকা ও তাঁর প্রবাস জীবনের ত্যাগ নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।

এরআগে সকাল ১১টার দিকে বিমানবন্দরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, “দীর্ঘ প্রবাস জীবনের পর দেশে ফিরে এসে সুহেল আহমদ নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন। তার এই প্রত্যাবর্তন আমাদের দলের জন্য আশীর্বাদস্বরূপ।”

বালাগঞ্জের সংবর্ধনায় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান চেয়ারম্যান, সহসভাপতি লুৎফুর রহমান, মকবুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, শেখ সুহেল আহমদ বকুল, আব্দুল মুনিম চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম সেফুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

বক্তারা বলেন, “দীর্ঘ প্রবাস জীবনে দলের প্রতি সুহেল আহমদের যে অবিচল নিষ্ঠা ও ত্যাগ ছিল, তা আমাদের অনুপ্রাণিত করে। আমরা বিশ্বাস করি, তাঁর প্রত্যাবর্তন বালাগঞ্জ বিএনপির কার্যক্রমে আরও গতি সঞ্চার করবে।”

সংবর্ধিত বিএনপির নেতা সুহেল আহমদ তাঁর বক্তব্যে দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গভীর আবেগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জননেতা তারেক রহমান এবং নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্ব এবং তারেক রহমানের দিকনির্দেশনা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। নিখোঁজ নেতা ইলিয়াস আলীর ত্যাগ আমাদের চলার পথকে আলোকিত করে।”

তিনি তাঁর প্রয়াত পিতা, বালাগঞ্জ উপজেলা বিএনপির প্রবীণ নেতা গেদাই মিয়ার স্মৃতিচারণ করে বলেন, “আমার পিতার ত্যাগ ও আদর্শ আমাকে সবসময় অনুপ্রাণিত করে। আমি তাঁর দেখানো পথে দলের জন্য কাজ করে যেতে চাই।”

শেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “বিএনপির প্রতিটি নেতাকর্মী যদি একযোগে কাজ করে, তাহলে দেশের গণতন্ত্র পুন.প্রতিষ্ঠা ও মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সে বিএনপির ৩১ দফা নিয়ে কর্মশালা ও লিফলেট বিতরণ

যুক্তরাজ্য বিএনপির নেতা সুহেল আহমদের স্বদেশ প্রত্যাবর্তন: বিমানবন্দর ও বালাগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা

আপডেট সময় ১২:২৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

এসএম হেলাল: দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্য বিএনপির নেতা ও বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুহেল আহমদ বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং বালাগঞ্জে পৃথকভাবে জমকালো সংবর্ধনার আয়োজন করা হয়।

দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। তাঁর আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। পরে একটি বর্ণাঢ্য গাড়ি বহর সহকারে সুহেল আহমদকে বালাগঞ্জে নিয়ে যাওয়া হয়।

বেলা ২টার দিকে বালাগঞ্জে পৌঁছালে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বালাগঞ্জের রাজনীতিতে সুহেল আহমদের ভূমিকা ও তাঁর প্রবাস জীবনের ত্যাগ নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।

এরআগে সকাল ১১টার দিকে বিমানবন্দরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, “দীর্ঘ প্রবাস জীবনের পর দেশে ফিরে এসে সুহেল আহমদ নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন। তার এই প্রত্যাবর্তন আমাদের দলের জন্য আশীর্বাদস্বরূপ।”

বালাগঞ্জের সংবর্ধনায় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান চেয়ারম্যান, সহসভাপতি লুৎফুর রহমান, মকবুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, শেখ সুহেল আহমদ বকুল, আব্দুল মুনিম চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম সেফুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

বক্তারা বলেন, “দীর্ঘ প্রবাস জীবনে দলের প্রতি সুহেল আহমদের যে অবিচল নিষ্ঠা ও ত্যাগ ছিল, তা আমাদের অনুপ্রাণিত করে। আমরা বিশ্বাস করি, তাঁর প্রত্যাবর্তন বালাগঞ্জ বিএনপির কার্যক্রমে আরও গতি সঞ্চার করবে।”

সংবর্ধিত বিএনপির নেতা সুহেল আহমদ তাঁর বক্তব্যে দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গভীর আবেগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জননেতা তারেক রহমান এবং নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্ব এবং তারেক রহমানের দিকনির্দেশনা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। নিখোঁজ নেতা ইলিয়াস আলীর ত্যাগ আমাদের চলার পথকে আলোকিত করে।”

তিনি তাঁর প্রয়াত পিতা, বালাগঞ্জ উপজেলা বিএনপির প্রবীণ নেতা গেদাই মিয়ার স্মৃতিচারণ করে বলেন, “আমার পিতার ত্যাগ ও আদর্শ আমাকে সবসময় অনুপ্রাণিত করে। আমি তাঁর দেখানো পথে দলের জন্য কাজ করে যেতে চাই।”

শেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “বিএনপির প্রতিটি নেতাকর্মী যদি একযোগে কাজ করে, তাহলে দেশের গণতন্ত্র পুন.প্রতিষ্ঠা ও মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব।