ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্বদেশ গমন উপলক্ষে আবু বক্করকে সংবর্ধনা প্রদান ২১আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় ফ্রান্সে যুবদলের আনন্দ উৎসব বালাগঞ্জে আমনের বাম্পার ফলন : মাঠে মাঠে বাতাসে দুলছে ধানের শীষ “Dead” একটি শব্দ ও অচল প্রায় জীবন চাকা! আননূর মাদরাসার পক্ষ থেকে হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু-কে মেলবন্ধন স্মারক প্রদান বালাগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে “নবাগত ইউএনও সুজিত কুমার চন্দ’র মতবিনিময় বালাগঞ্জে উপজেলা প্রশাসনের ‘হাতের মুঠোয় সকল সেবা’ কার্যক্রম চালু বিমানের প্যারিস-ঢাকা ফ্লাইট পুনরায় চালুর জোরালো দাবী প্রবাসীদের বালাগঞ্জে ছাত্রদল নেতা সায়েম আহমদ হত্যা মামলার অভিযুক্ত যুবলীগ নেতা খলকু মিয়া আটক

যে দেশগুলোতে বেকার নাগরিকদের নানা আর্থিক সুবিধা দেয় রাষ্ট্র

  • আপডেট সময় ০৯:২৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮
  • ৬২৫ বার পড়া হয়েছে

এমন কিছু দেশ রয়েছে যেখানে বেকার হওয়ার জন্য টাকা পান যুবক-যুবতীরা বা একটা নির্দিষ্ট দিনে গর্ভধারণ করলে এই দেশে মিলবে গাড়ি-টাকা! আসুন জেনে নেওয়া যাক এমন ৬টি দেশের কথা।

১. ফিনল্যান্ড
ইউরোপের প্রথম দেশ যেখানে বেকারদের জন্য মাসিক ভাতা চালু হয়।

কোনো শর্ত ছাড়াই একটা ন্যূনতম টাকা এই দেশের প্রত্যেক বেকারকে দেওয়া হয়। গত দু বছর ধরে এই দেশের বেকাররা প্রতি মাসে এই ন্যূনতম টাকা (৫৬০ ইউরো বা ৫৭,২১৮ টাকা) পাচ্ছেন। এখনও পর্যন্ত ২০০০ বেকার যুবক-যুবতী এই টাকা পেয়েছেন। বেকারত্বের সমস্যা মেটাতেই ফিনল্যান্ড সরকারের এই উদ্যোগ।
২. সুইজারল্যান্ড
সুইজারল্যান্ডের ছোট্ট গ্রাম আলবিনেন। ২০১৭ নভেম্বর ওই গ্রামে বাস করার জন্য যে কোনো ৪৫ বছর বয়সের কম পরিণত বয়সীদের ১৭ লাখ টাকা এবং শিশুদের ৬ লাখেরও বেশি টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে সরকার। কেন এই ঘোষণা? এই গ্রামে জনসংখ্যা এতটাই কমে গিয়েছে যে, সমস্ত স্কুল বন্ধ হয়ে যায়। বাসিন্দারা অন্যত্র চলে যান এবং বছরের পর বছর তাঁদের ফাঁকা বাড়িগুলো হলিডে হোম হয়ে পড়ে থাকে। গ্রামের প্রাণ ফেরাতেই এই পদক্ষেপ নেওয়া হয়।

৩. রাশিয়া
২০০৭ সাল। রাশিয়া ১২ সেপ্টেম্বর দিনটিকে জাতীয় গর্ভধারণ দিবস হিসাবে ঘোষণা করে। এর অর্থ, কোনও মহিলা যদি এই দিন থেকে ঠিক নয় মাস পরে সন্তানের জন্ম দেন তাহলে রাশিয়া প্রশাসন থেকে তাঁকে রেফ্রিজারেটর, এসইউভি গাড়ি এবং নগদ টাকা দেওয়া হবে।

৪. ফ্রান্স
চীনের ঠিক বিপরীতে হাঁটে ফ্রান্স। জন্ম নিয়ন্ত্রণ করার জন্য চীনে ওয়ান-চাইল্ড পলিসি রয়েছে। আর ফ্রান্সে? এই দেশে কোনো দম্পতি তিন সন্তানের বাবা-মা হলে যে কোনো জিনিসপত্র কেনাকাটার উপরে ডিসকাউন্ট পাবেন। ১৬ সপ্তাহ ধরে ১০০ শতাংশ পেইড মাতৃত্বকালীন ছুটি উপভোগ করতে পারবেন বেসরকারি খাতে কর্মরতারাও। কারণ ফ্রান্সে ৮১ শতাংশ নারীই স্বনির্ভর। কর্মজীবনে অত্যধিক ব্যস্ত হওয়ার জন্য পরিবারতন্ত্রের উপর খুব বেশি জোর দেন না তাঁরা। মায়েদের জন্য এবং হাউসওয়াইফদের জন্য বিশেষ পেনশনের ব্যবস্থাও রয়েছে এ দেশে।

৫. কানাডা
সর্বস্তরে চিকিৎসা পরিষেবা পৌঁছনোর প্রয়োজন সবচেয়ে বেশি, মনে করে কানাডা সরকার। তাই সম্পূর্ণ বিনামূল্যে প্রায় সমস্ত রকমের চিকিৎসা পরিষেবা দেওয়া হয় এখানে। ওষুধের দামও অনেকটাই কম।

৬. সিঙ্গাপুর
সম্প্রতি সিঙ্গাপুর দেশের একুশোর্ধ্ব যুবক-যুবতীদের জন্য ওয়ান টাইম বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে। কার কত মাসিক আয় তার উপর ভিত্তি করেই এই বোনাসের অর্থ ধার্য করা হবে, জানিয়েছেন সে দেশের অর্থমন্ত্রী হেঙ্গ সুই কিট। ১০০ সিঙ্গাপুর ডলার থেকে ৩০০ সিঙ্গাপুর ডলারের মধ্যে ঘোরাফেরা করবে এই বোনাসের পরিমাণ।

সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল, দেশ যা লাভ করবে তার ভাগ প্রত্যেক সিঙ্গাপুরবাসী পাবেন। ২০১৫ সালে এমনই প্রতিশ্রুতি দিয়েছিল সিঙ্গাপুর প্রশাসন। সেই অনুযায়ী চলতি বছর বোনাস ঘোষণা করে দেশটির সরকার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

স্বদেশ গমন উপলক্ষে আবু বক্করকে সংবর্ধনা প্রদান

যে দেশগুলোতে বেকার নাগরিকদের নানা আর্থিক সুবিধা দেয় রাষ্ট্র

আপডেট সময় ০৯:২৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮

এমন কিছু দেশ রয়েছে যেখানে বেকার হওয়ার জন্য টাকা পান যুবক-যুবতীরা বা একটা নির্দিষ্ট দিনে গর্ভধারণ করলে এই দেশে মিলবে গাড়ি-টাকা! আসুন জেনে নেওয়া যাক এমন ৬টি দেশের কথা।

১. ফিনল্যান্ড
ইউরোপের প্রথম দেশ যেখানে বেকারদের জন্য মাসিক ভাতা চালু হয়।

কোনো শর্ত ছাড়াই একটা ন্যূনতম টাকা এই দেশের প্রত্যেক বেকারকে দেওয়া হয়। গত দু বছর ধরে এই দেশের বেকাররা প্রতি মাসে এই ন্যূনতম টাকা (৫৬০ ইউরো বা ৫৭,২১৮ টাকা) পাচ্ছেন। এখনও পর্যন্ত ২০০০ বেকার যুবক-যুবতী এই টাকা পেয়েছেন। বেকারত্বের সমস্যা মেটাতেই ফিনল্যান্ড সরকারের এই উদ্যোগ।
২. সুইজারল্যান্ড
সুইজারল্যান্ডের ছোট্ট গ্রাম আলবিনেন। ২০১৭ নভেম্বর ওই গ্রামে বাস করার জন্য যে কোনো ৪৫ বছর বয়সের কম পরিণত বয়সীদের ১৭ লাখ টাকা এবং শিশুদের ৬ লাখেরও বেশি টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে সরকার। কেন এই ঘোষণা? এই গ্রামে জনসংখ্যা এতটাই কমে গিয়েছে যে, সমস্ত স্কুল বন্ধ হয়ে যায়। বাসিন্দারা অন্যত্র চলে যান এবং বছরের পর বছর তাঁদের ফাঁকা বাড়িগুলো হলিডে হোম হয়ে পড়ে থাকে। গ্রামের প্রাণ ফেরাতেই এই পদক্ষেপ নেওয়া হয়।

৩. রাশিয়া
২০০৭ সাল। রাশিয়া ১২ সেপ্টেম্বর দিনটিকে জাতীয় গর্ভধারণ দিবস হিসাবে ঘোষণা করে। এর অর্থ, কোনও মহিলা যদি এই দিন থেকে ঠিক নয় মাস পরে সন্তানের জন্ম দেন তাহলে রাশিয়া প্রশাসন থেকে তাঁকে রেফ্রিজারেটর, এসইউভি গাড়ি এবং নগদ টাকা দেওয়া হবে।

৪. ফ্রান্স
চীনের ঠিক বিপরীতে হাঁটে ফ্রান্স। জন্ম নিয়ন্ত্রণ করার জন্য চীনে ওয়ান-চাইল্ড পলিসি রয়েছে। আর ফ্রান্সে? এই দেশে কোনো দম্পতি তিন সন্তানের বাবা-মা হলে যে কোনো জিনিসপত্র কেনাকাটার উপরে ডিসকাউন্ট পাবেন। ১৬ সপ্তাহ ধরে ১০০ শতাংশ পেইড মাতৃত্বকালীন ছুটি উপভোগ করতে পারবেন বেসরকারি খাতে কর্মরতারাও। কারণ ফ্রান্সে ৮১ শতাংশ নারীই স্বনির্ভর। কর্মজীবনে অত্যধিক ব্যস্ত হওয়ার জন্য পরিবারতন্ত্রের উপর খুব বেশি জোর দেন না তাঁরা। মায়েদের জন্য এবং হাউসওয়াইফদের জন্য বিশেষ পেনশনের ব্যবস্থাও রয়েছে এ দেশে।

৫. কানাডা
সর্বস্তরে চিকিৎসা পরিষেবা পৌঁছনোর প্রয়োজন সবচেয়ে বেশি, মনে করে কানাডা সরকার। তাই সম্পূর্ণ বিনামূল্যে প্রায় সমস্ত রকমের চিকিৎসা পরিষেবা দেওয়া হয় এখানে। ওষুধের দামও অনেকটাই কম।

৬. সিঙ্গাপুর
সম্প্রতি সিঙ্গাপুর দেশের একুশোর্ধ্ব যুবক-যুবতীদের জন্য ওয়ান টাইম বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে। কার কত মাসিক আয় তার উপর ভিত্তি করেই এই বোনাসের অর্থ ধার্য করা হবে, জানিয়েছেন সে দেশের অর্থমন্ত্রী হেঙ্গ সুই কিট। ১০০ সিঙ্গাপুর ডলার থেকে ৩০০ সিঙ্গাপুর ডলারের মধ্যে ঘোরাফেরা করবে এই বোনাসের পরিমাণ।

সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল, দেশ যা লাভ করবে তার ভাগ প্রত্যেক সিঙ্গাপুরবাসী পাবেন। ২০১৫ সালে এমনই প্রতিশ্রুতি দিয়েছিল সিঙ্গাপুর প্রশাসন। সেই অনুযায়ী চলতি বছর বোনাস ঘোষণা করে দেশটির সরকার।