ফ্রান্সসহ ইউরোপের বহু দেশে আগামী শনিবার দিবাগত রাত ৩টার পর ঘড়ির কাটা এক ঘন্টা পেছনে নিয়ে আসা হবে। অর্থাৎ রাত ৩টায় ঘড়ির কাটা ২ টায় নিয়ে আসা হবে। তখন বাংলাদেশের সাথে ফ্রান্সের সময়ের ব্যবধান হয়ে যাবে পাঁচ ঘন্টা। দিনের আলোর অধিক ব্যবহারের লক্ষে এ ডে লাইট সেভিং পদ্ধতি অনুসরণ করা হয়। তাই ফ্রান্সসহ ইউরোপবাসীকে এদিন এক ঘন্টা বেশী ঘুমিয়েই সকালে কর্মস্থলে যেতে পারবেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে ব্রিটেন ও আয়ারল্যান্ডে সর্বপ্রথম ডে লাইট সেভিং পদ্ধতি অনুসরণ করা হয়। আর ফ্রান্সে প্রথম বারের মত এ পদ্ধতি অনুসরণ করা হয় ১৯১৬ সালে। তবে ১৯৪৫ সালে ফ্রান্সে এ পদ্ধতি বাতিল করে দেয়া হয়।
পরবর্তীতে ১৯৭৩ আবার নতুন করে একই উদ্দেশ্যে ফ্রান্সে ডে লাইট পদ্ধতি পুনঃপ্রবর্তন করা হয়। এরপর ১৯৯৮ সালে ইউরোপীয়ন জুড়ে ডে লাইট সেভিং পদ্ধতি চালু করা হয়। ২০০১ সালে তা ইউরোপীয় আইনে অন্তর্ভুক্ত করা হয়। তবে ইউরোপের রাশিয়া, বেলারোশ, জর্জিয়া, আর্মেনিয়া, আইসল্যান্ড এখন আর এপদ্ধতি ব্যবহার করে না।
সর্বশেষ সংবাদ
রবিবার থেকে ফ্রান্সসহ ইউরোপ ফিরছে শীতকালীন সময়ে
Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u305720254/domains/francedorpan.com/public_html/wp-content/themes/newspaper-pro/template-parts/common/single_two.php on line 117
ট্যাগস :