মিনহাজ হোসেন ইটালী প্রতিনিধিঃ ইটালীতে প্রবাসী বাংলাদেশিরা অবস্থানে সংখ্যা গরিষ্ঠতা রয়েছে ইউরোপের অন্যান্য দেশের চেয়ে। ঐক্যবদ্ধ এই প্রবাসী বাংলাদেশিরা তাদের নিজস্বতা টিকিয়ে রাখতে ধর্ম এবং কর্ম পালন করে চলছে যুগের পর যুগ। আগামী প্রজন্মকে শুধুমাত্র বিদেশী স্কুলে ও বিদেশী ভাষায় লেখাপড়ায় সীমাবদ্ধ না রেখে যেন ধর্মীয় অনুভূতি নিয়ে বড়ো হতে পারে সেই দিকে লক্ষ্য রেখে ইটালীর রাজধানী রোমে নির্মিত হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ও মাদ্রাসা।
শুধুমাত্র ইহকাল কাল নয়, পরকালের জন্য করণীয় বিষয় গুলো যেন দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে থাকে এজন্যই বিভিন্ন এলাকায় রয়েছে একাধিক মসজিদ। কিন্তু রোমের এমন কিছু বাঙালী জনবহুল এলাকা আছে যেখানে ওয়াক্তের নামাজ ও জুম্মার নামাজ আদায়ের জন্য নির্দিষ্ট কোন স্থান নেই। আর একারনেই সেই এলাকা থেকে নামাজ আদায়ের জন্য অন্য স্থানে মসজিদ পর্যন্ত আসা হয়ে উঠে কষ্ট সাধ্য। অনেক সময় সময়ের কারণে নামাজ আদায় হয়ে উঠেনা।
রোমের এমনই এক অঞ্চল ফ্রোনতে নোভা। রাজধানী রোম থেকে প্রায় ২০ কিলোমিটার দুরে অবস্থিত এই অঞ্চলে প্রায় ১০০০ বাঙালি রয়েছে। সেই সঙ্গে আছে অন্যান্য মুসলিম দেশের মানুষের বসবাস। তাদের জন্য সেই অঞ্চলে একটি মসজিদ নির্মাণ এখন সময়ের দাবী। আর এই ধর্মীয় কাজে স্থানীয় সকলে অংশ গ্রহণে সম্মতি হয়ে বেশ কয়েক দফায় আলোচনা হয়। আলোচনায় সর্ব সম্মতি ক্রমে এই মসজিদ নির্মাণ ও পরিচালনার জন্য একটি কার্যকর কমিটির প্রস্তাব করলে উপস্থিত সকলের ঐক্যমতে একটি কার্য কর কমিটি গঠন করা হয়। তার আগে এই পরিচালনা পর্ষদের সম্মতি তে স্থানীয় এলাকার নাম অনুসারে এই মসজিদের নাম করণ করা হয়েছে “তোর লুপাড়া জামে মসজিদ”।
আলোচনায় “তোর লুপাড়া জামে মসজিদের” প্রধান উপদেষ্টা রনি আহমেদ এই নব গঠিত কার্যকরী পরিষদের নেতৃ বৃন্দের নাম ঘোষণা করেন” সভাপতি মিঠু আহমেদ, সিনিয়র সহ সভাপতি কবির আহমেদ, সাধারণ সম্পাদক আমির হোসেন,সহ সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মোস্তাক আহমেদ, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, সহ কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক কাজী দুলাল, উপদেষ্টা হাবিবুল্লাহ ( পাকিস্তান), জাহাঙ্গীর হোসেন, নাজমুল হক, মনির হোসেন, মোজাম্মেল হোসেন মোল্লা, জীবন, তাজ উদ্দিন।
সভাপতি মিঠু আহমেদ ও সাধারণ সম্পাদক আমির হোসেন বলেন” এই তোর লুপাড়া জামে মসজিদ নির্মাণের স্বপ্ন ও ইচ্ছা ছিল এই এলাকার মানুষের অনেক দিনের। বিভিন্ন কারণে তা বাস্তবে রূপ নিতে পারেননি। মহান আল্লাহ কে শুকরিয়া যে তা এখন বাস্তবায়নের পথে আছে।”
সিনিয়র সহ সভাপতি কবির আহমেদ, সহ সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বলেন” এই আল্লাহ র ঘরে নামাজ আদায়ের পাশাপাশি থাকবে আমাদের আগামী প্রজন্মকে
নামাজ শিক্ষা, কোরআন শিক্ষা সহ সকল ধর্মীয় অনুশাসনের শিক্ষা”
এই আলোচনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইটালী যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মোল্লা। তিনি বলেন” শুধু মাত্র একটি নামাজের স্থান নয়, মুসল্লিরা নামাজ আদায় করতে এসে যেন আনুষঙ্গিক সব সুবিধা পায় সেই দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।”
আলোচনার শেষে আল্লাহ র দরবারে মোনাজাত করা হয়। উপস্থিত সকলে নির্ধারিত স্থান টি মসজিদ নির্মাণ কল্পে অর্থ যোগান শুরু করলে ১৫ হাজার ইউরো জমা হয়।
উপস্থিত সকলের জন্য আমির হোসেন ও রনি আহমেদ যৌথ ভবে আপ্যায়নের ব্যবস্থা করে।