বকুল খান ,স্পেন
স্পেনন্থ বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদের সাথে স্পেন আওয়ামীলীগের নতুন কমিটি সৌজন্য সাক্ষাৎ করেছেন |
স্পেন আওয়ামীলীগের সভাপতি এ এস আই আর۔۔ রবিন ,সাধারণ সম্পাদক রিজভি আলমের নেতৃত্বে নতুন কমিটির নেতা কর্মী নিয়ে সাক্ষাত করেন | মাদ্রিদের দূতাবাসের মিলনায়তনে গতকাল আট জুন দুপুর ১২টায় এ সৌজন্য সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয় |এসময় দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন |আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটিকে পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক রিজভী আলম |পাশাপাশি নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামীলীগের নেতাকির্মীরা |এ সময় সংগঠনটির পক্ষ থেকে বক্তব্য রাখেন ,সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম ,প্রথম সহ-সভাপতি একরামুজ্জামান কিরণ ,বদরুল ইসলাম ,,কবির হুসেন, সাখাওয়াত হোসেন বাবলু ,তোতা কাজী, যুগ্ম সম্পাদক তামিন চৌধুরী ,আখতারুজ্জামান ,আজম কাল ,জাহিদুল ইসলাম দিদার,হারুনুর রশিদ ,বেলাল হুসেন ,সাংগঠনিক সম্পাদক তাপস দেবনাথ ও বদরুল ইসলাম কামালী ,আইন ও অভিবাসন বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম , উপ -দপ্তর সম্পাদক আপন মন্ডল۔ সদস্য ফারহানা ইয়াসমিন ,আফসার হুসেন নীলু ,লুৎফুর নাহার ,গালিসিয়া আওয়ামী লীগ নেতা আল আমিন প্রমুখ |
রাষ্ট্রদূত তার বক্তব্যে ,সকল নেতাকর্মীদের মতাভেদ ও বিভেদ ভুলে বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিতে সকলকে ধৈর্য ধারণ করে সহিংসতা পরিহার করে দেশের ভাবমূর্তি প্রবাসে উজ্জ্বল করার আহ্বান জানান |তিনি স্পেন আওয়ামী লীগের নবগঠিত কমিটিকে অভিন্দন ও শুভেচ্ছা জানান |