মিনহাজ হোসেন ইতালী প্রতিনিধিঃ তুখোড় ও চৌকস রাজনীতিবীদ ইতালী আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক হাসান ইকবাল বাংলাদেশের জাতীয় একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিগত ১মাস বাংলাদেশ সফর শেষে গত ১৬ই জানুয়ারি বুধবার স্থানীয় সময় রাত ১০ঘটিকায় ইতালীর ইন্টারন্যাশনাল ফিমিউসিনো এয়ারপোর্টে পদার্পণ করলে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
এসময় তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামীলীগ, যুবলীগ ইতালী শাখা, ইতালী মহিলা আওয়ামী লীগ, আওয়ামী সেচ্ছাসেবকলীগ, রোম মহানগর আওয়ামী লীগ, তুসকোলানা আওয়ামী লীগ, আমরা মুক্তিযোদ্ধা সন্তান ইতালী, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ইতালী, গাজীপুর জেলা সমাজ কল্যান সমিতি ও ইতালীর আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
হাসান ইকবাল সংক্ষিপ্ত বক্তব্যেতে বলেন,
তীব্র শীত উপেক্ষা করে বিমানবন্দরে আসা নেতাকর্মীদের ধন্যবাদ জানান, পাশাপাশি তিনি সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে দেশ ও সমাজের জন্য কাজ করার জন্য আহ্বান জানান। এসময় তিনি বাংলাদেশের নবগঠিত মন্ত্রীপরিষদ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতার প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এবং সকলকে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান। এই শীতের রাতে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য পরিশেষে উপস্থিত সকলকে তিনি মিষ্টি আপ্যায়ন এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।