ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজয় বিবস উপলক্ষে ইপিএস কমিউনিটি আয়োজন করল “শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি” গহরপুর জামিয়ার ৬৮তম বার্ষিক মাহফিল বৃহস্পতিবার: সকল প্রস্তুতি সম্পন্ন হযরত শাহ জামাল (রহ.) দারুস সুন্নাহ নুরীয়া ইসলামীয়া মাদ্রাসার ওয়াজ ও দুয়া মাহফিল ৫ জানুয়ারি প্যারিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন বালাগঞ্জে শাহ আকিবুন নূর চৌধুরী বৃত্তি বিতরণ সম্পন্ন ফ্রান্সে প্রবাসে সাংবাদিকতার প্রতিবন্ধকতা ও উত্তরনের পন্থা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বালাগঞ্জে আল ইসলাহ ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন স্বদেশ গমন উপলক্ষে আবু বক্করকে সংবর্ধনা প্রদান ২১আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় ফ্রান্সে যুবদলের আনন্দ উৎসব বালাগঞ্জে আমনের বাম্পার ফলন : মাঠে মাঠে বাতাসে দুলছে ধানের শীষ

রয়েল স্পোটিং ক্লাব রোম ও আরেচ্ছো একাদশের মধ্যে ক্রিকেট ম্যাচঃ হাড্ডা হাড্ডি লড়াই

  • আপডেট সময় ০৪:০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮
  • ১৯১ বার পড়া হয়েছে

লাবন্য চৌধুরীঃ সুস্থ ধারার বিনোদন যে কোন মানুষের, যে কোন বয়সের জন্য অপরিহার্য। আর সেই বিনোদন যদি খেলাধুলার মাধ্যমে আসে তবে তা হয় পরিপূর্ণ। কিন্ত প্রবাসের কর্ম ব্যস্ততার জীবনের ফাঁকে খেলাধুলার জন্য সময় বের করার পাশাপাশি একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা সত্যিই প্রশংসার দাবীদার।
নবীনগর প্রবাসী সংঘ আরেচ্ছো আয়োজন করে এমনই এক প্রীতি ক্রিকেট ম্যাচের। আয়োজনে কর্ণেলিয়া-বাতিসস্তিনি তরুণ দের দ্বারা গঠিত রয়েল স্পোটিং ক্লাব এবং একাদশ আরেচ্ছোর মধ্যে অত্যন্ত প্রতিযোগিতা পূর্ণ একটি ম্যাচ সকলে উপভোগ করে। ইটালীর প্রাচীন নগরী আরেচ্ছোর প্রেসকাওলা মাঠে রোম থেকে রয়েল স্পোটিং ক্লাব পৌছাঁলে ফুলেল অভিনন্দন জানান আরেচ্ছো একাদশ। টসে জিতে প্রথমেই ফিলডিং করার সিদ্ধান্ত নেন রোম রয়েল টীম। টি টুয়েন্টি এই ম্যাচে আরেচ্ছো একাদশের অর্জন ২৮০ রান। রোমের থেকে আগত রয়েল টীম ও ২৫৭ রান করে সব উইকেট হারিয়ে এবং এক ওভার বাকী থাকতে। খেলার জয় পরাজয় থাকবে এটাই স্বাভাবিক কিন্ত প্রতিযোগিতা পূর্ণ একটি খেলা সবাই উপভোগ করতে পেরেছে এখানেই সফলতা সকলের। রোম রয়েল টীমের পক্ষ থেকে রাজীব শতরান উপহার দেন এদিকে ম্যান অফ ম্যাচ নির্বাচিত হন আরেচ্ছো একাদশের প্রমাণ উল্লাহ সরকার।
পুরস্কার বিতরনীর সময় প্রধান অতিথি ছিলেন জালালাবাদ কল্যাণ সংঘ ( বৃহত্তর সিলেট) এর সভাপতি অলি উদ্দিন শামীম। বিশেষ অতিথি রোম কমিউনিটি ব্যক্তিত্ব আযাদ ভুঁইয়া, সোহাগ খান এবং বাংলাদেশ এসোসিয়েশনে আরেচ্ছোর প্রধান উপদেষ্টা সেলিম মোড়ল, উপদেষ্টা আহসান উল্লাহ টিপু, নবীনগর প্রবাসী সংঘের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ ক্যালচারাল এসোসিয়েশনের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম রাজীব, নবী নগর প্রবাসী সংঘের সাধারন সম্পাদক আরাফাত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম সরকার।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি অলি উদ্দিন শামীম, আযাদ ভুঁইয়া দুই দলের হাতে ট্রফি তুলে দেন। এবং তারা এই ধরনের আয়োজন কে ধন্যবাদ জ্ঞাপন করেন ও ভবিষ্যতে পাশে থাকবেন বলেও জানান। জয়ী দলের অধিনায়ক নাজিমুদ্দিন রুবেল বলেন” আমরা আমাদের খেলা ধুলার মধ্যে দিয়েই দেশ কে বহিঃবিশ্বে তুলে আনতে চাই।” এদিকে রোম রয়েল টীমের অধিনায়ক সোহেল মিয়া ও সহ অধিনায়ক শামীম আলম বলেন” খেলায় জয় বা পরাজয় থাকবে কিন্তু প্রবাসে অবস্থানরত তরুণদের সমন্বয় করে এই ধরনের আয়োজন সকলের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং দুই দলের সকল খেলোয়াড়দের প্রসংশা করেন ও ধন্যবাদ দেন। সেই সঙ্গে পরবর্তী ম্যাচে জয়ী হবার ও প্রত্যাশা ব্যক্ত করেন।”
রয়েল টীমের জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন রোমের কর্ণেলিয়া ও বাতিসস্তিনি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব বাংলাদেশ বাংকার সমিতি ইটালীর সিনিয়র সহ সভাপতি ওসমান সরদার সোহেল, হেফজু মিয়া, সোহেল চৌধুরী, আলমগীর আলম, শেখ মামুন। রোম রয়েল টীমের খেলোয়াড়রা ছিলেন সোহেল মিয়া (অধিনায়ক) শামীম আলম( সহ অধিনায়ক), মোঃআজিজ, মোঃ রাজু, উজ্জ্বল মিয়া, সানাউল্লাহ্, জোবায়েত মিয়া, রবিউল হোসেন, ইমরান, মামুন, আসিফ, সাদ্দাম, রবিউল, রাজীব। বিশেষ সৌজন্য সহযোগিতায় সোহেল, শামীম, ইমরান, রনি, রবিন, রাজীব।

আয়োজক নবী নগর প্রবাসী সংঘ আরেচ্ছোর কার্যকরী পরিষদের নেতৃ বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ বাহার, মাহাবুব বেপারী, খোকন মিয়া, সোহেল চৌধুরী, হাবিবুল্লাহ সরকার, মাসুম ভুঁইয়া, রাসেল সরকার, শরিফুদ্দিন, মনিরুজ্জামান মনির, মোঃ মনির, ফয়সাল সরকার সহ অনেকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিজয় বিবস উপলক্ষে ইপিএস কমিউনিটি আয়োজন করল “শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি”

রয়েল স্পোটিং ক্লাব রোম ও আরেচ্ছো একাদশের মধ্যে ক্রিকেট ম্যাচঃ হাড্ডা হাড্ডি লড়াই

আপডেট সময় ০৪:০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮

লাবন্য চৌধুরীঃ সুস্থ ধারার বিনোদন যে কোন মানুষের, যে কোন বয়সের জন্য অপরিহার্য। আর সেই বিনোদন যদি খেলাধুলার মাধ্যমে আসে তবে তা হয় পরিপূর্ণ। কিন্ত প্রবাসের কর্ম ব্যস্ততার জীবনের ফাঁকে খেলাধুলার জন্য সময় বের করার পাশাপাশি একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা সত্যিই প্রশংসার দাবীদার।
নবীনগর প্রবাসী সংঘ আরেচ্ছো আয়োজন করে এমনই এক প্রীতি ক্রিকেট ম্যাচের। আয়োজনে কর্ণেলিয়া-বাতিসস্তিনি তরুণ দের দ্বারা গঠিত রয়েল স্পোটিং ক্লাব এবং একাদশ আরেচ্ছোর মধ্যে অত্যন্ত প্রতিযোগিতা পূর্ণ একটি ম্যাচ সকলে উপভোগ করে। ইটালীর প্রাচীন নগরী আরেচ্ছোর প্রেসকাওলা মাঠে রোম থেকে রয়েল স্পোটিং ক্লাব পৌছাঁলে ফুলেল অভিনন্দন জানান আরেচ্ছো একাদশ। টসে জিতে প্রথমেই ফিলডিং করার সিদ্ধান্ত নেন রোম রয়েল টীম। টি টুয়েন্টি এই ম্যাচে আরেচ্ছো একাদশের অর্জন ২৮০ রান। রোমের থেকে আগত রয়েল টীম ও ২৫৭ রান করে সব উইকেট হারিয়ে এবং এক ওভার বাকী থাকতে। খেলার জয় পরাজয় থাকবে এটাই স্বাভাবিক কিন্ত প্রতিযোগিতা পূর্ণ একটি খেলা সবাই উপভোগ করতে পেরেছে এখানেই সফলতা সকলের। রোম রয়েল টীমের পক্ষ থেকে রাজীব শতরান উপহার দেন এদিকে ম্যান অফ ম্যাচ নির্বাচিত হন আরেচ্ছো একাদশের প্রমাণ উল্লাহ সরকার।
পুরস্কার বিতরনীর সময় প্রধান অতিথি ছিলেন জালালাবাদ কল্যাণ সংঘ ( বৃহত্তর সিলেট) এর সভাপতি অলি উদ্দিন শামীম। বিশেষ অতিথি রোম কমিউনিটি ব্যক্তিত্ব আযাদ ভুঁইয়া, সোহাগ খান এবং বাংলাদেশ এসোসিয়েশনে আরেচ্ছোর প্রধান উপদেষ্টা সেলিম মোড়ল, উপদেষ্টা আহসান উল্লাহ টিপু, নবীনগর প্রবাসী সংঘের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ ক্যালচারাল এসোসিয়েশনের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম রাজীব, নবী নগর প্রবাসী সংঘের সাধারন সম্পাদক আরাফাত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম সরকার।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি অলি উদ্দিন শামীম, আযাদ ভুঁইয়া দুই দলের হাতে ট্রফি তুলে দেন। এবং তারা এই ধরনের আয়োজন কে ধন্যবাদ জ্ঞাপন করেন ও ভবিষ্যতে পাশে থাকবেন বলেও জানান। জয়ী দলের অধিনায়ক নাজিমুদ্দিন রুবেল বলেন” আমরা আমাদের খেলা ধুলার মধ্যে দিয়েই দেশ কে বহিঃবিশ্বে তুলে আনতে চাই।” এদিকে রোম রয়েল টীমের অধিনায়ক সোহেল মিয়া ও সহ অধিনায়ক শামীম আলম বলেন” খেলায় জয় বা পরাজয় থাকবে কিন্তু প্রবাসে অবস্থানরত তরুণদের সমন্বয় করে এই ধরনের আয়োজন সকলের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং দুই দলের সকল খেলোয়াড়দের প্রসংশা করেন ও ধন্যবাদ দেন। সেই সঙ্গে পরবর্তী ম্যাচে জয়ী হবার ও প্রত্যাশা ব্যক্ত করেন।”
রয়েল টীমের জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন রোমের কর্ণেলিয়া ও বাতিসস্তিনি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব বাংলাদেশ বাংকার সমিতি ইটালীর সিনিয়র সহ সভাপতি ওসমান সরদার সোহেল, হেফজু মিয়া, সোহেল চৌধুরী, আলমগীর আলম, শেখ মামুন। রোম রয়েল টীমের খেলোয়াড়রা ছিলেন সোহেল মিয়া (অধিনায়ক) শামীম আলম( সহ অধিনায়ক), মোঃআজিজ, মোঃ রাজু, উজ্জ্বল মিয়া, সানাউল্লাহ্, জোবায়েত মিয়া, রবিউল হোসেন, ইমরান, মামুন, আসিফ, সাদ্দাম, রবিউল, রাজীব। বিশেষ সৌজন্য সহযোগিতায় সোহেল, শামীম, ইমরান, রনি, রবিন, রাজীব।

আয়োজক নবী নগর প্রবাসী সংঘ আরেচ্ছোর কার্যকরী পরিষদের নেতৃ বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ বাহার, মাহাবুব বেপারী, খোকন মিয়া, সোহেল চৌধুরী, হাবিবুল্লাহ সরকার, মাসুম ভুঁইয়া, রাসেল সরকার, শরিফুদ্দিন, মনিরুজ্জামান মনির, মোঃ মনির, ফয়সাল সরকার সহ অনেকে।