সোমবার থেকে ফ্রান্সে লক ডাউন অনেকাংশে তুলে নেয়া হচ্ছে। এজন্য চলছে ব্যাপক প্রস্তুতি। গতকাল গণ পরিবহন তাদের নানামুখী পদক্ষেপ আর যাত্রীদের বিভিন্ন কড়াকড়ি ঘোষণা করেছে। আজ এয়ার ফ্রান্সও জানিয়েছে তাদের নানা বিধিনিষেধের কথা। এয়ার ফ্রান্সে বোর্ডিং পাশ নিতে যাত্রীদের বাধ্যতামূলক তাপমাত্রা পরিমাপ করতে হবে। তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের উপরে হলে বোর্ডিং পাস মিলবে না। এছাড়া যাত্রিদের বাধ্যতামূলকভাবে পরতে হবে মাস্ক। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ এড়াতে এ ধরনের পদক্ষেপ নিচ্ছেন ফ্রান্স সরকার। করোনায় এখন পর্যন্ত ফ্রান্সে ২৬ হাজারের উপরে মানুষ মারা গেছেন।
সর্বশেষ সংবাদ