ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিমানের প্যারিস-ঢাকা ফ্লাইট পুনরায় চালুর জোরালো দাবী প্রবাসীদের বালাগঞ্জে ছাত্রদল নেতা সায়েম আহমদ হত্যা মামলার অভিযুক্ত যুবলীগ নেতা খলকু মিয়া আটক গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণদেরকে সংবর্ধনা ও শিক্ষা সেমিনার অন্তর্বর্তীকালীন সকল সিদ্ধান্ত জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখেই নেওয়া উচিত- বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী অপপ্রচারের প্রতিবাদে সংবাদিক সম্মেলন করলেন সিলোট জেলা পরিষদের সাবেক সদস্য লোকন মিয়া বালাগঞ্জে চলন্ত ফ্যান খুলে গিয়ে ৩ শিক্ষার্থী আহত জমকালো আয়োজনে সিলেটে “কালবেলা”র দ্বিতীয় প্রতিবার্ষিকী পালিত সামাজিক সংস্থা ‘সাফ’ এর নতুন কমিটি গঠন : নয়ন সভাপতি, আকাশ হেলাল সহসভাপতি, রুবেল সাধারন সম্পাদক পাথর ও মানুষ – শ্যামল বণিক অঞ্জন

লন্ডনে ফিল্মি কায়দায় বাংলাদেশীর ঘরে ডাকাতি

  • আপডেট সময় ০৪:০৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুলাই ২০১৮
  • ৩৩৪ বার পড়া হয়েছে

লন্ডনে বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সিডনী স্ট্রিটে ফিল্মি স্টাইলে ডাকাতির ঘটনা ঘটেছে। ৯ সদস্যের ডাকাত দল শুক্রবার সকাল সাড়ে ৩ ঘটিকার সময় বাংলাদেশী এক পরিবারের ঘরে জোরপূর্বক প্রবেশ করে নগদ অর্থ, সোনা, ঘরের মূল্যবান জিনিস পত্র নিয়ে যায় বলে দাবী করা হয়েছে। ফেইসবুকে আহমদ নামক এক ব্যক্তি ভিকটিম পরিবারের একজন ইমরুল হোসেন এর স্ট্যাটাস শেয়ার করে লিখেছেন ডাকাত দলে বাঙালী, কালো, সাদা ও আফগান তরুনরা ছিল। তাদের বয়স আনুমানিক ২১ বছর হবে।

তিনি বলেন, আমি লিভিং রুমে গরমের জন্য ফ্যান ছেড়ে ঘুমিয়ে ছিলাম। যাতে আমার ২ মাস বয়সী শিশু কন্যার অসুবিদা না হয়। হঠাৎ করেই তিন যুবক আমার ঘাড়ে অস্ত্র ঢেকিয়ে জিম্মি করে ফেলে। ২জন আমার বাবা-মা’র ঘরে প্রবেশ তাদের তাদের মারধর করে, তাদের কাছ থেকে সকল অর্থ নিয়ে যায়।

অপর দুইজন আমার ঘরে প্রবেশ করে তখন আমার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। সেখানে তারা আমার শিশু কন্যাকে জিম্মি করে সোনাসহ মূল্যবান জিনিস নিয়ে যায়। এসময় তারা আমার শিশুকে সাউটিং করতে থাকে। তাদের কয়েক আমার আরেক ভাইয়ের রুমে দরজা ভেঙ্গে প্রবেশ করে। সৌভাগ্যজনক তারা ৫ মাস বয়সী শিশু নিয়ে হলিডেতে রয়েছে। শেষ মুহুর্তে তারা আমার বড় ভাইয়ের ঘরে প্রবেশের চেস্টা চালায়। কিন্তু তারা ব্যর্থ হয়। তিনি ভিতর থেকে পুলিশ কল করলে তারা দ্রুত পালিয়ে যায়।

ডাকাতরা তাদের ঘরে প্রবেশের সময় ভিডিও সিসি ক্যামরায় ধরা পড়ে। এতে দেখা যায় একদল যুবক mercedes a class silver old shape, a Vauxhall Zafira, Volkswagen golf, mercedes e class and bmw 5 series কার ব্যবহার করেছে। ইতিমধ্যে ডাকাতির সময়ের সিসি ফুটেজ বিভিন্ন স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

লন্ডনে ফিল্মি কায়দায় বাংলাদেশীর ঘরে ডাকাতি

আপডেট সময় ০৪:০৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুলাই ২০১৮

লন্ডনে বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সিডনী স্ট্রিটে ফিল্মি স্টাইলে ডাকাতির ঘটনা ঘটেছে। ৯ সদস্যের ডাকাত দল শুক্রবার সকাল সাড়ে ৩ ঘটিকার সময় বাংলাদেশী এক পরিবারের ঘরে জোরপূর্বক প্রবেশ করে নগদ অর্থ, সোনা, ঘরের মূল্যবান জিনিস পত্র নিয়ে যায় বলে দাবী করা হয়েছে। ফেইসবুকে আহমদ নামক এক ব্যক্তি ভিকটিম পরিবারের একজন ইমরুল হোসেন এর স্ট্যাটাস শেয়ার করে লিখেছেন ডাকাত দলে বাঙালী, কালো, সাদা ও আফগান তরুনরা ছিল। তাদের বয়স আনুমানিক ২১ বছর হবে।

তিনি বলেন, আমি লিভিং রুমে গরমের জন্য ফ্যান ছেড়ে ঘুমিয়ে ছিলাম। যাতে আমার ২ মাস বয়সী শিশু কন্যার অসুবিদা না হয়। হঠাৎ করেই তিন যুবক আমার ঘাড়ে অস্ত্র ঢেকিয়ে জিম্মি করে ফেলে। ২জন আমার বাবা-মা’র ঘরে প্রবেশ তাদের তাদের মারধর করে, তাদের কাছ থেকে সকল অর্থ নিয়ে যায়।

অপর দুইজন আমার ঘরে প্রবেশ করে তখন আমার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। সেখানে তারা আমার শিশু কন্যাকে জিম্মি করে সোনাসহ মূল্যবান জিনিস নিয়ে যায়। এসময় তারা আমার শিশুকে সাউটিং করতে থাকে। তাদের কয়েক আমার আরেক ভাইয়ের রুমে দরজা ভেঙ্গে প্রবেশ করে। সৌভাগ্যজনক তারা ৫ মাস বয়সী শিশু নিয়ে হলিডেতে রয়েছে। শেষ মুহুর্তে তারা আমার বড় ভাইয়ের ঘরে প্রবেশের চেস্টা চালায়। কিন্তু তারা ব্যর্থ হয়। তিনি ভিতর থেকে পুলিশ কল করলে তারা দ্রুত পালিয়ে যায়।

ডাকাতরা তাদের ঘরে প্রবেশের সময় ভিডিও সিসি ক্যামরায় ধরা পড়ে। এতে দেখা যায় একদল যুবক mercedes a class silver old shape, a Vauxhall Zafira, Volkswagen golf, mercedes e class and bmw 5 series কার ব্যবহার করেছে। ইতিমধ্যে ডাকাতির সময়ের সিসি ফুটেজ বিভিন্ন স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।