ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্বদেশ গমন উপলক্ষে আবু বক্করকে সংবর্ধনা প্রদান ২১আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় ফ্রান্সে যুবদলের আনন্দ উৎসব বালাগঞ্জে আমনের বাম্পার ফলন : মাঠে মাঠে বাতাসে দুলছে ধানের শীষ “Dead” একটি শব্দ ও অচল প্রায় জীবন চাকা! আননূর মাদরাসার পক্ষ থেকে হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু-কে মেলবন্ধন স্মারক প্রদান বালাগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে “নবাগত ইউএনও সুজিত কুমার চন্দ’র মতবিনিময় বালাগঞ্জে উপজেলা প্রশাসনের ‘হাতের মুঠোয় সকল সেবা’ কার্যক্রম চালু বিমানের প্যারিস-ঢাকা ফ্লাইট পুনরায় চালুর জোরালো দাবী প্রবাসীদের বালাগঞ্জে ছাত্রদল নেতা সায়েম আহমদ হত্যা মামলার অভিযুক্ত যুবলীগ নেতা খলকু মিয়া আটক

লিসবনে বাংলাদেশ সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশান পর্তুগালের নৌভ্রমণ

  • আপডেট সময় ০৮:১০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮
  • ১২৬ বার পড়া হয়েছে

প্রবাসের কর্মব্যাস্ততা মাঝে সবারই মনে ইচ্ছে জাগে নিজের এবং পরিবার আত্বীয় স্বজনকে নিয়ে সমূদ্র, খোলা আকাশ আর বাতাস উপভোগ করতে। তা যদি হয়ে উঠে পর্তুগাল প্রবাসী বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশ সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশান অব পর্তুগালের উদ্দ্যোগে তখন হয়ে উঠে আরো উৎসব মূখর আনন্দের।
২৩ই সেপ্টম্বর রবিবার পর্তুগালের রাজধানী লিসবন শহরের পাশ দিয়ে বয়ে চলা আটলান্টিক সাগর উপর নৌ ভ্রমণের মধ্যে দিয়ে বাংলাদেশ সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশান অব পর্তুগালের উদ্যোগে আয়োজন করা হয় দিনব্যাপী বার্ষিক বনভোজন নৌভ্রমণের।
সকাল ১০টায় লিসবন শহর থেকে প্রায় দুই শতাধিক পর্তুগাল প্রবাসী বাংলাদেশীদের নিয়ে ১টি জাহাজ লিসবনের নির্ধারিত স্থান থেকে আটলান্টিক সাগর উপর নৌ ভ্রমণের মধ্যে দিয়ে বনভোজনের আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হয়। বেলা সাড়ে ১২টায় আটলান্টিক সাগরের মোহনা কাসকাইশ নামক স্থানে মধ্যাহ্ন ভোজের পর আটলান্টিকের শাখা দরু নদীর দুই পাশের অপরুপ সৌন্দর্য উপভোগের মধ্যে দিয়ে শুরু হয় আগত ছোট বড় ছেলেমেয়েদের নিয়ে আনন্দ আড্ডা, গান, কৌতুক সহ দল-মত সকল বেদাভেদ ভুলে আনন্দে মেতে উঠেন মেতে ওঠেন নৌভ্রমণে আগত প্রবাসীগন।

উক্ত নৌভ্রমণের পরিচালায় ছিলেন বাংলাদেশ সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশান অব পর্তুগাল তাহের আহম্মেদ চৌধুরী, মিজানুর রহমান ও শাহিন, সম্রাট, মোহাম্মদ ইকবাল আলী ভূঁইয়া, রাসেল মোহন, আশরাফ, আসমত, জিল্লুর রহমান, মহিউদ্দিন সুমন, কবি কামাল ও জাকির হামিদ ছাড়াও কমিউনিটি ব্যক্তিত্ব সোহেব মিয়া, আবদুল্লাহ আল মামুন মাওলানা আবু সাইদ ও ইমদাদ উল্লাহ, মজিবুর মোল্লা, শফিকুর রহমান, রায়হান, ফারুখ প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

স্বদেশ গমন উপলক্ষে আবু বক্করকে সংবর্ধনা প্রদান

লিসবনে বাংলাদেশ সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশান পর্তুগালের নৌভ্রমণ

আপডেট সময় ০৮:১০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮

প্রবাসের কর্মব্যাস্ততা মাঝে সবারই মনে ইচ্ছে জাগে নিজের এবং পরিবার আত্বীয় স্বজনকে নিয়ে সমূদ্র, খোলা আকাশ আর বাতাস উপভোগ করতে। তা যদি হয়ে উঠে পর্তুগাল প্রবাসী বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশ সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশান অব পর্তুগালের উদ্দ্যোগে তখন হয়ে উঠে আরো উৎসব মূখর আনন্দের।
২৩ই সেপ্টম্বর রবিবার পর্তুগালের রাজধানী লিসবন শহরের পাশ দিয়ে বয়ে চলা আটলান্টিক সাগর উপর নৌ ভ্রমণের মধ্যে দিয়ে বাংলাদেশ সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশান অব পর্তুগালের উদ্যোগে আয়োজন করা হয় দিনব্যাপী বার্ষিক বনভোজন নৌভ্রমণের।
সকাল ১০টায় লিসবন শহর থেকে প্রায় দুই শতাধিক পর্তুগাল প্রবাসী বাংলাদেশীদের নিয়ে ১টি জাহাজ লিসবনের নির্ধারিত স্থান থেকে আটলান্টিক সাগর উপর নৌ ভ্রমণের মধ্যে দিয়ে বনভোজনের আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হয়। বেলা সাড়ে ১২টায় আটলান্টিক সাগরের মোহনা কাসকাইশ নামক স্থানে মধ্যাহ্ন ভোজের পর আটলান্টিকের শাখা দরু নদীর দুই পাশের অপরুপ সৌন্দর্য উপভোগের মধ্যে দিয়ে শুরু হয় আগত ছোট বড় ছেলেমেয়েদের নিয়ে আনন্দ আড্ডা, গান, কৌতুক সহ দল-মত সকল বেদাভেদ ভুলে আনন্দে মেতে উঠেন মেতে ওঠেন নৌভ্রমণে আগত প্রবাসীগন।

উক্ত নৌভ্রমণের পরিচালায় ছিলেন বাংলাদেশ সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশান অব পর্তুগাল তাহের আহম্মেদ চৌধুরী, মিজানুর রহমান ও শাহিন, সম্রাট, মোহাম্মদ ইকবাল আলী ভূঁইয়া, রাসেল মোহন, আশরাফ, আসমত, জিল্লুর রহমান, মহিউদ্দিন সুমন, কবি কামাল ও জাকির হামিদ ছাড়াও কমিউনিটি ব্যক্তিত্ব সোহেব মিয়া, আবদুল্লাহ আল মামুন মাওলানা আবু সাইদ ও ইমদাদ উল্লাহ, মজিবুর মোল্লা, শফিকুর রহমান, রায়হান, ফারুখ প্রমুখ।