সন্ত্রাসী হামলা বা রাজনৈতিক উগ্রবাদের চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেশি ভয় পান জার্মান নাগরিকরা। ট্রাম্পের নীতির কারণেই তার সম্পর্কে তাদের এমন মনোভাব। এমনটাই উঠে এসেছে বৃহস্পতিবার প্রকাশিত এক জরিপে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।
আর+ভি ভারসিকহেরাগ নামের একটি ইন্সুরেন্স কোম্পানি এই জরিপ পরিচালনা করে। এতে অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশই বলেছেন, ট্রাম্পের নীতি নিয়ে তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। কেননা, তার নীতি বিশ্বকে আরও বিপজ্জনক জায়গায় নিয়ে যাবে।
জার্মানদের উদ্বেগের দ্বিতীয় কারণ হিসেবে সামনে এসেছে শরণার্থী সংকট থেকে উদ্ভূত ভয়। জরিপে অংশ নেওয়া ৬৩ শতাংশ বলছে, তাদের আশঙ্কা জার্মানি শরণার্থী সংকটে নিমজ্জিত হতে পারে। সামাজিক অস্থিরতা নিয়েও উদ্বেগের কথা জানিয়েছে জরিপে অংশ নেওয়া ৬৩ শতাংশ। ৫৯ শতাংশ বলেছেন, তাদের সবচেয়ে বড় উদ্বেগ হচ্ছে সন্ত্রাসবাদ।
চলতি বছরের জুন ও জুলাইয়ে এই জরিপ পরিচালনা করা হয়।