কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি,বর্তমানে ফ্রান্স প্রবাসী সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিমের বাবা সিরাজুল ইসলাম (সিরাজ ডাক্তার) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার বিকেল ৪টার দিকে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও লিভার জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ মাগরিব মিরাবাজার আগপাড়া জামে মসজিদে প্রথম জানাযার নামাজ এবং রাত ৯ টায় গাছবাড়ি বাজার কামিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে সিলেট শহরের মিরাবাজার আগপাড়ায় কবরস্থানে তাকে দাফন করা হবে।
সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিমের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক শোক বার্তায় কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি এমএ হান্নান, বর্তমান সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সহ-সভাপতি আব্দুর রব, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুহেল, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, এখলাছুর রহমান, বর্তমান, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর, কোষাধ্যক্ষ মিছবাহুল ইসলাম চৌধুরী, ক্রীড়া সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ, সিনিয়র সদস্য বাবুল আহমদ, কাওসার আহমদ সহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মরত সকল সাংবাদিক বৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এছাড়া ফ্রান্স থেকে প্রকাশিত ফ্রান্স দর্পণ পরিবারের পক্ষ থেকেও জনাব সেলিমের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।