সাইফুর রহমান,মাদ্রিদ,স্পেন:
গত (২রা আগষ্ট) রোজ মঙ্গলবার রাত ১০ঃ৩০ ঘটিকার সময় মাদ্রিদের লাভাপিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন হল রুমে দুটি পাতা একটি কুঁড়ির দেশ,পীর-আউলিয়াদের পূণ্যভূমি সিলেট জেলা এসোসিয়েশন ইন স্পেনের ২০২২/’২৪ইং সেশনের নব গঠিত কার্য্যকরী কমিটির অভিষেক অনুষ্টান অনুষ্টিত হয়।
নব গঠিত কার্য্যকরী কমিটির সভাপতি তামিন চৌধুরী এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছানুর মিয়া ছাদ এবং সিঃযুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবির রিগ্যান এর যৌথ পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি আল মামুন। অনুষ্টান শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাল হোসেন।
প্রধান অতিথি জনাব আল মামুন উনার বক্তব্যে সিলেট জেলা এসোসিয়েশন গঠনের উদ্দেশ্য এবং লক্ষ্য সবার সামে তুলে ধরেন সিলেটবাসীকে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য সর্রাত্মক পরিশ্রম করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি বৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এস,আই,আর,এস রবিন,জামাল উদ্দিন মনির,গ্রেটার সিলেট এসোসিয়েশনের সভাপতি আব্দুল মুজাক্কির,আল ইসলাহ স্পেন এর সভাপতি মৌলানা আসাদুজ্জামান রাজ্জাক,ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহি,একরামুজ্জামান কিরন,মোজাম্মেল হক মনু,নূর হোসেন পাটোয়ারী,হেমায়েত খাঁন,রিজভী আলম,আবু জাফর রাসেল,আক্তার হোসেন,বদরুল কামালী সহ প্রমূখ।
নব গঠিত কার্য্যকরী কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিঃসহ সভাপতি আহমেদ আছাদুর রহমান ছাদ,সহ সভাপতি বেলাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান লিটন, সদস্য আসাদ আলী,ইউসুফ আলী,রফিক রহমান,সায়েক মিয়া,লাল শাহ মিয়া,রাজা আহমেদ,আব্দুল মালেক জীবন,রিপন মিয়া,ধলা মিয়া সহ অনেকে।
সভার শেষ পর্যায়ে উপস্হিত অতিথিবৃন্দ নব গঠিত কমিটির সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় সবার মাঝে একটি আনন্দগণ পরিবেশ সৃষ্টি হয়।
সভার শেষে অনুষ্ঠানের সভাপতি সবাইকে সভায় উপস্হিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সবার সহযোগিতার মাধ্যমে নতুন এই সংগঠনকে মাদ্রিদে একটি মাইল ফলক হিসেবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। পরবর্তীতে উনি সভায় উপস্হিত সবাইকে আপ্যায়নের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।