দক্ষিণ সুরমার সৈয়দ কুতুব জালাল মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান ২৩ ফেব্রুয়ারি ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী কাজী মোঃ আক্তার হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী নাজমুল হক ফলিক। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী বিশেষ সদস্য মো জিয়াউল হক, সদস্য শামিনুল হক সেবুল, ফারুক মিয়া, বদরুল আলম, শাহেদ আলী।
উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলতাব হোসেন সহ ম্যানেজিং কমিটির সাবেক সদস্য, অভিভাবকবৃন্দ, শিক্ষক মন্ডলীসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ঝর্ণা রাণী দে এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক এ এইচ এম হায়দার জাহান বাবুল।
অনুষ্ঠানে শিক্ষক ও অতিথিদের খেলা এবং শিক্ষার্থীদের একক অভিনয় এবং দলীয় সংগীত পরিবেশনার পর অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।