নাহিদুল ইসলাম, প্যারিস-ফ্রান্স:: বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বেসরকারি সফরে ফ্রান্স আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত করেন নিহত ছাত্রলীগ নেতা আনোয়ারের ভাই ফ্রান্স আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আলী হোসেন ।
ফ্রান্স আওয়ামীলীগের সমসাময়িক রাজনীতি নিয়ে একান্ত আলাপ কালে ফ্রান্স আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাষ্ট এর সাধারণ সম্পাদক এবং সন্ত্রাসী কতৃক নির্মম ভাবে নিহত বিয়ানীবাজার ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন এর বড় ভাই আলী হোসেন তার নিহত ভাইয়ের হত্যার সুষ্ঠ বিচারে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় তিনি হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবি জানালে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে আশস্ত করেন যে কোন মূল্যে এই হত্যার সুষ্ট বিচার করা হবে এবং খুনিরা কেউই রেহাই পাবে না আইনের হাত থেকে। তাদের কে অবশ্যই বিচারের সম্মুখীন করা হবে। গত ২৫ নভেম্বর সন্ত্রাসী হামলায় নির্মম ভাবে নিহত হন বিয়ানীবাজার ছাত্রলীগ নেতা ও আওয়ামী পরিবারের সন্তান আনোয়ার হোসেন।