ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিসিএফ আয়োজিত স্টুডেন্টস এওয়ার্ড এন্ড রিইউনিয়ন ২০২৪ ক্রমশঃ এর ব্যাপ্তি ও গ্রহণযোগ্যতা বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) ৬ষ্ট কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্টিত বিসিএফ কমিউনিটি এওয়ার্ড ২০২৪ – পেলেন ‘ফ্রান্স দর্পণ’ প্রকাশক মিয়া মাসুদ বিজয় বিবস উপলক্ষে ইপিএস কমিউনিটি আয়োজন করল “শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি” গহরপুর জামিয়ার ৬৮তম বার্ষিক মাহফিল বৃহস্পতিবার: সকল প্রস্তুতি সম্পন্ন হযরত শাহ জামাল (রহ.) দারুস সুন্নাহ নুরীয়া ইসলামীয়া মাদ্রাসার ওয়াজ ও দুয়া মাহফিল ৫ জানুয়ারি প্যারিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন বালাগঞ্জে শাহ আকিবুন নূর চৌধুরী বৃত্তি বিতরণ সম্পন্ন ফ্রান্সে প্রবাসে সাংবাদিকতার প্রতিবন্ধকতা ও উত্তরনের পন্থা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বালাগঞ্জে আল ইসলাহ ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

অনিশ্চয়তার মুখে ইইউর করোনা মোকাবেলায় আর্থিক সহায়তা প্রস্থাব

  • আপডেট সময় ১১:৪৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • ১৮১ বার পড়া হয়েছে

করোনা সংকট মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তার পথে নতুন করে বাধা সৃষ্টি হতে পারে৷ হাঙ্গেরি ও পোল্যান্ড গণতন্ত্র ও আইনের শাসনের শর্ত না মানতে চাওয়ায় সংকট দেখা যাচ্ছে৷

একযোগে করোনা সংকট মোকাবিলা করতে ব্যর্থতার কারণে ইউরোপীয় ইউনিয়ন এমনিতেই সমালোচনার মুখে পড়েছে৷ কমপক্ষে এই সংকটের অর্থনৈতিক ধাক্কা সামলাতে সম্মিলিত উদ্যোগের চেষ্টা করছেন সদস্য দেশগুলির শীর্ষ নেতারা৷ তীব্র মতবিরোধ কাটিয়ে সাত বছরের দীর্ঘমেয়াদী বাজেটে সাধারণ মানুষের উপকার হয়, এমন অনেক পরিকল্পনা রাখা হয়েছে৷ এক লাখ দশ হাজার কোটি ইউরোর মূল বাজেটের পাশাপাশি করোনা সংকটের মোকাবিলা করতে ৭৫ হাজার কোটি ইউরো অঙ্কের এককালীন সহায়তা সম্পর্কে ঐকমত্য অর্জন করা সম্ভব হয়েছে৷ গত বৃহস্পতিবারই ইইউ-র বর্তমান সভাপতি দেশ জার্মানি ও ইউরোপীয় পার্লামেন্টের মধ্যে এ বিষয়ে ‘অস্থায়ী’ বোঝাপড়া চূড়ান্ত হয়েছে৷

খাতা কলমে এমন উদ্যোগ নিলেও বাস্তবে সেই সিদ্ধান্ত কার্যকর করা কতটা কঠিন, তা আবার স্পষ্ট হয়ে উঠছে৷ এই রাষ্ট্রজোটের ছোটবড় সব সদস্য দেশের হাতেই ভেটো শক্তি রয়েছে, যদিও সেই শক্তি প্রয়োগের ঘটনা এতকাল বিরল ছিল৷ গণতন্ত্র ও আইনের শাসন মজবুত রাখতে ইইউ যে কড়া শর্ত আরোপ করছে, তার তীব্র বিরোধিতা করছে হাঙ্গেরি ও পোল্যান্ড৷ শর্ত পূরণ না করলে শাস্তিমূলক নিষেধাজ্ঞার যে বিধান রাখা হয়েছে, সেটা তাদের মোটেই পছন্দ নয়৷ উল্লেখ্য, এই দুই দেশের বর্তমান শাসক দল আইন প্রণয়ন করে একাধিক গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে৷ হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইইউ-র সেই শর্তের বিরোধিতা করতে বাজেট অনুমোদন বানচাল করতে ভেটো শক্তি প্রয়োগ করতে পারেন বলে শোনা যাচ্ছে৷ শুক্রবার তিনি বলেছিলেন, বর্তমান সংকটের মাঝে আইনের শাসন নিয়ে আলোচনা করার সময় নেই৷ বিশেষ করে ইউরোপের দক্ষিণের দেশগুলিকে দ্রুত আর্থিক সাহায্য দেওয়া জরুরি বলে ওরবান মন্তব্য করেন৷

হাঙ্গেরির এক সংবাদ সংস্থার সূত্র অনুযায়ী অরবান জার্মানি ও ইউরোপের অন্যান্য নেতাদের চিঠি লিখে ভেটো শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন৷ তিনি গণতন্ত্র ও আইনের শাসন সংক্রান্ত শর্তে মানতে একেবারেই প্রস্তুত নন৷ সংবাদ সংস্থা এএফপি-র সূত্র অনুযায়ী জার্মানি ছাড়াও ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় সরকার পরিষদের প্রধান এমন চিঠি পেয়েছেন৷ হাঙ্গেরির সরকার অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করে নি৷

গণতন্ত্র ও আইনের শাসন সংক্রান্ত ইইউ-র শর্ত ষথেষ্ট স্পষ্ট নয় বলেও সমালোচনা শোনা যাচ্ছে৷ এই শর্তের আইনি সংজ্ঞা না থাকায় বাস্তবে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে পড়বে বলে সমালোচকরা মনে করছেন৷ তাদের মতে, হাঙ্গেরি ও পোল্যান্ডের মতো দেশের বর্তমান সরকার সেই দুর্বলতার সুযোগ নিতে পারে৷ এমনকি হাঙ্গেরিও স্পষ্ট সংজ্ঞার অভাবের সমালোচনা করছে৷

নতুন করে রাজনৈতিক সংকটের কারণে করোনা সংকট মোকাবিলায় গঠিত তহবিলের অর্থ বিতরণে বিলম্ব ঘটলে ইউরোপের অনেক অঞ্চল আরও সংকটের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷ বিশেষ করে করোনা ভাইরাসের চলমান ‘দ্বিতীয় ঢেউ’ পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে৷

সূত্র ডয়েচ ভেলে

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিসিএফ আয়োজিত স্টুডেন্টস এওয়ার্ড এন্ড রিইউনিয়ন ২০২৪ ক্রমশঃ এর ব্যাপ্তি ও গ্রহণযোগ্যতা

অনিশ্চয়তার মুখে ইইউর করোনা মোকাবেলায় আর্থিক সহায়তা প্রস্থাব

আপডেট সময় ১১:৪৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০

করোনা সংকট মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তার পথে নতুন করে বাধা সৃষ্টি হতে পারে৷ হাঙ্গেরি ও পোল্যান্ড গণতন্ত্র ও আইনের শাসনের শর্ত না মানতে চাওয়ায় সংকট দেখা যাচ্ছে৷

একযোগে করোনা সংকট মোকাবিলা করতে ব্যর্থতার কারণে ইউরোপীয় ইউনিয়ন এমনিতেই সমালোচনার মুখে পড়েছে৷ কমপক্ষে এই সংকটের অর্থনৈতিক ধাক্কা সামলাতে সম্মিলিত উদ্যোগের চেষ্টা করছেন সদস্য দেশগুলির শীর্ষ নেতারা৷ তীব্র মতবিরোধ কাটিয়ে সাত বছরের দীর্ঘমেয়াদী বাজেটে সাধারণ মানুষের উপকার হয়, এমন অনেক পরিকল্পনা রাখা হয়েছে৷ এক লাখ দশ হাজার কোটি ইউরোর মূল বাজেটের পাশাপাশি করোনা সংকটের মোকাবিলা করতে ৭৫ হাজার কোটি ইউরো অঙ্কের এককালীন সহায়তা সম্পর্কে ঐকমত্য অর্জন করা সম্ভব হয়েছে৷ গত বৃহস্পতিবারই ইইউ-র বর্তমান সভাপতি দেশ জার্মানি ও ইউরোপীয় পার্লামেন্টের মধ্যে এ বিষয়ে ‘অস্থায়ী’ বোঝাপড়া চূড়ান্ত হয়েছে৷

খাতা কলমে এমন উদ্যোগ নিলেও বাস্তবে সেই সিদ্ধান্ত কার্যকর করা কতটা কঠিন, তা আবার স্পষ্ট হয়ে উঠছে৷ এই রাষ্ট্রজোটের ছোটবড় সব সদস্য দেশের হাতেই ভেটো শক্তি রয়েছে, যদিও সেই শক্তি প্রয়োগের ঘটনা এতকাল বিরল ছিল৷ গণতন্ত্র ও আইনের শাসন মজবুত রাখতে ইইউ যে কড়া শর্ত আরোপ করছে, তার তীব্র বিরোধিতা করছে হাঙ্গেরি ও পোল্যান্ড৷ শর্ত পূরণ না করলে শাস্তিমূলক নিষেধাজ্ঞার যে বিধান রাখা হয়েছে, সেটা তাদের মোটেই পছন্দ নয়৷ উল্লেখ্য, এই দুই দেশের বর্তমান শাসক দল আইন প্রণয়ন করে একাধিক গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে৷ হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইইউ-র সেই শর্তের বিরোধিতা করতে বাজেট অনুমোদন বানচাল করতে ভেটো শক্তি প্রয়োগ করতে পারেন বলে শোনা যাচ্ছে৷ শুক্রবার তিনি বলেছিলেন, বর্তমান সংকটের মাঝে আইনের শাসন নিয়ে আলোচনা করার সময় নেই৷ বিশেষ করে ইউরোপের দক্ষিণের দেশগুলিকে দ্রুত আর্থিক সাহায্য দেওয়া জরুরি বলে ওরবান মন্তব্য করেন৷

হাঙ্গেরির এক সংবাদ সংস্থার সূত্র অনুযায়ী অরবান জার্মানি ও ইউরোপের অন্যান্য নেতাদের চিঠি লিখে ভেটো শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন৷ তিনি গণতন্ত্র ও আইনের শাসন সংক্রান্ত শর্তে মানতে একেবারেই প্রস্তুত নন৷ সংবাদ সংস্থা এএফপি-র সূত্র অনুযায়ী জার্মানি ছাড়াও ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় সরকার পরিষদের প্রধান এমন চিঠি পেয়েছেন৷ হাঙ্গেরির সরকার অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করে নি৷

গণতন্ত্র ও আইনের শাসন সংক্রান্ত ইইউ-র শর্ত ষথেষ্ট স্পষ্ট নয় বলেও সমালোচনা শোনা যাচ্ছে৷ এই শর্তের আইনি সংজ্ঞা না থাকায় বাস্তবে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে পড়বে বলে সমালোচকরা মনে করছেন৷ তাদের মতে, হাঙ্গেরি ও পোল্যান্ডের মতো দেশের বর্তমান সরকার সেই দুর্বলতার সুযোগ নিতে পারে৷ এমনকি হাঙ্গেরিও স্পষ্ট সংজ্ঞার অভাবের সমালোচনা করছে৷

নতুন করে রাজনৈতিক সংকটের কারণে করোনা সংকট মোকাবিলায় গঠিত তহবিলের অর্থ বিতরণে বিলম্ব ঘটলে ইউরোপের অনেক অঞ্চল আরও সংকটের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷ বিশেষ করে করোনা ভাইরাসের চলমান ‘দ্বিতীয় ঢেউ’ পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে৷

সূত্র ডয়েচ ভেলে