মিনহাজ হোসেন ইউরোপ বুরো প্রধানঃ আজ ২৯মে বুধবার সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান গ্রীস আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। বুধবার সকাল সাড়ে ১১টায় সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান এথেন্স বিমানবন্দরে পৌছবেন বলে আশা করা যাচ্ছে। সভাপতি এম নজরুল ইসলাম পৌছবেন বেলা দেড়টায়। গ্রীস আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাবেন। পরে এক মোটর শোভাযাত্রা করে তাদের নিয়ে যাওয়া হবে অনুষ্ঠান স্থলে। বৃহস্পতিবার সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের এই দুই নেতার ফেরার কথা রয়েছে ।
গ্রীসের গেরনিও-৪৭,ওমোনিয়া, এথেন্স এই ঠিকানায় আওয়ামী লীগের কার্যালয়ে বিকাল ৫টায় মতবিনিময় সভায় মুজিবাদর্শের সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। মতবিনিময় শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে ।