মাত্রই ফ্রান্স ফুটবল দল বিশ্বজয় করে দেশে ফিরল আর রাশিয়া থেকে ফ্রান্স ফিরে আসা পর্যন্ত দলের সাথে ম্যাক্রোঁর আবেগ আর উচ্ছ্বাস সবার নজর কড়েছে।
কিন্তু ম্যাক্রোঁর কপালে সে আনন্দ বেশী স্থায়ী হল না। তার সব আনন্দ ম্লান করে দিল আলেক্সান্দ বেনালা। সোমবার ফ্রান্স ফুটবল দলকে প্রেসিডেন্টের বাস ভবন এলিজে প্রাসাদে দেয়া সংবর্ধনায় বেনালার উপস্থিতি। আর যায় কোথায়! ফ্রান্সের সবগুলো মিডিয়া ঝাপিয়ে পড়ে ম্যাক্রোঁর উপর! কিন্তু কেন?
কারনঃ গত ১ মে বিশ্ববিদ্যালয় ছাত্রদের ডাকা একটি সমাবেশকে ছত্রভঙ্গ করতে পুলিশের হেলমেট পড়ে অংশ নেন এই বেনালা। তার পরনে পুলিশের কোন ইউনিফর্ম ছিল না। তাকে একজন ছাত্র ও একজন ছত্রীর উপর আক্রমণ করতে দেখা যায়। আর তা ভিডিও করেন তাহা বুফা নামের এক ছাত্রের কেমেরায়। শুরু হয় তুমুল বিতর্ক। এ বিতর্কের মাঝেই তাকে দুই সপ্তাহের শাস্তি মূলক ছুটি দেয়া হয়। একই সাথে প্রেসিডেন্টের বিশেষ নিরাপত্তা বড় বিভাগের প্রধান থেকে সরিয়ে নেয়া হয়। বন্ধ হয় বিতর্ক।
কিন্তু সোমবার এলিজে প্রাসাদে খেলোয়াড়দের দেয়া সংবর্ধনা অনুষ্টানে আবার দেখা যায় বেনালাকে। শুরু হয় নতুন করে বিতর্ক! বিতর্কের স্রুতে নড়ে উঠেছে মেক্রোঁর মসনদ।
এই বিতর্কের মধ্যেই এই দিনের ঘটনা অনুসন্ধানে স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কোলম্ব দেশের পুলিশ প্রধানকে প্রধান করে একটি কমিটি গঠন করেছেন, তারা ঐ দিনের ঘটনার একটি রিপোর্ট দিবেন।
কে এই বেনালাঃ তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর প্রধান নিরাপত্তা কর্মকর্তা। প্রেসিডেন্ট এর অফিসে কাজ শুরুর আগে তিনি ২০১৭ সালে ইমানুয়েল ম্যাক্রোঁর নির্বাচনি প্রচারণার সময় তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসাবে দায়িত্বে ছিলেন।