বিশ্বব্যাপী করোনা মহামারী সংকট ও এর মোকাবেলায় ইউরোপীয়ান ইউনিয়নকে আরো জোরালো ভূমিকা নিতে হবে বলে মনে করেন জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল। বিশেষ করে বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র যেখানে সেভাবে এগিয়ে আসছে না। বুধবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
আগামী জুলাই মাসে ইইউর পর্যায়ক্রমিক দায়িত্ব গ্রহণ করার পর জার্মানির অগ্রাধিকারের রূপরেখা বর্ননায় মার্কেল বলেন, করোনা মহামারি বিশ্বের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতাকে উলট পালট করে দিয়েছে।
মার্কেল করোনা সংকট কাটিয়ে উঠতে ইউরোপীয়ান কমিশনের প্রস্তাবিত ৭৫০ বিলিয়ন ইউরোর প্রস্তাবিত তহবিলকে স্বাগত জানিয়ে বাকি বিশ্বকে সহায়তার জন্য আরো এগিয়ে আসার তাগিদ দেন ইইউকে।
মহামারীর ফলে বিশ্বের অনেক যায়গায় দ্বন্দ্ব ও সমস্যা তৈরী হতে পারে, যা ইউরোপের জন্য স্ট্রেস টেস্ট হয়ে উঠতে পারে। গণতন্ত্র, স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় ইউরোপীয়ান ইউনিয়নকে কথা বলতে হবে, ভূমিকা নিতে হবে।
তিনি স্বীকার করেন, যুক্তরাষ্ট্রের সাথে এই মূহুর্তে সহযোগিতাপূর্ণ সম্পর্ক অনেক কঠিন যা আমরা সব সময় চেয়ে আসছি। বানিজ্য, জলবায়ু চুক্তি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে নানা মতের অমিলের দিকে ইংগিত দিয়ে মার্কেল একথা বলেন।
এছাড়া আগামী ছয় মাস নেতৃত্বকালে তিনি চীনের সাথে ইইউর কৌশলগত বানিজ্য সম্পর্ক স্থাপনের উপর জোর দেয়ার দিকে ইংগিত দেন।