ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজয় বিবস উপলক্ষে ইপিএস কমিউনিটি আয়োজন করল “শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি” গহরপুর জামিয়ার ৬৮তম বার্ষিক মাহফিল বৃহস্পতিবার: সকল প্রস্তুতি সম্পন্ন হযরত শাহ জামাল (রহ.) দারুস সুন্নাহ নুরীয়া ইসলামীয়া মাদ্রাসার ওয়াজ ও দুয়া মাহফিল ৫ জানুয়ারি প্যারিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন বালাগঞ্জে শাহ আকিবুন নূর চৌধুরী বৃত্তি বিতরণ সম্পন্ন ফ্রান্সে প্রবাসে সাংবাদিকতার প্রতিবন্ধকতা ও উত্তরনের পন্থা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বালাগঞ্জে আল ইসলাহ ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন স্বদেশ গমন উপলক্ষে আবু বক্করকে সংবর্ধনা প্রদান ২১আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় ফ্রান্সে যুবদলের আনন্দ উৎসব বালাগঞ্জে আমনের বাম্পার ফলন : মাঠে মাঠে বাতাসে দুলছে ধানের শীষ

জ্বালানি তেলের দাম বাড়ানোয় বিক্ষোভে উত্তাল ফ্রান্স, একজন নিহত

  • আপডেট সময় ০৮:২৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮
  • ৫০৪ বার পড়া হয়েছে

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ শুরু করেছে দেশটির বাসিন্দারা। আন্দোলনকারীরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে কার্যত মহাসড়ক অচল করে দিয়েছেন। এর মধ্যে গাড়িচাপায় এক আন্দোলনকারী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, গত ১২ মাসে ফ্রান্সে ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানো হয়েছে। দেশটির বেশিরভাগ গাড়িতে ডিজেল ব্যবহার করা হয়ে থাকে। গত দশকের প্রথম দিককার পর এখনই দেশটিতে তেলের দাম সবচেয়ে বেশি। বিশ্ববাজারে তেলের দাম কমলেও প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সরকার সেখানে ‘পরিস্কার গাড়ি ও জ্বালানি’ প্রচারাভিযানের অংশ হিসেবে তেলের ওপর হাইড্রোকার্বন ট্যাক্স বাড়িয়েছে। দেশটিতে বর্তমানে প্রতি লিটার ডিজেলের ওপর ৭.৬ সেন্ট ও প্রতি লিটার পেট্রোলের ওপর ৩.৯ সেন্ট হারে ট্যাক্স আরোপ করা হয়েছে। এছাড়া আগামী জানুয়ারি মাস থেকে আরও ৬.৫ সেন্ট ও ২.৯ সেন্ট হারে কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেলের দামের এমন ঊর্ধ্বগতির প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা আন্দোলনে নেমেছেন।

শনিবার ফ্রান্সের প্রায় ২০০০ স্থানে হলুদ জ্যাকেট পরিহিত প্রায় এক লাখ ২০ হাজার বিক্ষোভকারী সড়ক অবরোধ করে। সাধারণত দেশটির সব গাড়িতেই এই জ্যাকেট রাখতে হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ গরীব মানুষকে বর্জন করছেন। এই সপ্তাহে এক ভাষণে ম্যাক্রোঁও স্বীকার করেছেন যে, তিনি সত্যিকার অর্থেই নেতাদের সঙ্গে ফরাসি জনগণকে পুনর্মিলিত করতে পারেননি। তবে তিনি বিরোধিদের বিরুদ্ধে এই আন্দোলনকে ছিনতাই করে নেওয়ার অভিযোগ তুলে বলেন, তার সংস্কার কর্মসূচি ঠেকাতেই এমনটা করছে তারা।

দেশটির কর্মকর্তারা বিক্ষোভকারীদের সতর্ক করে দিয়ে বলেছেন, তারা আন্দোলন না থামালেও ফ্রান্সের সড়ক যোগাযোগ অচল করতে দেওয়া হবে না। লি পারিসিয়ের সংবাদপত্রের খবরে বলা হয়েছে, শনিবার ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের সাভোয় অঞ্চলে গাড়ি চাপায় এক নারী বিক্ষোভকারী নিহত হয়েছেন। গাড়ির চালক তার অসুস্থ মেয়েকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। ওই সময় প্রায় ৫০ জন অবরোধকারী তার গাড়ি থামিয়ে দেয়। তারা গাড়িটির ছাদে আঘাত করতে থাকে। এতে চালক আতঙ্কিত হয়ে গাড়ি চালানো শুরু করেন। ফলে ওই নারী চাপা পড়েন ও মারা যান।

এ ঘটনায় ওই গাড়ি চালককে আতঙ্কিত অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। নিহত বিক্ষোভকারীদের জন্য উত্তর-পশ্চিমাঞ্চলের ব্রিটানি এলাকায় এক মিনিটের নিরবতা পালন করেছেন বিক্ষোভকারীরা।

ফ্রান্সের আরও অনেক স্থানেই অবরোধকারীদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন চালকরা। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আরাস এলাকায় একটি প্রাইভেট কারের চাপায় ৭১ বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়েছেন। ওই ঘটনায় চালককে গ্রেফতার করা হয়েছে। হাজেব্রুক শহরের উত্তরাঞ্চলে বিক্ষোভকারীদের ওপর দিয়ে একটি ট্রাক চালিয়ে দেওয়ার ঘটনায় দুইজন আহত হয়েছে। এছাড়া বেসানকন শহরে সামনে অবরোধ দেখে গাড়ি ঘোরানোর সময় পেছন থেকে আসা দুটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। ওই ঘটনায়ও দুইজন আহত হন। সেলেস্টাটে একজন বিক্ষোভকারীর পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে এক চালক। এছাড়া বিক্ষোভের মধ্য দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করার সময় গ্রাসি শহরে একজন পুলিশ কর্মকর্তা চাপা পড়েছেন। ওই ঘটনায় চালককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ।

বিক্ষোভের বিষয়ে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার কাস্টনার বলেছেন, যদি প্রাণঘাতি হয় তাহলে এই আন্দোলন ব্যর্থ হবে। তিনি বলেন, ‘আমরা খুবই উদ্বিগ্ন। ঝুঁকি এড়িয়ে চলার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ’। সূত্র: বিবিসি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিজয় বিবস উপলক্ষে ইপিএস কমিউনিটি আয়োজন করল “শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি”

জ্বালানি তেলের দাম বাড়ানোয় বিক্ষোভে উত্তাল ফ্রান্স, একজন নিহত

আপডেট সময় ০৮:২৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ শুরু করেছে দেশটির বাসিন্দারা। আন্দোলনকারীরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে কার্যত মহাসড়ক অচল করে দিয়েছেন। এর মধ্যে গাড়িচাপায় এক আন্দোলনকারী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, গত ১২ মাসে ফ্রান্সে ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানো হয়েছে। দেশটির বেশিরভাগ গাড়িতে ডিজেল ব্যবহার করা হয়ে থাকে। গত দশকের প্রথম দিককার পর এখনই দেশটিতে তেলের দাম সবচেয়ে বেশি। বিশ্ববাজারে তেলের দাম কমলেও প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সরকার সেখানে ‘পরিস্কার গাড়ি ও জ্বালানি’ প্রচারাভিযানের অংশ হিসেবে তেলের ওপর হাইড্রোকার্বন ট্যাক্স বাড়িয়েছে। দেশটিতে বর্তমানে প্রতি লিটার ডিজেলের ওপর ৭.৬ সেন্ট ও প্রতি লিটার পেট্রোলের ওপর ৩.৯ সেন্ট হারে ট্যাক্স আরোপ করা হয়েছে। এছাড়া আগামী জানুয়ারি মাস থেকে আরও ৬.৫ সেন্ট ও ২.৯ সেন্ট হারে কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেলের দামের এমন ঊর্ধ্বগতির প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা আন্দোলনে নেমেছেন।

শনিবার ফ্রান্সের প্রায় ২০০০ স্থানে হলুদ জ্যাকেট পরিহিত প্রায় এক লাখ ২০ হাজার বিক্ষোভকারী সড়ক অবরোধ করে। সাধারণত দেশটির সব গাড়িতেই এই জ্যাকেট রাখতে হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ গরীব মানুষকে বর্জন করছেন। এই সপ্তাহে এক ভাষণে ম্যাক্রোঁও স্বীকার করেছেন যে, তিনি সত্যিকার অর্থেই নেতাদের সঙ্গে ফরাসি জনগণকে পুনর্মিলিত করতে পারেননি। তবে তিনি বিরোধিদের বিরুদ্ধে এই আন্দোলনকে ছিনতাই করে নেওয়ার অভিযোগ তুলে বলেন, তার সংস্কার কর্মসূচি ঠেকাতেই এমনটা করছে তারা।

দেশটির কর্মকর্তারা বিক্ষোভকারীদের সতর্ক করে দিয়ে বলেছেন, তারা আন্দোলন না থামালেও ফ্রান্সের সড়ক যোগাযোগ অচল করতে দেওয়া হবে না। লি পারিসিয়ের সংবাদপত্রের খবরে বলা হয়েছে, শনিবার ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের সাভোয় অঞ্চলে গাড়ি চাপায় এক নারী বিক্ষোভকারী নিহত হয়েছেন। গাড়ির চালক তার অসুস্থ মেয়েকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। ওই সময় প্রায় ৫০ জন অবরোধকারী তার গাড়ি থামিয়ে দেয়। তারা গাড়িটির ছাদে আঘাত করতে থাকে। এতে চালক আতঙ্কিত হয়ে গাড়ি চালানো শুরু করেন। ফলে ওই নারী চাপা পড়েন ও মারা যান।

এ ঘটনায় ওই গাড়ি চালককে আতঙ্কিত অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। নিহত বিক্ষোভকারীদের জন্য উত্তর-পশ্চিমাঞ্চলের ব্রিটানি এলাকায় এক মিনিটের নিরবতা পালন করেছেন বিক্ষোভকারীরা।

ফ্রান্সের আরও অনেক স্থানেই অবরোধকারীদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন চালকরা। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আরাস এলাকায় একটি প্রাইভেট কারের চাপায় ৭১ বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়েছেন। ওই ঘটনায় চালককে গ্রেফতার করা হয়েছে। হাজেব্রুক শহরের উত্তরাঞ্চলে বিক্ষোভকারীদের ওপর দিয়ে একটি ট্রাক চালিয়ে দেওয়ার ঘটনায় দুইজন আহত হয়েছে। এছাড়া বেসানকন শহরে সামনে অবরোধ দেখে গাড়ি ঘোরানোর সময় পেছন থেকে আসা দুটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। ওই ঘটনায়ও দুইজন আহত হন। সেলেস্টাটে একজন বিক্ষোভকারীর পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে এক চালক। এছাড়া বিক্ষোভের মধ্য দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করার সময় গ্রাসি শহরে একজন পুলিশ কর্মকর্তা চাপা পড়েছেন। ওই ঘটনায় চালককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ।

বিক্ষোভের বিষয়ে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার কাস্টনার বলেছেন, যদি প্রাণঘাতি হয় তাহলে এই আন্দোলন ব্যর্থ হবে। তিনি বলেন, ‘আমরা খুবই উদ্বিগ্ন। ঝুঁকি এড়িয়ে চলার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ’। সূত্র: বিবিসি।