পাথরে ফোটেনা ফুল, ফুলেও থাকে না পাথর,
পাথর মানুষ হয় না অথচ মানুষ পাথর হয় মনে
বাসনা পুরণে মানুষ কখনো মাথা ঠুঁকে পাথরে,
পাথরের নেই কোনো চাওয়া পাওয়া মানুষের কাছে।
মানুষকে অস্তিত্বে ধারণ করে না পাথর কোনকালেই-
অথচ মানুষ সুখ সমৃদ্ধ লাভে অঙ্গে ধারণ করে প্রায়শই
কখনো পৌঁছে যায় কাঙ্ক্ষিত স্বপ্নের দোরগোড়ায়,
কখনো নিরাশ হয়ে ফিরে যায় ভাগ্যরেখার কাছে।
মানুষ ও পাথর একটি মনস্তাত্ত্বিক সূত্রে বসবাস
নিরেট পাথরে নিত্য খুঁজে বেড়ায় শান্তির অভাস।