ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
শরীফ ওসমান হাদী: নৈতিক সাহস ও রাজনৈতিক দায়বদ্ধতা শহীদ হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীতে পদযাত্রা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কাঙ্কিত সাফল্য অর্জন সম্ভব- ব্যারিস্টার এম এ সালাম সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন : সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন :  সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন নির্বাচনী ইস্তেহারে শিক্ষার সুস্পষ্ট রূপরেখা চাই সিলেট প্রেসক্লাবের নতুন কমিটির সাথে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব ও ফ্রান্স দর্পণ পরিবার মত বিনিময় বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান আপোষহীন নেত্রীর চির বিদায় : শোকে মুহ্যমান গোটা জাতি এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, নির্বাচন নিয়ে নতুন ঘোষণা

পুতিন ট্রাম্পকে উদ্দেশ্য করে জাতীয়তাবাদ বর্জনের আহ্বান ফরাসী নেতা ম্যাক্রোঁর

  • আপডেট সময় ১২:১৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮
  • ৫৩৫ বার পড়া হয়েছে

প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার শত বছর পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে জাতীয়তাবাদ বর্জন করার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ প্যারিসে উপস্থিত নেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে ম্যাক্রোঁ জাতীয়তাবাদকে ‘দেশপ্রেমের প্রতি বিশ্বাসঘাতকতা’ হিসেবে অভিহিত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ম্যাক্রোঁ তার ভাষণে বলেন, ‘‘ আপনারা ‘আমাদের স্বার্থই প্রথম আর অন্যদের বিষয় মনে রেখ না’ বলার মাধ্যমে একটি জাতির সবচেয়ে মূল্যবান জিনিসকেই বাতিল করে দিচ্ছেন আর তা হলো তার নৈতিক মূল্যবোধ।’’

২০ মিনিটের ভাষণে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ তার সহকর্মীদের প্রতি ‘শান্তির জন্য সংগ্রাম’ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘অপসারণের মোহে এই আশা ধ্বংস করে সহিংসতা বা কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হলে তা বিশাল ভুল হবে যার জন্য ভবিষ্যত প্রজন্ম নিশ্চিতভাবে আমাদের দায়ী করবে।’

১৯১৪ সাল থেকে ১৯১৮ সাল পর্যন্ত চলা প্রথম বিশ্বযুদ্ধে ৯৭ লাখ সেনা ও এক কোটি বেসামরিক মানুষ নিহত হয়। ১৯১৮ সালের ১১ নভেম্বর বেলা ১১টার সময় বিউগল বাজিয়ে ওই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হয়। তারপর থেকে প্রতিবছর ওই সময় প্যারিসের সব চার্চে ঘণ্টা বাজানো হয়।

রবিবার দিনটি উপলক্ষে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ প্যারিসের আর্ক ডি ত্রিয়োমফি নিচে থাকা অজ্ঞাত সেনার কবর পর্যন্ত হেটে যান। একই সময় সারা শহরের চার্চগুলোতে ঘণ্টা বাজানো হয়।

প্রথম বিশ্বযুদ্ধের অস্ত্রবিরতির শত বছর পূর্তি অনুষ্ঠানে বেশ কয়েকজন বিশ্বনেতা নিজেদের মধ্যে দ্বি-পাক্ষিক বৈঠকও করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট পুতিন সাংবাদিকদের বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন আর সবকিছু ঠিকই চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

Priority Seats: But Where Is Humanity?

পুতিন ট্রাম্পকে উদ্দেশ্য করে জাতীয়তাবাদ বর্জনের আহ্বান ফরাসী নেতা ম্যাক্রোঁর

আপডেট সময় ১২:১৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮

প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার শত বছর পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে জাতীয়তাবাদ বর্জন করার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ প্যারিসে উপস্থিত নেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে ম্যাক্রোঁ জাতীয়তাবাদকে ‘দেশপ্রেমের প্রতি বিশ্বাসঘাতকতা’ হিসেবে অভিহিত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ম্যাক্রোঁ তার ভাষণে বলেন, ‘‘ আপনারা ‘আমাদের স্বার্থই প্রথম আর অন্যদের বিষয় মনে রেখ না’ বলার মাধ্যমে একটি জাতির সবচেয়ে মূল্যবান জিনিসকেই বাতিল করে দিচ্ছেন আর তা হলো তার নৈতিক মূল্যবোধ।’’

২০ মিনিটের ভাষণে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ তার সহকর্মীদের প্রতি ‘শান্তির জন্য সংগ্রাম’ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘অপসারণের মোহে এই আশা ধ্বংস করে সহিংসতা বা কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হলে তা বিশাল ভুল হবে যার জন্য ভবিষ্যত প্রজন্ম নিশ্চিতভাবে আমাদের দায়ী করবে।’

১৯১৪ সাল থেকে ১৯১৮ সাল পর্যন্ত চলা প্রথম বিশ্বযুদ্ধে ৯৭ লাখ সেনা ও এক কোটি বেসামরিক মানুষ নিহত হয়। ১৯১৮ সালের ১১ নভেম্বর বেলা ১১টার সময় বিউগল বাজিয়ে ওই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হয়। তারপর থেকে প্রতিবছর ওই সময় প্যারিসের সব চার্চে ঘণ্টা বাজানো হয়।

রবিবার দিনটি উপলক্ষে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ প্যারিসের আর্ক ডি ত্রিয়োমফি নিচে থাকা অজ্ঞাত সেনার কবর পর্যন্ত হেটে যান। একই সময় সারা শহরের চার্চগুলোতে ঘণ্টা বাজানো হয়।

প্রথম বিশ্বযুদ্ধের অস্ত্রবিরতির শত বছর পূর্তি অনুষ্ঠানে বেশ কয়েকজন বিশ্বনেতা নিজেদের মধ্যে দ্বি-পাক্ষিক বৈঠকও করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট পুতিন সাংবাদিকদের বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন আর সবকিছু ঠিকই চলছে।