নজমুল কবিরঃ
প্রবাসে আমাদের বসবাস। জীবন ও জীবিকার নানা চাপে আমরা অনেক কিছুই ভুলে যাই। কিন্তু ‘সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল’। মায়ের কোল তো আসলেই ভোলার নয়। আর ‘মোদের গরব মোদের আশা, আ-মরি বাঙলা ভাষা’। আমরা তো ‘বাংলার গান গাই, বাংলায় গান গাই, বাংলায় বাঁচি বাংলায় মরি’। এই সত্যেরই একটি প্রদর্শণী হয়ে গেলো প্যারিসের এক কোণে, একটি সন্ধ্যায়। সেই সন্ধ্যায় উপস্থিত দর্শক প্রবাসে লালন করা বাংলা মায়ের শেখানো অবিনাশী সুর, নাচ, গান, আর আবৃত্তি উপস্থাপনার মাধ্যমে সেই দাবিকেই প্রতিষ্ঠা করলো যেনো।
নৃত্য, সংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা – নানা পর্বের চমৎকার বিন্যাসে এবং উপস্থাপনায় উদযাপিত হলো ফ্রান্সের অনলাইন বাংলা পোর্টাল ইউরোবিডি২৪নিউজের দশ বছরপূর্তি উৎসব।
মঙ্গলবার (১৪ মার্চ) প্যারিসের একটি অভিজাত হলে অনলাইন পোর্টালটির সম্পাদক ইমরান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান।
অনুষ্ঠানকে সাজানো হয় ‘অমর একুশে’, ‘স্বাধীনতার ৫৩ বছর’, ‘বৈশাখে বাঙালী’, ‘ফ্রান্স-বাংলাদেশ কূটনীতিক সম্পর্কের ৫০ বছর’ ইত্যাদি বিষয়কে সামনে রেখে নিউজ পোর্টাল ইউরোবিডি২৪নিউজ এর ১০ বছর পূর্তি উৎসবের আয়োজন করে।
ইউরোবিডি২৪নিউজ এর সম্পাদক ইমরান মাহমুদ এবং জাইমা নাঈম খন্দকারের যৌথ উপস্থাপনায় বাংলাদেশ এবং ফ্রান্সের জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের সভাপতি ইউরোবিডি২৪নিউজের সম্পাদক ইমরান মাহমুদ এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ দূতাবাস প্যারিস-ফ্রান্সের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান তার বক্তব্যে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে সরকারের পাশাপাশি ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানে ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি বিনির্মাণে অসামান্য অবদান রাখায় মরহুম শহীদুল আলম মানিক এবং মরহুম এস এইচ হায়দার হোসেনকে ‘ইউরোবিডি২৪নিউজ কমিউনিটি লাইফটাইম এচিভমেন্ট-২০২৩’ এ ভূষিত করা হয়।
সাংস্কৃতিক পর্বে গান, নৃত্য ও কবিতায় উদযাপন করা হয় ‘অমর একুশে’, স্বাধীনতার ৫৩ বছর এবং বৈশাখে বাঙ্গালিয়ানা। সাংস্কৃতিক পর্বের সমন্বয়ক ছিলেন রবীন্দ্র সংগীত ও আধুনিক গানের শিল্পী মৌসুমী চক্রবর্তী।
ইউরোবিডি২৪নিউজের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয় অনুষ্ঠানে। প্রতিযোগিতায় বিজয়ী এবং সব অংশগ্রহণকারীরা ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমানের হাত থেকে ট্রফি নেন।
আমাদের বাঙালীয়ানায় পিঠা-মিষ্টান্নে আমাদের বাঙালীজীবনের নিজস্ব ঢং এর চিরায়ত রূপ ফুটে ওঠে। খাদ্যে আমরা কেবল একটি উদরপূর্তির নিয়ামক মনে করি না। এরও যে একটি শৈল্পিকরূপ আছে তা আমাদের পিঠা নকশায় ফুটে ওঠে। অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা ও মিষ্টান্ন পরিবেশন এবং প্রদর্শন করেন দেশিফ্লেম ও রানু’স কিচেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি—ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এমএ কাশেম, সহসভাপতি মনজুরুল হাসান চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন কয়েস, সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদাশেলু, একুশে উদযাপন পরিষদের আহ্বায়ক সুব্রত ভট্টাচার্য শুভ, বিসিএফের সভাপতি এমডি নূর, সহসভাপতি মোজাম্মেল হোসেন, বিডি ফার্নিচার উবারভিলিয়ের চেয়ারম্যান মিয়া মাসুদ, আমি ভয়াজের ব্যবস্থাপনা পরিচালক তানজিম হায়দার হোসেন, ওয়াক গ্রুপের চেয়ারম্যান আব্দুল আজিজসহ আরও অনেকে।
গণমাধ্যমটির প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন— ফ্রান্স-বাংলা প্রেস ক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়া, ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জি, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি শাহ সোহেল, বাংলাটিভির ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ, ডিবিসি নিউজের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর, পিবি টিভির হেড অব নিউজ এমসি রোমেল এবং সাংবাদিক মোহাম্মদ আলীসহ ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
কালোত্তীর্ণ শোক সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ – একুশের এই অমর গান দিয়ে শুরু হয় “সংস্কৃতিতে একুশ” পর্ব। মৌসুমী চক্রবর্তীর লীডে কোরাসে অংশ নেন অন্য শিল্পীরা সহ শিশু শিল্পীরা। এরপর ‘মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’ এবং ‘গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটির পথ, আমার মন ভুলায় রে’। মন শীতলকারী গান পরিবেশিত হয় ইমতিয়াজ রনি ও মৌসুমী চক্রবর্তী দ্বৈত পরিবেশনা ‘আমি বাংলায় গান গাই’। শিল্পী পাপিয়া পাল টুকু’র কন্ঠে অভিমানী গান ‘ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো’।
ঝুমা চাকমার লীডে কোরাস সংগীত ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে’ পরিবেশনায় আমরা স্বাধীনতার দৃপ্ত অঙ্গীকারের ছোঁয়া পাই। শিল্পী লুবনা ইয়াসমিন চৌধুরী পরিবেশন করেন ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’। ‘ভ্রোমর কইও গিয়া’ গানটি পরিবেশন করেন শিল্পী উমা চন্দ দৃষ্টি। এরপর দলীয় কোরাসে পরিবেশিত হয় ‘তীর হারা ঐ ঢেউয়ের সাগর পাড়ি দেবোরে’। এটিও আমাদের বাংলার স্বাধীনতা ও সংগ্রামের সঞ্জীবনী শক্তির কথা স্বরণ করিয়ে দেয়। “বাংলা ছাড়ো” কবিতা পরিবেশন করেন আবৃত্তিকার সাইফুল। আর ‘মা’কে নিয়ে কবিতা আবৃত্তি করেন রানা আহমেদ। ‘বাংলাদেশের স্বাধীনতা লক্ষ প্রাণের দান’ এই গানের সাথে নৃত্যে অংশ গ্রহণ করেন নৃত্য শিল্পী জি এম শরীফুল ইসলাম, দেবশ্রী চ্যাটার্জি ও ডোনা শাহা।
‘বসন্ত বহিলো সখি কোকিলা ডাকিলোরে’ এই গানের সাথে একক নৃত্য পরিবেশন করেন নৃত্য শিল্পী নোভা। ‘ছোট ছোট ঢেউ তুলি পানি’ এ গানের সাথে নৃত্য পরিবেশন করেন নৃত্য শিল্পী জি এম শরীফুল ইসলাম, দেবশ্রী চ্যাটার্জি এবং ডোনা শাহ্।
ব্যান্ড শিল্পী ইমতিয়াজ রনি ও তার দল পরিবেশন করেন কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি কেনো এতো অচেনা হলে’ গানটি।