ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
“Dead” একটি শব্দ ও অচল প্রায় জীবন চাকা! আননূর মাদরাসার পক্ষ থেকে হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু-কে মেলবন্ধন স্মারক প্রদান বালাগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে “নবাগত ইউএনও সুজিত কুমার চন্দ’র মতবিনিময় বালাগঞ্জে উপজেলা প্রশাসনের ‘হাতের মুঠোয় সকল সেবা’ কার্যক্রম চালু বিমানের প্যারিস-ঢাকা ফ্লাইট পুনরায় চালুর জোরালো দাবী প্রবাসীদের বালাগঞ্জে ছাত্রদল নেতা সায়েম আহমদ হত্যা মামলার অভিযুক্ত যুবলীগ নেতা খলকু মিয়া আটক গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণদেরকে সংবর্ধনা ও শিক্ষা সেমিনার অন্তর্বর্তীকালীন সকল সিদ্ধান্ত জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখেই নেওয়া উচিত- বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী অপপ্রচারের প্রতিবাদে সংবাদিক সম্মেলন করলেন সিলোট জেলা পরিষদের সাবেক সদস্য লোকন মিয়া

প্যারিসে Point d’Aide – এইড পয়েন্ট এর নতুন অফিসের উদ্বোধন

  • আপডেট সময় ০৫:৫১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

অনুবাদ, জাতীয়তা, আশ্রয় আবেদন, ইমিগ্র্যান্ট বিষয়ক সেবা প্রদানের লক্ষ্যে ‘এইড পয়েন্ট’ নতুন অফিসের উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানের কর্ণধার ফয়সাল মাহমুদ এর আমন্ত্রণে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই উদ্বোধন পর্ব অনুষ্ঠিত হয়। উপরোক্ত সেবা দিয়ে ফয়সাল মাহমুদ ইতোমধ্যেই বেশ প্রশংসা এবং বিশ্বস্ততা অর্জন করেছে। উদ্বোধনী দিনে বিসিএফ এর একটি টীম সার্ভিস সেন্টারে উপস্থিত ছিলেন।

এইড পয়েন্ট সেবাসমূহকে আরো বড় পরিসরে করা হচ্ছে বলে জানালেন ফয়সাল মাহমুদ। আমরা গ্রাহকদের অধিকতর মানসম্পন্ন সেবা প্রদানের লক্ষ্যে আইনজীবি এবং হিসাবরক্ষণ সেবা প্রদানের ব্যবস্থা রেখেছি। বলছিলেন ফয়সাল মাহমুদ। তার কাছে প্রশ্ন ছিলো, আইন বিষয়ে পড়াশুনা না করেও আইনী পরামর্শ এবং সেবা দেয়ার অভিযোগ আসছে, এধরনের প্রতিষ্ঠানগুলো থেকে। এব্যাপারে মতামত জানতে চাইলে ফয়সাল মাহমুদ বলেন, আমরা এব্যাপারে সচেতন। একারনেই আইনী পরামর্শের জন্য ফরাসী আইনজীবি রাখা হয়েছে। সপ্তাহের নির্দিষ্ট সময়ে গ্রাহকরা আইনজীবীর সাথে সরাসরি কথা বলে সেবা নিতে পারবেন।

এইড পয়েন্টে ব্যবসা বিষয়ক যেমন কোম্পানী বিধিমালা তৈরি, বিজনেস প্লান, কোম্পানী নিবন্ধন, কেবিস, দেলিভরো, উবের মাল্টিপল একাউন্টসহ বিভিন্ন সেবা পাওয়া যাবে। জাতীয়তা ও ইমিগ্র্যান্ট আবেদন, পরিবার একত্রীকরণ আবেদন, লজমো, দালো, কার্তা গ্রীস, স্কুটার ইন্সিওরেন্স ইত্যাদি সেবা দেয়া হবে বলে জানানো হয়।

স্যোসাল কর্নারে কিছু ফ্রী সার্ভিস দেয়া হবে বলে জানানো হয়। সেগুলোর মধ্যে সিএমইউ, সিএসএস আবেদন, এএমই আবেদন, পুলিশ ক্লিয়ারেন্স কাফ এর ত্রৈমাসিক ডিক্লারেশন, নাভিগো সলিদারিতে করা ইত্যাদি।

ফয়সাল মাহমুদ জানালেন,
প্যারিস বারের সিনিয়র আইনজীবী ম্যাডাম স্টেফানী পাখতুশ যিনি অভিবাসী, শ্রম অধিকার এবং ডালো এক্সপার্ট।

এক্সপার্ট কম্পতাব হিসেবে থাকছেন মিঃ তাম্বুরা, সহকারী কম্পতাব মিঃ রেনে সাকারা।

এইড পয়েন্ট এর ঠিকানাঃ
2 rue du Chateau Landon 75010 Paris
Phone: 07534254 21

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

“Dead” একটি শব্দ ও অচল প্রায় জীবন চাকা!

প্যারিসে Point d’Aide – এইড পয়েন্ট এর নতুন অফিসের উদ্বোধন

আপডেট সময় ০৫:৫১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

অনুবাদ, জাতীয়তা, আশ্রয় আবেদন, ইমিগ্র্যান্ট বিষয়ক সেবা প্রদানের লক্ষ্যে ‘এইড পয়েন্ট’ নতুন অফিসের উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানের কর্ণধার ফয়সাল মাহমুদ এর আমন্ত্রণে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই উদ্বোধন পর্ব অনুষ্ঠিত হয়। উপরোক্ত সেবা দিয়ে ফয়সাল মাহমুদ ইতোমধ্যেই বেশ প্রশংসা এবং বিশ্বস্ততা অর্জন করেছে। উদ্বোধনী দিনে বিসিএফ এর একটি টীম সার্ভিস সেন্টারে উপস্থিত ছিলেন।

এইড পয়েন্ট সেবাসমূহকে আরো বড় পরিসরে করা হচ্ছে বলে জানালেন ফয়সাল মাহমুদ। আমরা গ্রাহকদের অধিকতর মানসম্পন্ন সেবা প্রদানের লক্ষ্যে আইনজীবি এবং হিসাবরক্ষণ সেবা প্রদানের ব্যবস্থা রেখেছি। বলছিলেন ফয়সাল মাহমুদ। তার কাছে প্রশ্ন ছিলো, আইন বিষয়ে পড়াশুনা না করেও আইনী পরামর্শ এবং সেবা দেয়ার অভিযোগ আসছে, এধরনের প্রতিষ্ঠানগুলো থেকে। এব্যাপারে মতামত জানতে চাইলে ফয়সাল মাহমুদ বলেন, আমরা এব্যাপারে সচেতন। একারনেই আইনী পরামর্শের জন্য ফরাসী আইনজীবি রাখা হয়েছে। সপ্তাহের নির্দিষ্ট সময়ে গ্রাহকরা আইনজীবীর সাথে সরাসরি কথা বলে সেবা নিতে পারবেন।

এইড পয়েন্টে ব্যবসা বিষয়ক যেমন কোম্পানী বিধিমালা তৈরি, বিজনেস প্লান, কোম্পানী নিবন্ধন, কেবিস, দেলিভরো, উবের মাল্টিপল একাউন্টসহ বিভিন্ন সেবা পাওয়া যাবে। জাতীয়তা ও ইমিগ্র্যান্ট আবেদন, পরিবার একত্রীকরণ আবেদন, লজমো, দালো, কার্তা গ্রীস, স্কুটার ইন্সিওরেন্স ইত্যাদি সেবা দেয়া হবে বলে জানানো হয়।

স্যোসাল কর্নারে কিছু ফ্রী সার্ভিস দেয়া হবে বলে জানানো হয়। সেগুলোর মধ্যে সিএমইউ, সিএসএস আবেদন, এএমই আবেদন, পুলিশ ক্লিয়ারেন্স কাফ এর ত্রৈমাসিক ডিক্লারেশন, নাভিগো সলিদারিতে করা ইত্যাদি।

ফয়সাল মাহমুদ জানালেন,
প্যারিস বারের সিনিয়র আইনজীবী ম্যাডাম স্টেফানী পাখতুশ যিনি অভিবাসী, শ্রম অধিকার এবং ডালো এক্সপার্ট।

এক্সপার্ট কম্পতাব হিসেবে থাকছেন মিঃ তাম্বুরা, সহকারী কম্পতাব মিঃ রেনে সাকারা।

এইড পয়েন্ট এর ঠিকানাঃ
2 rue du Chateau Landon 75010 Paris
Phone: 07534254 21