ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের ভোটাধিকার এবং দেশ পরিচালনায় ভূমিকা রাখবার অধিকার দাবি করেছে। ৪ মার্চ মঙ্গলবার প্যারিসের শহরতলির একটি হোটেলের অভিজাত হলে ‘জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও আগামীর নতুন বাংলাদেশ বির্নিমাণে প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় এমন দাবি করা হয়।
বাংলাদেশ গণ অধিকার পরিষদ ফ্রান্স শাখার সভাপতি শাহীন আহম্মেদ মোড়লের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে
এতে প্রধান অথিতি হিসেবে উপস্হিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা কেবল রেমিট্যান্স যোদ্ধাই নয় তারা দেশের নানা আন্দোলন সংগ্রামেরও অংশীদার। কিন্তু প্রবাসীদের প্রতি যথাযথ মূল্যায়ণ কোনো সরকারই করে না। বক্তারা প্যারিস ঢাকা প্যারিস সরাসরি ফ্লাইট চালু, ভোটার আইডি কার্ড করার সুযোগ এবং প্রবাসী কোটায় সংসদে প্রতিনিধিত্বের জোড়ালো দাবি তুলে ধরেন। অনুষ্ঠানে প্রবাসে অবস্থিত দূতাবাসগুলোকে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বি এন পি এর সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, ফ্রান্স বি এন পি এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ, সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাহবুব হোসেন, সামাজিক সংস্থা আইসা প্রেসিডেন্ট ওবায়েদ উল্লাহ কয়েস, এইড পয়েন্টের পরিচালক ফয়সাল মাহমুদ, দেশ সার্ভিসের পরিচালক শাজাহান আহমেদ সহ ফ্রান্স -বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক, সামাজিকও সাস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ফ্রান্স শাখার যুগ্ন সাধারণ সম্পাদক হায়দার হোসেন, ফ্রান্স বি এন পি নেতা শাহ জামাল, মির্জা ফাউন্ডেশনের মির্জা মাজহারুল ইসলাম রাজু সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে বি সি এফ প্রেসিডেন্ট এম ডি নুর এর নেতৃত্বে একটি ডেলিগেশন টিম উপস্থিত ছিল, বি সি এফ প্রতিনিধি দলে ছিলেন ভাইস প্রেসিডেন্ট ফারুক হোসেন, ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহমান শিপন , বি সি এফ সাধারণ সম্পাদক নজমুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল, কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ , মোহাম্মদ ও জহিরুল ইসলাম।