ঢাকা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজয় বিবস উপলক্ষে ইপিএস কমিউনিটি আয়োজন করল “শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি” গহরপুর জামিয়ার ৬৮তম বার্ষিক মাহফিল বৃহস্পতিবার: সকল প্রস্তুতি সম্পন্ন হযরত শাহ জামাল (রহ.) দারুস সুন্নাহ নুরীয়া ইসলামীয়া মাদ্রাসার ওয়াজ ও দুয়া মাহফিল ৫ জানুয়ারি প্যারিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন বালাগঞ্জে শাহ আকিবুন নূর চৌধুরী বৃত্তি বিতরণ সম্পন্ন ফ্রান্সে প্রবাসে সাংবাদিকতার প্রতিবন্ধকতা ও উত্তরনের পন্থা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বালাগঞ্জে আল ইসলাহ ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন স্বদেশ গমন উপলক্ষে আবু বক্করকে সংবর্ধনা প্রদান ২১আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় ফ্রান্সে যুবদলের আনন্দ উৎসব বালাগঞ্জে আমনের বাম্পার ফলন : মাঠে মাঠে বাতাসে দুলছে ধানের শীষ

ফ্রঁসে আভেক রাব্বানী প্রতিষ্ঠানটি পরিদর্শন করে মুগ্ধ হলেন ফ্রান্সের দুই মেয়র ও কাউন্সিলর

  • আপডেট সময় ১২:০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
  • ২১৭ বার পড়া হয়েছে

ফ্রান্সে বাংলাদেশিদের জন্য ফ্রান্সের ভাষা শিক্ষা এবং রাজনৈতিক আশ্রয়ের আবেদন সম্পর্কে মাতৃভাষায় দিকনির্দেশনা ও আইনি সহায়তাকারী প্রতিষ্ঠান ‘ফ্রঁসে আভেক রাব্বানী’ কোন প্রকার সরকারি সহায়তা ছাড়াই এই প্রতিষ্ঠানের অগ্রগতি সত্যিই অনুকরণীয়। প্রতিষ্ঠানের প্রধান রাব্বানী হচ্ছে একটি উদাহরণ এবং তার এই প্রজেক্ট অনুকরণ করার মতোই। আমরা ভবিষ্যতে তার সাথে কথা বলে এটাকে এগিয়ে নেয়ার বিষয়ে কাজ করবো।ফ্রান্সের বিভিন্ন শহরের মেয়র ও কাউন্সিলরবৃন্দরা পরিদর্শন করে এই মন্তব্য করেছেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর প্যারিসের মেয়র আন হিদালগো’র বাসস্থান বিষয়ক সহযোগী এবং কাউন্সিলর ইয়ান ব্রসা ও ওবেরভিলিয়ের মেয়র মিরিয়েম দেরকাওই-, স্তা’রা মেয়র আজেদিন তাইবি।

পরিদর্শনকালে প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ও পরিচালক কৌশিক রাব্বানীর ভূয়শী প্রশংসা করে ওবেরভিলিয়ের মেয়র বলেন, আমাদের শহরে এই প্রতিষ্ঠান এত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে দেখে আমি অভিভূত ও গর্বিত।

তিনি বলেন কোন প্রকার সরকারি সহায়তা ছাড়াই এই প্রতিষ্ঠানের অগ্রগতি সত্যিই অনুকরণীয়।
তিনি মেরির পক্ষ থেকে সকল প্রকার সহায়তার আশ্বাস দেন।
প্যারিসের কাউন্সিলর এবং প্যারিস মেয়রের আবাসন বিষয়ক সহযোগী বলেন, আগে এই প্রতিষ্ঠান আমার এলাকায় ছিল। যখন তারা ওবেরভিলিয়ে চলে আসে আমি পেয়েছি। কিন্তু এখানে এসে দেখছি এই এসোসিয়েশনের পাশে থেকে আমি কোন ভুল করার রিস্ক নেই নি, একই সাথে ওবেরভিলিয়ে এর পাশের শহর স্তা এর মেয়র বলেন, রাব্বানী হচ্ছে একটি উদাহরণ এবং তার এই প্রজেক্ট অনুকরণ করার মতোই। আমরা ভবিষ্যতে তার সাথে কথা বলে এটাকে এগিয়ে নেয়ার বিষয়ে কাজ করবো।
এক পর্যায়ে ওবেরভিলিয়ে শহরে বাংলাদেশী আক্রমণের শিকার বিষয়ে মেয়র মিরিয়েম বলেন, আমরা এই সমস্যা সম্পর্কে অবগত এবং আমি শীঘ্রই পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাকে সাথে নিয়ে এখানে আসবো।
ফ্রসে আভেক রাব্বানী (অফিওরা) শুধু নিজেরাই এগিয়ে যাচ্ছে না, আরও একাধিক সংগঠনকে নিয়মিত সহায়তা করে যাচ্ছে। ফ্রান্সে বড় হওয়া যুবক-যুবতীরা কমিনিটির মানুষের সহায়তায় এগিয়ে আসার অনুপ্রেরণা পাচ্ছে।
প্রসঙ্গত, ২০১২ সালে ইউটিউবে ভিডিও প্রদানের মাধ্যমে গড়ে ওঠা প্রতিষ্ঠান ফ্রসে আভেক রাব্বানী বর্তমানে অফিওরা নামে পরিচিত।


প্রতিষ্ঠাতা রব্বানী খান ২০০৬ সালে মায়ের সাথে ফ্রান্সে আসে বাবার কাছে। ২০০৮ থেকেই কমিউনিটির জন্য কিছু করার ইচ্ছেটা ডানা মেলে ২০১২ সালে।

গত সাত বছরে এই প্রতিষ্ঠানটি ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীদের মনে জায়গা করে নেয়। ছোট একটি টেক্সী ফোন থেকে শুরু করা এই প্রতিষ্ঠানটি বর্তমানে দু’তলা বিশিষ্ট ভবনের মাঝে চালাচ্ছে তার কার্যক্রম। সামাজিক ব্যবসা প্রতিষ্ঠার মাধ্যমে এগিয়ে যাওয়া এই প্রতিষ্ঠান প্রতিদিন সেবা দিয়ে যাচ্ছে গড়ে ২৫০ জনেরও বেশি মানুষকে।

৯০% মানুষই প্রতিষ্ঠানের সামাজিক কাজ বা বিনামূল্যে সেবা পেয়ে থাকছে। বর্তমানে শুধু বাংলাদেশী নয়, অন্যান্য কমিউনিটির মানুষও এই প্রতিষ্ঠান থেকে সহায়তা পেয়ে থাকছেন। ফ্রান্সে আশ্রয় প্রার্থীদের জন্য তথ্যসমুহ তাদের মাতৃভাষায় দিকনির্দেশনা ও আইনি সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে ফ্রঁসে আভেক রাব্বানী’বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশী কমিউনিটির কাছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিজয় বিবস উপলক্ষে ইপিএস কমিউনিটি আয়োজন করল “শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি”

ফ্রঁসে আভেক রাব্বানী প্রতিষ্ঠানটি পরিদর্শন করে মুগ্ধ হলেন ফ্রান্সের দুই মেয়র ও কাউন্সিলর

আপডেট সময় ১২:০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০

ফ্রান্সে বাংলাদেশিদের জন্য ফ্রান্সের ভাষা শিক্ষা এবং রাজনৈতিক আশ্রয়ের আবেদন সম্পর্কে মাতৃভাষায় দিকনির্দেশনা ও আইনি সহায়তাকারী প্রতিষ্ঠান ‘ফ্রঁসে আভেক রাব্বানী’ কোন প্রকার সরকারি সহায়তা ছাড়াই এই প্রতিষ্ঠানের অগ্রগতি সত্যিই অনুকরণীয়। প্রতিষ্ঠানের প্রধান রাব্বানী হচ্ছে একটি উদাহরণ এবং তার এই প্রজেক্ট অনুকরণ করার মতোই। আমরা ভবিষ্যতে তার সাথে কথা বলে এটাকে এগিয়ে নেয়ার বিষয়ে কাজ করবো।ফ্রান্সের বিভিন্ন শহরের মেয়র ও কাউন্সিলরবৃন্দরা পরিদর্শন করে এই মন্তব্য করেছেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর প্যারিসের মেয়র আন হিদালগো’র বাসস্থান বিষয়ক সহযোগী এবং কাউন্সিলর ইয়ান ব্রসা ও ওবেরভিলিয়ের মেয়র মিরিয়েম দেরকাওই-, স্তা’রা মেয়র আজেদিন তাইবি।

পরিদর্শনকালে প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ও পরিচালক কৌশিক রাব্বানীর ভূয়শী প্রশংসা করে ওবেরভিলিয়ের মেয়র বলেন, আমাদের শহরে এই প্রতিষ্ঠান এত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে দেখে আমি অভিভূত ও গর্বিত।

তিনি বলেন কোন প্রকার সরকারি সহায়তা ছাড়াই এই প্রতিষ্ঠানের অগ্রগতি সত্যিই অনুকরণীয়।
তিনি মেরির পক্ষ থেকে সকল প্রকার সহায়তার আশ্বাস দেন।
প্যারিসের কাউন্সিলর এবং প্যারিস মেয়রের আবাসন বিষয়ক সহযোগী বলেন, আগে এই প্রতিষ্ঠান আমার এলাকায় ছিল। যখন তারা ওবেরভিলিয়ে চলে আসে আমি পেয়েছি। কিন্তু এখানে এসে দেখছি এই এসোসিয়েশনের পাশে থেকে আমি কোন ভুল করার রিস্ক নেই নি, একই সাথে ওবেরভিলিয়ে এর পাশের শহর স্তা এর মেয়র বলেন, রাব্বানী হচ্ছে একটি উদাহরণ এবং তার এই প্রজেক্ট অনুকরণ করার মতোই। আমরা ভবিষ্যতে তার সাথে কথা বলে এটাকে এগিয়ে নেয়ার বিষয়ে কাজ করবো।
এক পর্যায়ে ওবেরভিলিয়ে শহরে বাংলাদেশী আক্রমণের শিকার বিষয়ে মেয়র মিরিয়েম বলেন, আমরা এই সমস্যা সম্পর্কে অবগত এবং আমি শীঘ্রই পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাকে সাথে নিয়ে এখানে আসবো।
ফ্রসে আভেক রাব্বানী (অফিওরা) শুধু নিজেরাই এগিয়ে যাচ্ছে না, আরও একাধিক সংগঠনকে নিয়মিত সহায়তা করে যাচ্ছে। ফ্রান্সে বড় হওয়া যুবক-যুবতীরা কমিনিটির মানুষের সহায়তায় এগিয়ে আসার অনুপ্রেরণা পাচ্ছে।
প্রসঙ্গত, ২০১২ সালে ইউটিউবে ভিডিও প্রদানের মাধ্যমে গড়ে ওঠা প্রতিষ্ঠান ফ্রসে আভেক রাব্বানী বর্তমানে অফিওরা নামে পরিচিত।


প্রতিষ্ঠাতা রব্বানী খান ২০০৬ সালে মায়ের সাথে ফ্রান্সে আসে বাবার কাছে। ২০০৮ থেকেই কমিউনিটির জন্য কিছু করার ইচ্ছেটা ডানা মেলে ২০১২ সালে।

গত সাত বছরে এই প্রতিষ্ঠানটি ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীদের মনে জায়গা করে নেয়। ছোট একটি টেক্সী ফোন থেকে শুরু করা এই প্রতিষ্ঠানটি বর্তমানে দু’তলা বিশিষ্ট ভবনের মাঝে চালাচ্ছে তার কার্যক্রম। সামাজিক ব্যবসা প্রতিষ্ঠার মাধ্যমে এগিয়ে যাওয়া এই প্রতিষ্ঠান প্রতিদিন সেবা দিয়ে যাচ্ছে গড়ে ২৫০ জনেরও বেশি মানুষকে।

৯০% মানুষই প্রতিষ্ঠানের সামাজিক কাজ বা বিনামূল্যে সেবা পেয়ে থাকছে। বর্তমানে শুধু বাংলাদেশী নয়, অন্যান্য কমিউনিটির মানুষও এই প্রতিষ্ঠান থেকে সহায়তা পেয়ে থাকছেন। ফ্রান্সে আশ্রয় প্রার্থীদের জন্য তথ্যসমুহ তাদের মাতৃভাষায় দিকনির্দেশনা ও আইনি সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে ফ্রঁসে আভেক রাব্বানী’বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশী কমিউনিটির কাছে।